Free Bangladesh Voice

Free Bangladesh Voice Welcome to Free Bangladesh Voice, a platform dedicated to celebrating Bangladesh's renewed independence and uniting pro-Bangladeshis worldwide.

Join us as we explore the journey of our nation, share stories of resilience, and build a community that stands

গনঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিতে এফডিআই এ রেকর্ড প্রবৃদ্ধি, আলহামদুলিল্লাহ
03/11/2025

গনঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিতে এফডিআই এ রেকর্ড প্রবৃদ্ধি, আলহামদুলিল্লাহ

03/11/2025
01/11/2025

নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে:
সাদিক কায়েম

01/11/2025

জুলাই সনদের যেসকল ধারায় বিএনপি নোট অব ডিসেন্ট তথা লিখিত আপত্তি জানিয়েছে, সেসব বিষয়ে গণভোট মানতে নারাজ বিএনপি। চলুন দেখি জুলাই সনদে বিএনপির আপত্তি কোথায় কোথায়:

ক্ষমতার ভারসাম্য রক্ষার লক্ষ্যে উচ্চকক্ষে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ ভিত্তিক আসনবণ্টনের প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রস্তাবেও তারা আপত্তি জানিয়েছে।

একই ব্যক্তি একইসাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না - এ বিষয়ে বিএনপি গণভোটের বিরোধিতা করছে। এমনকি তত্তাবধায়ক সরকারের ধারায় নোট অব ডিসেন্ট দিয়েছে।

একইভাবে বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও অডিটর জেনারেল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার প্রস্তাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

যেসব প্রক্রিয়ার মাধ্যমে অতীতে দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেসব সংস্কারের বিরুদ্ধেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তারা মূলত সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে।

জুলাইকে স্বীকৃতি দিতে না চাওয়া পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখা এবং জুলাই গণহত্যার বৈধতা দেওয়ারই নামান্তর। খু'নী হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট, তথা 'ফ্যাসিবাদী কাঠামো'র সিড়ি বেয়ে ফ্যাসিস্ট হবার মনোবাসনা পরিহার করুন।

কোনো রাজনৈতিক দলকে দেশের মালিক বানাইবার জন্য এত মানুষ জীবন দেয়নাই। জুলাই প্রজন্মকে উপেক্ষা করে, জনগণের প্রকৃত ক্ষমতায়ন আর নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তারা অস্তিত্বের সংকট মোকাবিলার প্রস্তুতি রাখুন।

-- ভিপি সাদিক কাইয়ুম

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Bangladesh Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share