GR EMON

GR EMON সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা
একসাথে সফল হতে পারবো ইনশাআল্লাহ🥰

আমার পেইজটি নতুন সবার সাপোর্ট চাই ���
(2)

নিরীহ মানুষের জীবন এমনি....!
09/10/2025

নিরীহ মানুষের জীবন এমনি....!

হ্যাঁ, আজ খুব একা লাগছে।""কখনো কখনো চারপাশে শত মানুষ থাকলেও মনটা হঠাৎ করে খুব একা লাগে। হাসি-আড্ডার মধ্যেও একটা নিঃশব্দ ...
08/10/2025

হ্যাঁ, আজ খুব একা লাগছে।"
"কখনো কখনো চারপাশে শত মানুষ থাকলেও মনটা হঠাৎ করে খুব একা লাগে। হাসি-আড্ডার মধ্যেও একটা নিঃশব্দ শূন্যতা ভেতরে বাসা বাঁধে। যেন কেউ বুঝতে পারছে না, আমি ভিতরে ভিতরে কতটা ক্লান্ত, কতটা গুমরে উঠছি।

সবার সঙ্গে থেকেও নিজের সঙ্গটাই সবচেয়ে অপরিচিত লাগে। এই একাকীত্ব কেবল নিঃসঙ্গতা না—এটা নিজের সাথে নিজের লড়াই, নিজের অনুভবগুলোকে বোঝাতে না পারার কষ্ট।

সবসময় শক্ত থাকাটা সম্ভব না। মাঝে মাঝে কাঁদতেও ইচ্ছে করে, একটু বোঝা হতে ইচ্ছে করে, শুধু কেউ জিজ্ঞেস করুক—"তুই ঠিক আছিস তো?"

আমি জানি, এই সময়টাও কেটে যাবে। তবুও আজকে একটু স্বীকার করেই ফেলি—
হ্যাঁ, আজ খুব একা লাগছে।"

এটাই বাস্তব........!
08/10/2025

এটাই বাস্তব........!

কখনো কখনো আমরা ভুল মানুষকে বিশ্বাস কর...!আর তার ফলেই জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অনুভূতি নষ্ট হয়। তাই শেখা দরকার—কাকে ...
07/10/2025

কখনো কখনো আমরা ভুল মানুষকে বিশ্বাস কর...!আর তার ফলেই জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অনুভূতি নষ্ট হয়। তাই শেখা দরকার—কাকে বিশ্বাস করতে হবে, আর কাকে দূরত্বে রাখতে হবে।
তোমাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম,
নিজের স্বপ্ন, নিজের পথ, নিজের হাসি — সবকিছু।
ভেবেছিলাম তুমি-ই হবে আমার আশ্রয়,
তুমি-ই হবে আমার শেষ ঠিকানা..!
আসলে আমাদের চিন্তা. আমাদের চাওয়া. আমাদের স্বপ্ন আর বাস্তবতা কখনো এক হয়না..!
এটাই বাস্তব 😀

সত্যিকারে ভালোবাসায় কোনো চাহিদা থাকে না..!!থাকে শুধু একসাথে থাকার পরিকল্পনা.!!❤️🥀
07/10/2025

সত্যিকারে ভালোবাসায় কোনো চাহিদা থাকে না..!!
থাকে শুধু একসাথে থাকার পরিকল্পনা.!!❤️🥀

04/10/2025
🥰🥀__শুভ বিবাহ বার্ষিকী__🥀🥰তুমি ছিলে.আছো.থাকবে.আমার প্রতিটি নিঃশ্বাসে।আজ আমাদের জীবনের আরেকটি বছর পূর্ণ হলো একসাথে, ভালোব...
02/10/2025

🥰🥀__শুভ বিবাহ বার্ষিকী__🥀🥰

তুমি ছিলে.আছো.থাকবে.আমার প্রতিটি নিঃশ্বাসে।
আজ আমাদের জীবনের আরেকটি বছর পূর্ণ হলো একসাথে, ভালোবাসার বন্ধনে।
তোমার ভালোবাসা আমাকে পূর্ণতা দিয়েছে, শক্তি দিয়েছে, মানুষ হিসেবে আরও ভালো করে তুলেছে।
শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা অপরূপা অনামিকা
তোমার হাত ধরে আরও অনেক বছর হাঁটতে চাই..চিরদিনের জন্য।
এভাবেই পাশে থেকেও ভালোবেসে ❤️🥰🥀

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন শিল্পী  আসিফ আকবর 💞
01/10/2025

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন
শিল্পী আসিফ আকবর 💞

কথার ধারে বৃষ্টি ঝড়ে ভেতর বাহির একাকারআলোর ঝাপটা তোমারই থাক আমার প্রিয় খুব আধার।
01/10/2025

কথার ধারে বৃষ্টি ঝড়ে
ভেতর বাহির একাকার
আলোর ঝাপটা তোমারই থাক
আমার প্রিয় খুব আধার।

আই লাভ মুহাম্মাদ ❤️.সবাই এক সাথে আওয়াজ তোলেন.... 🥰🥰
30/09/2025

আই লাভ মুহাম্মাদ ❤️.
সবাই এক সাথে আওয়াজ তোলেন.... 🥰🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when GR EMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share