Jowel It park

Jowel It park Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jowel It park, Digital creator, Dhaka.
(4)

Expert in Page Growth | Facebook Ads | Page Monetization | Watch Time & Followers Boost | Trusted Digital Partner For All Entrepreneurs
protfolio website link Below👇

আলহামদুলিল্লাহ ২৭ জুলাইয়ের রেজাল্ট।  মাত্র ৬৪ সেন্ট খরচ করেই ৩১৫ টা ফলোয়ার পেয়েছি ❤️❤️
28/07/2025

আলহামদুলিল্লাহ ২৭ জুলাইয়ের রেজাল্ট। মাত্র ৬৪ সেন্ট খরচ করেই ৩১৫ টা ফলোয়ার পেয়েছি ❤️❤️

প্রতিদিন মাত্র ১ ডলার করে খরচ করছি তাতেই এই রেজাল্ট আলহামদুলিল্লাহ। প্রতিটি ফলোয়ার পেতে আমার খরচ হয়েছে 0.00256 সেন্ট মাত...
28/07/2025

প্রতিদিন মাত্র ১ ডলার করে খরচ করছি তাতেই এই রেজাল্ট আলহামদুলিল্লাহ। প্রতিটি ফলোয়ার পেতে আমার খরচ হয়েছে 0.00256 সেন্ট মাত্র❤️
আপনারা যারা ভাবছেন পেইজের ফলোয়ার বাড়ানো উচিত তাদের উদ্দেশ্যে বলছি কখনোই বট ফলোয়ারের কথা মাথাতেও আনবেন না চেষ্টা করবেন অর্গানিক ফলোয়ার নেওয়ার জন্য কারণ এগুলো পারমানেন্ট ফলোয়ার এবং রিয়েল। এরা আপনার পোস্টে রিচ এনগেজমেন্ট দিবে।

26/07/2025

একটা পেইজের কোন দিকটা একজন কাস্টমার সর্বপ্রথম নোটিশ করে আপনি কি জানেন?

আমাদের নিজস্ব শপে অ্যাভেইলেবল আছে চাইলে অর্ডার করতে পারেন
23/06/2025

আমাদের নিজস্ব শপে অ্যাভেইলেবল আছে চাইলে অর্ডার করতে পারেন

📢ফেসবুক অ্যাড কেন প্রয়োজন?🧐আপনার প্রোডাক্ট বা সার্ভিস যতই ভালো হোক না কেন, যদি মানুষ না জানে – তাহলে বিক্রি হবে কীভাবে?🔹...
17/06/2025

📢ফেসবুক অ্যাড কেন প্রয়োজন?🧐

আপনার প্রোডাক্ট বা সার্ভিস যতই ভালো হোক না কেন, যদি মানুষ না জানে – তাহলে বিক্রি হবে কীভাবে?

🔹 ফেসবুক অ্যাড আপনাকে সাহায্য করে লাখ লাখ মানুষের
কাছে খুব সহজে পৌঁছাতে।
🔹 আপনি টার্গেট করতে পারবেন আপনার পছন্দের বয়স,
এলাকা, পেশা, আগ্রহ অনুযায়ী মানুষকে।
🔹 অল্প খরচে বড় রেজাল্ট পাওয়া সম্ভব – শুধু জানতে হবে
সঠিকভাবে কীভাবে অ্যাড দিতে হয়।

🎯 ব্যবসা বড় করতে চাইলে, ফেসবুক অ্যাডস আজ থেকেই
শুরু করুন!

messaging conversation started❤️
30/05/2025

messaging conversation started❤️

19/05/2025

আপনার কখন বট ফলোয়ার ব্যবহার করা উচিত যদি আপনি মনিটাইজ অন করতে চান??

page Automation – এটা কী, আর কেন এত দরকার?আজকাল গ্রাহকরা দ্রুত সাড়া চায়। আপনি যদি ২৪ ঘণ্টা রিপ্লাই দিতে না পারে...
18/05/2025

page Automation – এটা কী, আর কেন এত দরকার?
আজকাল গ্রাহকরা দ্রুত সাড়া চায়। আপনি যদি ২৪ ঘণ্টা রিপ্লাই দিতে না পারেন, তাহলে তারা অন্য কোথাও চলে যেতে পারে।
এখানেই কাজ করে Automation—মানে এটা এমন এক সেটিংস যা আপনার পেইজে মেসেজ আসলেই অটো রিপ্লাই দিয়ে দেয়।

কেন প্রয়োজন?
✅আপনি অফলাইনে থাকলেও গ্রাহক সাড়া পায়
✅ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হয়
✅আপনার সময় ও শ্রম দুইই বাঁচে

Automation এর ৩টি গুরুত্বপূর্ণ ফিচার👇

✅ Instant Reply: কেউ প্রথমবার মেসেজ করলে
অটোমেটিক রিপ্লাই পেয়ে যায়
✅ Away Message: আপনি অনলাইনে না থাকলেও গ্রাহক
অটো সাড়া পায়
✅ FAQ: বারবার জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর আগেই সাজিয়ে
রাখা যায় এতে করে কেউ সেই প্রশ্ন করলে অটোমেটিক
উত্তর পেয়ে যায়।

আপনার পেইজ কি অটোমেটেড? না হলে এখনই চালু করুন! আরো জানতে যোগাযোগ করুন-
Email- [email protected]
Whatsapp- +8801721132724

আপনার কি পর্যাপ্ত সেলস আসছে না? হতাশ হয়ে যাচ্ছেন? তাহলে হয়তো দেখুন আপনার স্ট্র্যাটেজিতে গড়বড় আছে!একটু খেয়াল করুন নিচের দ...
17/05/2025

আপনার কি পর্যাপ্ত সেলস আসছে না? হতাশ হয়ে যাচ্ছেন? তাহলে হয়তো দেখুন আপনার স্ট্র্যাটেজিতে গড়বড় আছে!
একটু খেয়াল করুন নিচের দিকগুলোতে:

✔️টার্গেট অডিয়েন্স খুঁজুন— যাদের সত্যিই আপনার প্রোডাক্ট
দরকার, তাদের কাছেই পৌঁছান।
✔️মার্কেট রিসার্চ করুন— প্রতিযোগীরা কী করছে, মানুষ কোন
কনটেন্টে বেশি আগ্রহী, সেটা বুঝে আগান।
✔️ রিয়েল ভলার দিয়ে বুস্ট করুন— কেউ আপনাকে কম
ডলার রেট অফার করছে বলেই রাজি হয়ে যাবেন না।
✔️রিয়েল এজেন্সি খুঁজুন— যারা আপনার কাছে বিশ্বাসযোগ্য
মনে হবে তাদের দ্বারাই বুস্টা করান।

আর এভাবে স্মার্ট ভাবে কাজ করলে সেল আসবেই ইনশাআল্লাহ!

17/05/2025

5 টি সহজ টিপস—যা আপনার পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে (বিশেষ করে ফেসবুকে)!

1. পণ্যের আসল উপকারিতা হাইলাইট করুন যেমন-
শুধু "কাজু বাদাম" বললেই হবে না—বলুন এটি কীভাবে
স্মৃতিশক্তি বাড়ায়, হৃদপিণ্ড ভালো রাখে।

2. ছবিতে প্রফেশনাল টাচ দিন
মোবাইলে তোলা হলেও সঠিক লাইট ও অ্যাঙ্গেলে তুললে
ক্রেতার আস্থা বাড়ে।

3. ভিডিও কনটেন্ট ব্যবহার করুন
ছোট্ট একটা ভিডিও—যেখানে পণ্য প্যাক করছেন, ব্যবহার
দেখাচ্ছেন—ক্রেতা তখন বিশ্বাস করে এটা আসলেই
অরিজিনাল।

4. রিভিউ পোস্ট করুন
আগের ক্রেতা কী বলেছে—স্ক্রিনশট বা ভিডিও শেয়ার
করলে নতুন ক্রেতা আগ্রহী হয়।

5. বুস্ট করুন সঠিক মানুষদের কাছে
এলোমেলোভাবে নয়—আপনার প্রোডাক্ট বা সার্ভিসের
ক্যাটাগরির সাথে ইন্টারেস্টেড—তাদের কাছে পোস্ট পৌঁছালে
রেজাল্ট মিলবে।

> আপনি যদি আপনার পণ্যের জন্য এমন কনটেন্ট + ক্যাম্পেইন সাজাতে চান, ইনবক্স করতে পারেন।
> আমি রেডি আছি আপনাকে সাহায্য করতে!

17/05/2025

How to Ready your page for your small business

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jowel It park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share