
01/10/2025
‘বিবিসি ন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড’ ব্রিটেনের একটি সাহিত্য পুরস্কার। ২০০৫ সালে ‘বিবিসি রেডিও ফোর’ ও ‘প্রসপেক্ট ম্যাগাজিন’-এর সহযোগিতায় এটি প্রবর্তন করে ন্যাশনাল এনডাউমেন্ট ফর সায়েন্স, টেকনোলোজি অ্যান্ড দ্য আর্ট ‘এনইএসটিএ’। একটি মাত্র ছোটগল্পের জন্য বিজয়ী পেয়ে থাকেন ১৫ হাজার পাউন্ড। প্রথমে এটি ‘ন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড’ নামেই চালু হয়। স্পন্সররা সম্পৃক্ত হওয়ায় বিবিসির নাম যুক্ত হয়। মূলত ব্রিটিশ লেখকদের জন্য এ পুরস্কারটি চালু হলেও ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রাক্কালে কেবল ওই বছরের জন্য এটি বৈশ্বিক লেখকদের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশে বিবিসির গ্রহণযোগ্যতা থাকায় বিবিসি ন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গল্পগুলোও পাঠক মহলে সমাদৃত হবে বলে আশা রাখি।