Campus Report 24

Campus Report 24 www.campusreport24.com is leading educational news portal. Here you will find school,college,madrasa,university,schlarship and educational institutions news.

campusreport24.com is the leading Educational News Portal. Where you find all major University, College, Scholarship, Success, Career, Medical, Admission related News. It is great community for students & teachers.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ার সংগঠন ‘লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর নবীন লিওদের নিয়ে...
31/10/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ার সংগঠন ‘লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর নবীন লিওদের নিয়ে “Orientation & Training Program” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের হল কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের সভাপতি রিয়াসাদ ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গত বছরের ন্যায় কৃ...
31/10/2025

শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গত বছরের ন্যায় কৃষি গুচ্ছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিয়েছেন শস্য বিভাগের স...
31/10/2025

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিয়েছেন শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার তাঁর নিয়োগের আদেশ জারি হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিশ্বমানের শিক্ষা, বহুসংস্কৃতির পরিবেশ ও নিরাপদ জীবনযাত্রার কারণে অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অ...
31/10/2025

বিশ্বমানের শিক্ষা, বহুসংস্কৃতির পরিবেশ ও নিরাপদ জীবনযাত্রার কারণে অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। এই দেশ শুধু পড়াশোনার কেন্দ্র নয়, বরং ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনার প্রতিচ্ছবি।‘ক্যাঙারুর দেশ’ নামে পরিচিত অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়। রাজধানী ক্যানবেরা থেকে শুরু করে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থ—সব শহরেই রয়েছে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়, যেখানে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা, চিকিৎসা, মানবিক শাস্ত্রসহ প্রায় সব বিষয়ের উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থী ও কর্মচারী নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিভাগে ম...
31/10/2025

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থী ও কর্মচারী নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিভাগে মোট ২৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করবে। বিজ্ঞপ্তি বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে রেজিস্ট্রার দপ্তরে আবেদন করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শ্যাডো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা সামাজিক যোগাযো...
31/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শ্যাডো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালেই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়জুড়ে তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।

খেলাধুলা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ব্যঙ্গ করে মাঠটিকে ডাকছেন ‘বালু খেকো মাঠ’। দীর্ঘদিন খেলার সুযোগ না থাকায় তাদের মধ্যে তৈ...
31/10/2025

খেলাধুলা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ব্যঙ্গ করে মাঠটিকে ডাকছেন ‘বালু খেকো মাঠ’। দীর্ঘদিন খেলার সুযোগ না থাকায় তাদের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও ক্ষোভ। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠের বালুর ঢিবিকে ‘পিরামিড’ বলে রসিকতা করছেন।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “বর্তমান প্রশাসন আন্তরিক হলেও ইঞ্জিনিয়ারিং দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি আমাদের হতাশ করছে। বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের অগ্রগতি নেই। দ্রুত কাজ শেষ না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

ছবি - প্রতিনিধি/ক্যাম্পাস রিপোর্ট।

সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ ও সাংবাদিক...
31/10/2025

সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে আজীবন হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ করে অর্থ ...
31/10/2025

ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ করে অর্থ উপার্জন করা। এটি একটি মুক্তপেশা যেখানে নিজস্ব দক্ষতা ব্যবহার করে বিভিন্ন কাজ, যেমন - গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং এবং ভিডিও এডিটিং-এর মাধ্যমে আয় করা যায়।

ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ করে অর্থ ...
31/10/2025

ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজ করে অর্থ উপার্জন করা। এটি একটি মুক্তপেশা যেখানে নিজস্ব দক্ষতা ব্যবহার করে বিভিন্ন কাজ, যেমন , এর মাধ্যমে আয় করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। ...
31/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরাই এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ভয়াবহ সংকটে পড়েছে। খুলনা বিশ্...
31/10/2025

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ভয়াবহ সংকটে পড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই অঞ্চলের মানুষ লবণাক্ততা, বেকারত্ব ও নিরাপদ পানির অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। এমনকি প্রায় ৩০ শতাংশ মানুষ বাধ্য হয়ে তাদের দৈনন্দিন খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন।

Address

Saleh Mansion , 3/10 Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Campus Report 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Campus Report 24:

Share