Fatema Khanom

Fatema Khanom মাতৃভূমি অথবা মৃত্যু। ✊

11/08/2025

এক মিডিয়ায় দেখলাম চাঁদাবাজ নিজাম উদ্দিন বলেছে যে,সে নাকি,
মজার ছলে ৫ লাখের কথা বলেছে, আরে বোক*চোদ
হয় কেমনে একটা মানুষ এমনে বুঝি না,সিরিয়াস মোমেন্ট রে মিডিয়ায় আইসা হাসির পাত্র বানায় কেমনে!

এইবার আসি যেটাকে নারীবাজি বললাম সে সংগঠনের একজন মেয়ের জীবন শেষ করছে,এখন বলবেন সেগুলা সামনে আনেন, তবে একজন নারী তার জীবন, পরিবার সম্মান সব কিছু বিবেচনা করে এসব মিডিয়ায় আনতে পারছি না। আমি একজন নারী
আমি আগে আমার সহযোদ্ধার সেইফটি চিন্তা করে এসেছি শুরু থেকে তারপর রাজনৈতিক জায়গা।

নিজাম উদ্দিনের সাথে আমার ব্যাক্তিগত বা সাংগঠনিক কোনো শত্রুতা ছিল না তবে যেটা ভুল সেটাকে আমি ভুল বলেই সম্বোধন করব। এবং অন্যায়ের সাথে আমি কখনোই আপোষ করেনি এবং করবো না সে যেই হোক।

দ্রুত এনসিপির দায়িত্বশীলরা তাকে দল থেকে যথাযথ
ব্যবস্থা নিয়ে আইনের হাতে তুলে দিবে এটাই কাম্য।

11/08/2025

এনসিপির দায় টা ঠিক কোথায়
চাঁদাবাজ নিজামের ক্ষেত্রে,
এখানে দায় অবশ্যই এনসিপিকে নিতে হবে
এইবার আসি কারণ, কারণ হচ্ছে বৈছা'আ তে থাকা অবস্থায় সে যে এই ধরনের কাজ করেছে চাঁদাবাজি করেছে তা নিউজ ও হয়েছিলো এবং তাকে শোকজ ও করা হয়েছিলো পরবর্তীতে সে কেন্দ্রে যায় এবং তার ভাষ্যমতে হাসনাত আব্দুল্লাহর সুপারিশ ক্রমে শোকজ উইথড্র করায়।

তবে সে তার পক্ষে কিছুই ডিফেন্ড করতেপারেনি।
এনসিপি রক্তের উপর দাড়ানো সংগঠন সেখানে এই ধরনের নারীবাজ, চাঁদাবাজ প্রমাণ থাকা অবস্থায় কিভাবে ঠায় পায়!?এর দায় কি আপনাদের সিনিয়রদের নাই হাসনাত আব্দুল্লাহর নাই? একটা শ্রেফ কথা বলে রাখি হাসিনারে আমরা নামাইছি এনসিপিও যদি ঘুরে দাড়ানোর আগেই লীগের মতো চাঁদাবাজদের নিজ দলে ভাইটাল পদে জায়গা দেয় তাহলে ভবিষ্যৎ শুরু হওয়ার আগেই আমাদের হাতে শেষ হবে।

11/08/2025

আমরা বিশ্বাস করি এনসিপি এটলিস্ট শহীদদের সাথে বেইমানি করবে না।নিজামের মতো চাঁদাবাজদের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আইনের হাতে তুলে দিবে।

আর যারা এই চাঁদাবাজদের হয়ে দালালি করে গেছেন তাদের আর প্রমাণ লাগবে?লাগলে এইবার নারীবাজির গুলাও মিডিয়াতে দেখতে পারবেন?

চিটাগং এর মেয়েদের রাজনৈতিক সুন্দর জায়গা টা এরাই নষ্ট করেছে। এনসিপির দায়িত্বশীলরা বিষয় গুলা দেখবেন।

অনেক দিন আমি চুপ ছিলাম সাংগঠনিক পরিচয় না থাকলেও আমি এ দেশের সাধারণ নাগরিক এবং আমি একজন নারী।

আমি সত্যের পক্ষে থেকে সব সময় লড়াই করে যাব এবং প্রতিটা নারীর বলিষ্ঠ বজ্রকণ্ঠস্বরে সদা জাগ্রত থাকব।

চিটাগং এর রাজনীতি এবং আমাদের অবস্থানে কালো দাগ যারা লাগাইছেন প্রস্তুত হন। এবং একে একে সবার হিসাব নেওয়া হবে এবং আইনি ব্যাবস্থা ও।

10/08/2025

ভারত আর কিছু নিয়া সাকসেস হইতে না পারলেও পাহাড় নিয়ে তাদের ষড়যন্ত্র প্রায় সাকসেস। আওয়াজ উঠান পাহাড় আমাদের বাংলাদেশের সম্পদ। পাহাড়কে রক্ষা করতে হবে। ইন্ট্রেরিম এই জায়গায় খুব বড় ভাবে ব্যর্থ। তবে এই মাধ্যম ইউজ করবে হাসিনা।

অলরেডি পাহাড় গুলা থম থমে বিভিন্ন পর্যটন খাত গুলা বন্ধ করে দেওয়া হইতেছে। এবং অস্ত্রের আঁতুঘর আমাদের সৌন্দর্যের লীলাভূমি পাহাড়।

09/08/2025

হাসনাত আব্দুল্লাহর কাছে কি তাহলে চিটাগং থেকে ভাগ যায় নাকি,

ইয়ে মানে কমিটি দেখে ভাবলাম🐸

কেউ ভাগ পাঠায় ঢাকা আর কেউ পাঠায় লন্ডন আহা বাংলাদেশের ফা***** রাজনীতি।

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। ছবিটা একদিন হুট করেই একটা ক্লিক নিছিলাম বাড়িতে থাকা অবস্থায় একদিন ইউনিয়ন পরিষদ গেছিলাম...
09/08/2025

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস।

ছবিটা একদিন হুট করেই একটা ক্লিক নিছিলাম বাড়িতে থাকা অবস্থায় একদিন ইউনিয়ন পরিষদ গেছিলাম তখন দেখলাম পাহাড়ি পরিশ্রমী একজন নারী ইউনিয়ন পরিষদে এসেছে কিছু কাগজ সংশোধন করার জন্য করার জন্য। তবে আমি দেখে হতাশ হলাম তাদের কিভাবে তাকে বোকা বানানো হচ্ছিলো বিভিন্ন ইস্যু দেখাইয়া টাকা নেওয়া হচ্ছিল আমি পুরাটা দেখলাম তারপর আস্ক করলাম আপনারা এইটা কিসের খরচ নিতেছেন, বলল সরকারি ভাবে নির্দেশ আছে, তখন বললাম তাহলে সেই নির্দেশে নোটিশ টা আমাকে দেখান । পারল না দেখাইতে।

উনাদের থেকে নেওয়া হচ্ছিল ৭০০ টাকা, কাগজ গুলার ফি নাকি এইটা বুঝাইয়া, তবে বলি এই ৭০০ টাকা ইনকাম করতে তাদের কতটা ঘাম ঝরাইতে হয়।

পাহাড়ের চুরায় জুম চাষ কইরা , মাথায় থ্রুরুং বেধে পাহাড় থেকে সমতলে আইনা বিক্রি কইরা টাকা উপার্জন করে তাও তাদেরকে ঠকানো হয়। ৭০০ টাকা ইনকাম করতে হইত তাদের বছর ধরে ঘাম ঝরাইতে হয়।

এই যে তাদেরকে খুব সহজে ঠকানো হয় কারণ তাদেরকে শিক্ষার দিক দিতে অনেক পিছিয়ে রাখা হয়েছে পাহাড়ে শুধু তারা নয় বাঙালিরা অনেকটা পিছিয়ে শিক্ষার দিক দিয়ে। পাহাড়ে শিক্ষার সু ব্যাবস্থা করা হোক। শিক্ষার বিকল্প কিছুই নেই।

সবাই সবার ন্যায্য ফিরে পাক।
আমরা বাংলাদেশি, মা মাটি আমাদের সবার।

নিরপেক্ষ...... ফাতেমা খানম লিজা।
08/08/2025

নিরপেক্ষ......
ফাতেমা খানম লিজা।

কিছু কথা আজ বলেই যাই সব সময় আমি ৩১ জুলাই ২০২৪ এর কথা একটু বেশিই স্মরণ করি  কারণ সেইদিনটা আমি আমার স্বাধীন দেশে এভাবে পুল...
08/08/2025

কিছু কথা আজ বলেই যাই
সব সময় আমি ৩১ জুলাই ২০২৪ এর কথা একটু বেশিই স্মরণ করি কারণ সেইদিনটা আমি আমার স্বাধীন দেশে এভাবে পুলিশের হাতে অ্যারেস্ট হইছিলাম।

ছবিতে থাকা মেয়েটা বোরখা, হিজাব, মাস্ক পরা যারে নিয়া একদিকে পুলিশ আর একদিকে আমারে বাঁচানোর জন্য আমার সহযোদ্ধারের টানা হেচরা করতেছে যদিও এই ভাইটাকে আমি চিনি না ৫ ই আগস্ট এর পর আমি উনাকে অনেক খুজেছিলাম পাই নাই সেদিন সে ই আমাকে পুলিশের হাত থেকে টেনে ছিনিয়ে নিয়েছিলো। (কেউ ভাইকে চিনে থাকলে কাইন্ডলি জানাবেন)

ছবিটায় শুধু লক্ষ করবেন একটা স্বাধীন দেশে একজন নারীকে কিভাবে অপদস্থ করা হইতেছিল । এবং আমার শরীরের রক্ষাকবজ আমার বোরখাটাও সেদিন তাদের হাত থেকে রক্ষা পায় নাই।আসলে আমি পুরা জুলাই মাস জুড়ে স্মৃতিচারন তেমন একটা করি নাই। কেন জানি ইচ্ছে হয় নাই শুধু মনে হইছে আর আফসোস লাগছে আল্লাহ কেন আমারে জুলাই মাসে নিয়া গেল না।

এবার আসি আজ অনেকদিন ধরেই যারা বলতেছেন বা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন "ওরা তরে মাইরা ফালাবে" বোনাস জীবনযাপন করতেছি জুলাইয়ের পর থেইকাই।মৃত্যুর ভয়কে অনেক আগেই জয় কইরা ফালাইছি। রাজনৈতিক ছায়াতলে না থাকার কারণে আমারে বা আমার পরিবাররে মাইরা ফালায় তাহইলে বলে কেউ এই প্রতিবাদটুকু করবে না। এইডাই নাকি বাংলাদেশের রাজনীতি, একটা কথা বলি জুলাইরে বেইচা এখন যারা বড় বড় নেতা এবং জুলাইরে যারা "টাকার মেশিন" বানাইছেন শহীদের সাথে যাদের বেইমানীর শেষ নাই এটলিস্ট খোদারে ডরাইয়েন।

আমি বা আমার পরিবাররে যদি মাইরা ফালায় দুনিয়াতে প্রতিবাদ না পাইলেও হাসরের ময়দানে সবার আগে বিচার টা যাতে আপনাগো হয়।

এইবার আসি জুলাই নিয়া যারা ক্রেডিটবাজির রাজনীতি করতেছেন বিশেষ করে চিটাগং এ। আমি ফাতেমা খানম লিজা যদি ক্রেডিটবাজি শুরু করতাম তাহলে আমার থেকে বেশি ক্রেডিট কেউ পাইত না এই চট্টগ্রামে।তবে বেইমানি শিখি নাই, শহীদের মায়ের কান্নার চিৎকার এখনো কানে বাজে । আমার ক্যাম্পাসের বড় ভাই ওয়াসিমের লাশ আমার চোখে ভাসে।আল্লাহ আপনাগো হেদায়েত করুক এইটুকুই চাওয়া।

তবে আমারে যারাই মাইরা ফালাক লাস্ট এইটুক চাওয়া থাকব যে,মরণের আগে যাতে চাট্টগ্রামের মুখোশধারি আমার কাছের যেই ভাই নামক শুয়োর গুলা ছিলো এদের মুখোশ টা যাতে উন্মোচন করতে পারি। এদেরকে দেশ এবং জাতির চেনা উচিত।

অনেকগুলাই অগোছালো কথা বললাম।
জুলাই আমার অহংকার,
জুলাই আমার অঙ্গীকার।

02/08/2025

আমার সাথের আপুটা ঈশা দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। পুরো জুলাই মাসে আমরা একসাথে নেতৃত্ব দিয়ে এসেছিলাম । যখন সমন্বয়ক লিস্টে কেউ নাম দিতে ভয় পাচ্ছিল । তখন সবকিছুকে উপেক্ষা করে তীব্র সাহস নিয়ে আমরা দিয়েছিলাম। আন্দোলনকে বেগবান করার জন্য কোন প্রচেষ্টাই আমাদেরকে দমাতে পারেনি।

বীর চট্টলায় ঈশাদের মতো আরো কয়েকজন ছিলো তার মধ্যে সুমাইয়া সিকদার আপু অনন্য।তাদের অবদান আমি নিজ চোখে দেখেছি। সেদিন ৩১ জুলাই যখন আমি পুলিশের হাতে এরেস্ট হই ঈশা দে আপু এর আগে আমার সাথেই ছিলেন কিভাবে আন্দলোন টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আলোচলা হচ্ছিলো। ঠিক অই সময় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর ভেতর পুলিশ আমাকে সহ আমার সাথে আশা ৬ নারী সহযোদ্ধা কে অ্যারেস্ট করে।

আমি ঈশা দে আপু সুমাইয়া সিকদার আপু ব্যানারের সামনে থেকে সব সময় লিড দিয়ে এসেছি সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়েছি কখনো কেউকে ফেলে রেখে রাজপথ থেকে উঠে আসিনি। সেদিন এরেস্ট হওয়ার পর আমি পুলিশের গাড়ি থেকে লাফ দিয়েপরে আন্দলোন শুরু করি তবে আমরা রাজপথ ছেড়ে আসিনি আমাদের বাকি সহযোদ্ধাদের পুলিশের এর হাত থেকে উদ্ধার করেই ফিরেছিলাম।

ঈশা দে সুমাইয়া সিকদারদের মতো অদম্য সাহসিক নারীরা আজ ইতিহাসের রচনা থেকে প্রায় বিলুপ্ত।

এভাবেই বিপ্লবীরা হারিয়ে যাবে অচিরেই।

ভিডিও টি একটি পেইজ এ পেলাম
2 আগস্ট ২০২৪
নিউ মার্কেট চত্বর, বীর চট্টলা

02/08/2025

রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পথ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায় হয়তো আরও যোগ্য, আরও প্রতিশ্রুতিবদ্ধ একজন। আজ আমি, ফাতেমা খানম লিজা, আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে, আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি বিশ্বাস করি, আমার পরে কেউ না কেউ এই পথ চলবে তবে বিশেষ করে চট্টগ্রামের নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

এই শহরে যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চায়, আমি জানি না, তার ভাগ্যে কী অপেক্ষা করে আছে। আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের দলীয় মানুষদের মধ্য থেকেও সহিংসতা, হেয় করা, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে হতে পারে। এই অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি।

আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম, হয়তো তার সবটুকু পূরণ করতে পারিনি। কিন্তু জুলাই আন্দোলনের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। শহীদদের প্রতি আমি আজও অবিচল শ্রদ্ধাশীল। আমি গর্ব করে বলতে পারি আমার অবস্থান ছিল স্বচ্ছ, অন্তরের ভেতরেও, চেতনার গভীরেও। আমি জানি, রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না। কিন্তু একজন নারী যখন সমস্ত বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে তখন যদি তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। আর এটাই সবচেয়ে বেদনার। হয়তো আজকের পর আর কেউ আমাকে রাজনীতির ময়দানে দেখবে না। আমি নিজেও আর ফিরে আসবো না যতদিন না দেশের প্রয়োজন পড়ে, যতদিন না আবার কোনো রক্তিম জুলাই ডাক দেয়। যদি আবার এই মাতৃভূমি আমাকে ডাকে, যদি রাজপথ আমাকে প্রয়োজন মনে করে, আমি আবারো ফিরে আসবো। নিজের সুখের সময় না হোক, দেশের দুঃসময়ে আমি পাশে দাঁড়াবো এটা আমার অঙ্গীকার।

আমি আশা করবো, চট্টগ্রামের রাজনীতিতে যেন আবার সুষ্ঠু ধারা ফিরে আসে। যারা নারীদের অসম্মান করে, রাজনীতিকে নোংরা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে তাদের যেন বিচার হয়, তাদের মুখোশ একদিন খুলে পড়ে।

আমি বিদায় নিচ্ছি কিন্তু একজন নাগরিক, একজন নারী, একজন সংগ্রামী হিসেবে নয়। আমি শুধু দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য দায়বদ্ধতা এগুলো কখনো থামে না।

ফাতেমা খানম লিজা
(একজন নারী, যিনি জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসে নিজের স্বচ্ছতাকে প্রমাণ করেছি)

আসসালামু আলাইকুম শুভ দুপুর    ゚  ゚
15/11/2024

আসসালামু আলাইকুম
শুভ দুপুর
゚ ゚

মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি। শুভ সন্ধ্যা    ゚  ゚
12/11/2024

মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি।
শুভ সন্ধ্যা
゚ ゚

Address

Bandarban
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Khanom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Khanom:

Share