NS Akhi's Studio

NS Akhi's Studio ��I am a simple person,loving cooking, painting, blogging, gardening etc.I only focus on my dreams & depends on my Almighty! ��

09/01/2025

কোন সম্পর্ক শুরুর আগেই যদি মিথ্যা বুঝতে পারেন- ভুলেও, মরে গেলেও আর ওই সম্পর্কে পা বাড়াবেন না।।

এত সরু গাছে ফুল ফুঁটেছে। ঝাড় করব, কিন্তু ফুলের সুবাস পাওয়ার লোভে ছাঁটাই করি নি।মাশা-আল্লাহ।
07/01/2025

এত সরু গাছে ফুল ফুঁটেছে। ঝাড় করব, কিন্তু ফুলের সুবাস পাওয়ার লোভে ছাঁটাই করি নি।
মাশা-আল্লাহ।

07/01/2025

যারা আপনাকে চায় না -
সম্ভব হলে তাদের সংস্পর্শ থেকে দূরে সরা উচিত।

06/01/2025

বাংগালি ফ্রি তে পাইতে চায় 😕!
ফ্রি জিনিসে টক্সিক বেশি - সে হুঁশ নাই!!

05/01/2025

আপনি যখন মানুষিক যন্ত্রণায় ভুগবেন তখন বই পড়তে অস্থির অনুভব করবেন।
আর ঠিক এই কারণেই আমাদের জাতিগত দিক থেকে বই কম পড়ি - কম জানি - বলি বেশি!

05/01/2025

চোখের প্রশান্তির জন্য আপনারা কে কি করেন??

04/01/2025

বন বলতে আপনি কি বুঝেন?

আগে মানুষ বনের মাঝে বাড়ি তুলত। আর এখন বন কেটে বাড়ি করে ☹️।
এটাই যুগের তফাত!!

02/01/2025

Star থেকে কি আদৌ Earning হয়🤔🤔🤔???

01/01/2025

GP এর SMS এর যন্ত্রণায় অতিষ্ঠ 😕😕!!

31/12/2024
ঠকে গেলেও লাভ আছে ❤️❤️!অনেকে বলে মানুষ ঠকিয়ে দিব্বি সুখে আছে! হা সেটা মানুষ টা কি রকম তার উপরও নির্ভর করে। সোজা কথায় যদি...
30/12/2024

ঠকে গেলেও লাভ আছে ❤️❤️!

অনেকে বলে মানুষ ঠকিয়ে দিব্বি সুখে আছে!
হা সেটা মানুষ টা কি রকম তার উপরও নির্ভর করে।

সোজা কথায় যদি বলি, সবার হজম হয় না হারাম।

কিছু লোকের হারামে বদহজম হয় - আর কিছু লোকের সয়ে যায়।

মানুষের শ্রেণি ভেদ থাকার কারণেই এটা ঘটে।আর মনে রাখবেন - যার সব নাপাক জিনিস হজম হয় - তার জন্য সৃষ্টিকর্তা পরের জীবন এ পাক থেকে বঞ্চিত করবেন।

তাই অস্থির হবেন না।
আপনার পাশের লোক সু-দ, ঘু-ষ খেয়ে কোটি টাকার গাড়ি বাড়ি করলে হাসফাঁস করবেন না।

লাইনে দাঁড়িয়ে থাকেন।
অপেক্ষা করুন।
অপেক্ষার ফল মধুর।
নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।।।

৩০/১২/২৪
NS Akhi's Studio

29/12/2024

গেছে রে গেছে লাল বাত্তি জ্বলে গেছে!😕🤨

29/12/2024

সময় অনেক কঠিন বস্তু। একে ধরাও যায়, ছোঁয়াও যায় না আবার অনুভব ও করা যায় না অথচ সব জায়গায় এর অস্তিত্ব!!!

27/12/2024

কথায় আছে-
দ্যাশের ফকির দ্যাশে ভিক্ষা পায় না!

22/12/2024

লজ্জাবতী গাছ কি এখন একদম বিলুপ্ত???

ক্লাসের জন্য বসে আছি, আজ শরীর টা একটু ভালো। শুভ সকাল ❤️!!
21/12/2024

ক্লাসের জন্য বসে আছি,

আজ শরীর টা একটু ভালো।

শুভ সকাল ❤️!!

20/12/2024

নিশ্চয়ই অসুস্থতা মানুষের শরীর ও মনকে পরিশোধন করে, আর তার গুনাহকে ঝরিয়ে দিতে সাহায্য করে ✅।

19/12/2024

হাতপেতে চলা তো খুব ই সহজ।।
শরীর বা মস্তিষ্কখাটিয়ে চলা মানুষ গুলোই দিন শেষ এ অভাবে পড়ে।
সাধ্যের বাইরে জৈলুস দেখানো অই হাত পাতা মানুষিক রোগীর প্রতি সমবেদনা!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS Akhi's Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category