ভূতের গল্প

ভূতের গল্প ভয় পেয়ে যদি হার্ট এট্যাক করেন, তবে তাত?

It's a bengali horror magazine page. এটি বাংলা ভাষার একটি অন্যতম জনপ্রিয় ভূতের গল্পের পেইজ। সকলের ভালবাসার সিক্ততায় আমাদের পথচলা শুরু হয় ২০১৪ সাল থেকে। প্রথম থেকে আমরা পাঠকবৃন্দ ও ভূতপ্রেমীদের কাছে থেকে অনেক সাড়া পাই। তাই তো এখনো থেমে নেই আমাদের এই পথচলা।

13/07/2025

আমার এক ভাই ছিলেন।
তার মৃত্যুটা আমার কাছে এখনো রহস্যময় থেকে গেছে।

কারণ ছাড়াই কিছু মানসিক চাপ থেকে অসুস্থ হলেন।অবস্থা সংকটপূর্ণ হলে জরুরী ভাবে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার পথেই বডি অক্সিজেন গ্রহন করা বন্ধ করে দেয়।পালস ও নাই।হার্ট ও সচল নাই।

মজার ব্যাপার হলো মারা গিয়েছেন সকাল ১১ টায়। শীতের দিন।
আমরা সকলেই জানি রক্ত চলাচল বন্ধ হওয়ার কিছুক্ষনের মদ্ধেই হাত পা সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় তবুও কপালে হাত দিলে গরম অনুভব করেছিলাম। শিতের দিনে মৃত্যুর ৫/৬ ঘন্টা পরেও কপাল গরম। বুঝতেছেন বিষয় টা?

এর পর পুলিশ এসে বডি নিয়ে যায় ময়নাতদন্ত এর জন্য। সন্ধার দিকে।

এক ধরনের ব্যাগ আছে দেখবেন সাধারণত সিভিল সার্ভিসে বেশী দেখা যায়। সাদা চেনওয়ালা ব্যাগ। যার মদ্ধে থেকে পচা দূর্গন্ধ ও বের হওয়ার চান্স নাই।।

ওই ব্যাগে করে রাখা হয় থানায় যে পরের দিন ময়নাতদন্ত হবে।

কিন্তু বিপত্তি বাধে রাত ৯/১০ এর দিকে যখন একজন কন্সটেবল দেখতে পান যে ব্যাগ টা নড়ে উঠেছে।

সবাই গিয়ে ব্যাগের চেইন খুলে দেখে যে সারা শরীর ঘেমে একাকার অবস্থা, চোখ মুখ কপাল সব ঘেমে গেছে।

হই হুল্লোড় পরে যায় সব দিকে।
হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে শেষ বারের মতো মৃত ঘোষনা করলেন।

আমার এখানে অনেক প্রশ্ন আছে যার উত্তর কোনো দিন আমি মিলাতে পারিনাই।

- ©️আল আমিন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ভূতের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share