স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ

স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ, News & Media Website, 165 Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka.
(10)

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা, তালিকায় ১৪ অভিনয়শিল্পীঢাকা, ৩০ এপ্রিল: ...
07/05/2025

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা, তালিকায় ১৪ অভিনয়শিল্পী
ঢাকা, ৩০ এপ্রিল: রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১৪ জন অভিনয়শিল্পীর নামও রয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে তা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অভিযুক্ত ১৪ অভিনয়শিল্পী হলেন—
অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ,
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান।

মামলায় আরও রয়েছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিক। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নাম রয়েছে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক কর্মী ইমরান এইচ সরকার ও লাকি আক্তারকেও আসামি করা হয়েছে।

মামলার বিবরণ:
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় ভুক্তভোগী এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আসলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের গতিপথ রোধ করে। এরপর আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ চালানো হয়।
পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলি ছোড়ে, এতে এম এ হাশেম রাজুর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এরপর রাস্তায় লুটিয়ে পড়া অবস্থায় তাকে মারধরও করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০ মার্চ এম এ হাশেম রাজু বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে শাহবাগ থানায় এ বিষয়ে কোনো মামলা রয়েছে কি না, তা জানাতে নির্দেশ দেন।

আরও মামলা:
এর আগে গত **মঙ্গলবার (২৯ এপ্রিল)**ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টার অভিযোগ এনে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা ও জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামেও মামলা করা হয়।

এই ধারাবাহিক ঘটনায় রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাটকীয় উত্তেজনা দেখা দিয়েছে।

প্রতিবেদন: স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ

টানা দ্বিতীয় রাতে মস্কোয় ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দরমস্কো, ৬ মে: রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত...
07/05/2025

টানা দ্বিতীয় রাতে মস্কোয় ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর
মস্কো, ৬ মে: রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। এই হামলার ফলে নিরাপত্তার ঝুঁকিতে পড়ায় মস্কোর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। হামলার পর রুশ বাহিনী বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত একের পর এক ড্রোন হামলায় কেঁপে ওঠে মস্কো। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া এক বিবৃতিতে জানায়, নিরাপত্তার স্বার্থে মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি মহাসড়কে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে ইউক্রেন এ হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামসংলগ্ন একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে সফল হামলা চালিয়েছে। অভিযানে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করে। তারা মাইনফিল্ড পার হয়ে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুশ সেনারা একটি ব্রিজ উড়িয়ে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি ঠেকানোর চেষ্টা করে।

এই উত্তেজনার মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের স্থানীয় প্রশাসন সম্ভাব্য রুশ পাল্টা হামলার আশঙ্কায় দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টেও ইউক্রেন কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করেছিল। পরে রাশিয়া দাবি করেছিল, তারা অঞ্চলটি পুনর্দখল করেছে। তবে ইউক্রেন দাবি করে, এখনো তাদের সেনারা ওই অঞ্চলে সক্রিয় রয়েছে।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিবেদন: স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ

অনিরাপদ আকাশপথে মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুটি ফ্লাইটঢাকা, ৬ মে: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপট...
07/05/2025

অনিরাপদ আকাশপথে মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুটি ফ্লাইট
ঢাকা, ৬ মে: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার আকাশপথ হয়ে উঠেছে অনিরাপদ। মঙ্গলবার মধ্যরাত থেকে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন অঞ্চলে ভারতীয় মিসাইল হামলার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। এই অনিশ্চিত পরিস্থিতিতে ঢাকাগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকেই ফিরে যেতে বাধ্য হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, তুরস্কের ইস্তানবুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের TK-712 এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের J9533 ফ্লাইট দুটি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের কথা ছিল। কিন্তু আকস্মিক হামলার ঘটনায় আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইট দুটি মাঝপথ থেকে ফিরে যায়।

বিশদ তথ্য অনুযায়ী, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, তার্কিশ এয়ারলাইন্সের TK-712 ঢাকা না এসে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, কুয়েত এয়ারওয়েজের J9533 প্রায় দেড় ঘণ্টা আকাশপথে থাকার পর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আবারও কুয়েত সিটিতে ফিরে যায়।

এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, “ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী অনেক ফ্লাইট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। তবে এখনকার উত্তেজনার কারণে এসব ফ্লাইট নিরাপদ বিকল্প রুট গ্রহণ করছে। বর্তমানে অন্য ফ্লাইটগুলো কোনো ধরনের ব্যাঘাত ছাড়াই চলাচল করছে।”

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের বেশ কয়েকটি স্থানে মিসাইল হামলা চালায় ভারত। পাল্টা জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।

এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ার আকাশপথে এক ধরনের অনিশ্চয়তা ও নিরাপত্তা-ঝুঁকি দেখা দিয়েছে। যাত্রীবাহী বিমান কর্তৃপক্ষগুলো সতর্ক অবস্থানে থেকে ফ্লাইট পরিচালনা করছে।

বিশেষজ্ঞদের মতে, যদি এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়, তবে দক্ষিণ এশিয়ার আকাশপথ ব্যবহারকারী আন্তর্জাতিক রুটে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

প্রতিবেদন: স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশল: একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
15/04/2025

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশল: একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, হামাস বলছে ‘বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়ে গেছে’"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!...
15/04/2025

৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, হামাস বলছে ‘বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়ে গেছে’
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

লোহিত সাগরে হুতিদের পাল্টা অভিযানে চাপে মার্কিন বাহিনী, হুমকির মুখে সামুদ্রিক নিরাপত্তা"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখ...
15/04/2025

লোহিত সাগরে হুতিদের পাল্টা অভিযানে চাপে মার্কিন বাহিনী, হুমকির মুখে সামুদ্রিক নিরাপত্তা
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
06/04/2025

বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, তবে পরোক্ষ আলোচনায় আগ্রহী ইরান"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
06/04/2025

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, তবে পরোক্ষ আলোচনায় আগ্রহী ইরান
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

গাজা থেকে বিদায়ের বার্তা: যখন বেঁচে থাকার আশা ম্লান হয়ে আসে"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
06/04/2025

গাজা থেকে বিদায়ের বার্তা: যখন বেঁচে থাকার আশা ম্লান হয়ে আসে
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

ব্রাজিলে নতুন কর আইন: বিদেশি লাভের ওপর বিশাল করের ধাক্কা ধনীদের জন্য"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
02/04/2025

ব্রাজিলে নতুন কর আইন: বিদেশি লাভের ওপর বিশাল করের ধাক্কা ধনীদের জন্য
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

ট্রাম্পের শুল্ক অভিযান: ব্রাজিলের উপর ১০% শুল্ক, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"
02/04/2025

ট্রাম্পের শুল্ক অভিযান: ব্রাজিলের উপর ১০% শুল্ক, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা
"বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন!"

সন্তানের কাছে বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস                     👎বিস্তারিত জানতে কমেন্টে দেখুন!
29/03/2025

সন্তানের কাছে বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
👎
বিস্তারিত জানতে কমেন্টে দেখুন!

Address

165 Shahid Syed Nazrul Islam Sharani
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share