News স্পন্দন

News স্পন্দন সঠিক তথ্যের সন্ধানে অবিরাম পথচলা

হঠাৎ একজন সেনা সদস্যর চোখে পড়লো একজন ছাত্র আটকে পড়ছে ক্লাসের ভেতর আগুনের তাপ সৌয্য করতে পাচ্ছে না তখন সেনা সদস্য  বালতি ...
24/07/2025

হঠাৎ একজন সেনা সদস্যর চোখে পড়লো একজন ছাত্র আটকে পড়ছে ক্লাসের ভেতর আগুনের তাপ সৌয্য করতে পাচ্ছে না তখন সেনা সদস্য বালতি করে পানি এনে তার গায়ে দেও এবং ওই সেনা সদস্য হেমাড় দিয়ে জানালার গ্রিল ভেঙ্গে তাকে উদ্ধার করে।

বাঙালি আবেগে হা*গু করে ফেলে। এই সেনাবাহিনী নিয়ে উস্কানি দেয়। বাঙালি এতো বোকা*দা কেন? সেই উষ্কানিতে পা দিয়ে নিজেদের পা ই পুরে ফেলে।

ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী আপনারা আমাদের বাঙালির গর্ব 🫡🇧🇩👨‍✈️⚔️,,,,।।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের তালিকাআপডেট: তারিখ: ২৩.০৭.২০২৫; সময়: রাত ১০...
24/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের তালিকা
আপডেট: তারিখ: ২৩.০৭.২০২৫; সময়: রাত ১০:৩০ ঘটিকা

24/07/2025

আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

23/07/2025
এত বড় ঘটনা ঘটল দেশে। এয়ার চীফ কোথায়?  গত ১৫ বছরে সামরিক ও বিমান বাহিনীর বাজেট কোথায় ব্যয় করা হয়েছে ? বাকশালিরা কী কর...
22/07/2025

এত বড় ঘটনা ঘটল দেশে। এয়ার চীফ কোথায়? গত ১৫ বছরে সামরিক ও বিমান বাহিনীর বাজেট কোথায় ব্যয় করা হয়েছে ? বাকশালিরা কী করল এই খাতে? কে কে ধান্দা করেছে? এসবের শ্বেতপত্র চাই।

আমাদের আকাশ প্রতিরক্ষা কতটা প্রস্তুত সেটি নিয়ে জাতিকে ব্রিফ করুন। আগামী দিনে কী কী দরকার নিরাপত্তার জন্য, সেটাও জানান। ভারতীয় আধিপত্যবাদ কিংবা নিরাপত্তার ব্যাপারে আমরা কতটা প্রস্তুত সেটিও মানুষ জানতে চায়।

(News স্পন্দন)

আপনারা শান্ত হোন, ঘরে ফিরুন। টেবিলে ফিরে যান। লীগকে স্পেস দেওয়া যাবেনা একদমই। শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করুন দ...
22/07/2025

আপনারা শান্ত হোন, ঘরে ফিরুন। টেবিলে ফিরে যান। লীগকে স্পেস দেওয়া যাবেনা একদমই। শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করুন দ্রুত!
🗣️ সাংবাদিক ইলিয়াস হোসাইন

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশ...
22/07/2025

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানো হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানান, ‘আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক–যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’

তিনি বলেন, পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসকরাও যাবেন।

জানা যায়, সোমবারের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথাও তাকে জানিয়ে দেন।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডলে পোস্ট করে বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন, এই সংকটে ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত।’

বিমান বিধ্বস্ত: ২০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
22/07/2025

বিমান বিধ্বস্ত: ২০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

ছুটি 💔
22/07/2025

ছুটি 💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News স্পন্দন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category