গ্রামীণ অনলাইন টিভি/Grammen Online Tv

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গ্রামীণ অনলাইন টিভি/Grammen Online Tv

গ্রামীণ অনলাইন টিভি/Grammen Online Tv 📸সত্য প্রকাশে জনপ্রিয় নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম---💻
কারো তাঁবেদারি করে না।
প্রয়োজনেঃ01716766259
(2)

24/09/2025
এক নজরে বাংলাদেশ !!
19/09/2025

এক নজরে বাংলাদেশ !!

10/09/2025

কাকে প্রধানমন্ত্রী হিসাবে আগামীতে দেখতে চান?
ডাঃ শফিকুর রহমান,
তারেক জিয়া,
শেখ হাসিনা...?

এই মাত্র কুলাউড়া মাগুরা এলাকায় একজন চুর ধরা হয়েছে !! বিস্তারিত আসছে ---
08/09/2025

এই মাত্র কুলাউড়া মাগুরা এলাকায় একজন চুর ধরা হয়েছে !!
বিস্তারিত আসছে ---

07/09/2025

রাউৎগাঁও ইউনিয়নে ডাকাত প্রবেশ করেছে !!
সবাইকে সতর্ক করতে
মসজিদে মাইকিং করা হচ্ছে----

টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে গরু চোরকে আটক করেছে স্হানীয় জনগণ !!
07/09/2025

টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে গরু চোরকে আটক করেছে স্হানীয় জনগণ !!

কুলাউড়ার মিলির ঝুলন্ত লা/শ সিলেটে উদ্ধার সিলেট নগরের লামাবাজার এলাকায় মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ...
07/09/2025

কুলাউড়ার মিলির ঝুলন্ত লা/শ সিলেটে উদ্ধার

সিলেট নগরের লামাবাজার এলাকায় মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ৬ই সেপ্টেম্বর শুক্রবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তাঁর মা সঞ্চিতা দের সঙ্গে তিনি লামাবাজারের ওই বাসায় থাকতেন। নগরের কাজিটুলা এলাকার কিডস নামের এক স্কুলের শিক্ষক ছিলেন মিলি।
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। তিনি দরজায় ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মিলি দের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মিলির ঝুলন্ত উদ্ধার করে।
ওসি জিয়াউল বলেন, ‘নগরের লামাবাজার থেকে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমরা খতিয়ে দেখছি।’
সংগৃহীত -

06/09/2025

যেমন ছিলো নব্বই দশকের গ্রামীণ জনপদ | এখন শুধুই স্মৃতি 🥲

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় ...
05/09/2025

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং এক সাংবাদিকসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

উত্তেজিত জনতা জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ মিছিলের পর নুরুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। পরে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা (২৮) নামে একজন নিহত হয়েছেন। ইউএনও মো. নাহিদুর রহমান জানিয়েছেন, হামলাটি ‘ইমান-আকিদা রক্ষা কমিটির’ ব্যানারের আড়ালে সংঘটিত হয়েছে।

অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, ‘জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।’ বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েন রয়েছে।

#রাজবাড়ী #গোয়ালন্দ #সংঘর্ষ #নুরুলহক #কবরপুড়িয়ে_দেওয়া #স্থানীয়_খবর

Address

Gulshan Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামীণ অনলাইন টিভি/Grammen Online Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রামীণ অনলাইন টিভি/Grammen Online Tv:

Share