Rasidul Tamim

Rasidul Tamim Please support, disable the old page, like and follow to get new and interesting videos & Vlog❤️🇧🇩

04/03/2025

বিরি খা, মুত খা আপত্তি নাই তোরা আন্দোলন করস বিরি খাওয়া নিয়া, অথচ কিছুদিন আগেই দশেক খান বোনেরা ধর্ষণের শিকার হয়, তখন তোদের নারীবাদী, ভন্ডামি গোঁড়ামি কোথায় ছিলো।
তোরা মেয়ে মা এর মতো, হৃদয়ে থাকবে মমতা, তোমরা পবিত্র মাস রমজানে বিরি খাওয়া নিয়া আন্দোলন করো।
শাহমাগে।

22/11/2024

হঠাৎ কুড়িগ্রাম চরঞ্চলের এটি কিসের ইজ্ঞিত...
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন (আমিন)

তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে এধরণের ফাজলামি মেনে নেয়া যায়না। এটাকি নাটকের মঞ্চ?
21/11/2024

তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়ে এধরণের ফাজলামি মেনে নেয়া যায়না। এটাকি নাটকের মঞ্চ?

আলহামদুলিল্লাহ্, ধ্বংস স্তুপে আটকে পড়া সেই বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে। গতকাল একটা ভিডিও তে দেখা গিয়েছিলো গাজা উপত্যকায় ...
28/10/2024

আলহামদুলিল্লাহ্, ধ্বংস স্তুপে আটকে পড়া সেই বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল একটা ভিডিও তে দেখা গিয়েছিলো গাজা উপত্যকায় একটা ধ্বংস হওয়া বিল্ডিং এর নিচে একটা বাচ্চা আটকে আছে।

বাচ্চাটা ছোট্ট একটা ছিদ্র দিয়ে বাহিরে হাত বাড়িয়ে দিচ্ছিলো। বাচ্চাটাকে অবশেষে উদ্ধার করা হয়েছে। বাচ্চাটা বেঁচে আছেন।
Picture_Colleted

18/10/2024

2k24 গ্রাফিতিতে স্কুল ক্যাম্পাসের দেয়ালে প্রজন্মের বার্তা...
রঙ- তুলির আচঁড়ে বদলে দিয়েছে স্কুল ক্যাম্পাসের দেয়ালের চিত্র। কালীগঞ্জ ভূষন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী । দেয়ালে চমৎকার রঙে প্রজন্মের বার্তা দিতে টানা সাপ্তাহিক ধরে আঁকিয়েছে। শিক্ষক/শিক্ষিকাদের সহ সকলকে চমকিয়ে দিয়েছে। তাদের জন্য মনের গভীর অন্তস্থল থেকে দোয়া ও শুভ কামনা রইল।

না লিখে  পারলাম না  🥺 আমাদের চর-রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন এর বড়বেরড় চরের প্রিয় ছোট ভাই দের মধ্যে এনামুল অন্যতম। ...
04/10/2024

না লিখে পারলাম না 🥺 আমাদের চর-রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন এর বড়বেরড় চরের প্রিয় ছোট ভাই দের মধ্যে এনামুল অন্যতম। সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

দরিদ্রতার কারণে এসএসসির পর তার লেখাপড়া সম্পূর্ণ বন্ধ হয়ে য়ায়। বর্তমানে সে একজন গার্মেন্সকর্মী।তার মাও প্যারালাইজড্ হয়ে ৩/৪ বছর যাবত বিছানায় পরে রয়েছে।

এসএসসি এর আগে থেকেই তার বুকে সামান্য ব্যথা ছিল। যদিও এ বিষয়ে চিকিৎসা ও নিয়েছিল। ইদানীং তার বুকে ব্যথা তিব্র হলে ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা জানান,তার হার্টের দুই জায়গায় ব্লক হয়েছে সেখানে দুটি রিং বসাতে হবে, তা না হলে যে কোনো সময় হার্ট অ্যাটাক (Heart Attack) হয়ে মৃত্যু পর্যন্তও হতে পারে।

এ চিকিৎসার জন্য তার ৪ লক্ষ ৫০ হাজার টাকার মতো খরচ হবে। এ যেন মরার উপর খাড়ার ঘা । পারিবারিক দরিদ্রতা ও এ রকম মহা বিপদের করাল আঘাতে সে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে।

তার এ সংকটকালীন মুহূর্তে আমাদের বন্ধু সমাজ ও বড় ভাইদের তার পাশে থাকা খুবই জরুরী। যদিও আমরা সবাই সম্পূর্ণ তার পাশে থাকতে পারবো না, চেষ্টা করব যতটুকু সম্ভব তার পাশে থাকবো।

( রুগী এনামুল যোগাযোগ নাম্বার 01890450878/বিকাশ নাম্বার 01734814156

আমরা সবাই তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তায়ালা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করেন,তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। ♥️♥️(আমিন)

আপনারা জেনে অবাক হবেন, উত্তরবঙ্গের মানুষের শরীরে অনেক চর্বি এরা এমনিতেই ৮-১০ দিন না খেয়ে থাকতে পারে এবং উত্তরবঙ্গের লোকজ...
30/09/2024

আপনারা জেনে অবাক হবেন, উত্তরবঙ্গের মানুষের শরীরে অনেক চর্বি এরা এমনিতেই ৮-১০ দিন না খেয়ে থাকতে পারে এবং উত্তরবঙ্গের লোকজন খুবই ধনী। এদের সবার তিনটা করে বাড়ি থাকে।

এদের ত্রান লাগে না, ওষুধ লাগে না, পানি লাগে না, ট্যাকাও লাগে না। এদের ব্যাকগ্রাউন্ডে আসমান তুই কাঁদিস কেন গানও বাজে না।

এইজন্য উত্তরবঙ্গের বন্যা মিডিয়া বা মানুষের মন কোথাও জায়গা পায় না।

এবারও সম্ভবত জায়গা পাবে না। ত্রান বা নৌকা বা ট্রাক নিয়ে কেউ ছুটে যাবে না। বন্যার ফান্ডও তৈরি হবে না।

আমরা বরং পরের বছরের গ্ল্যামা'রাস কোন বন্যার জন্য ওয়েট করে থাকি, নাকি?

মাতৃভূমিতে আমার জন্ম বাংলাদেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়। প্রায় দুই যুগ ধরেই দেখে আসছি কুড়িগ্রাম তথা উ...
29/09/2024

মাতৃভূমিতে আমার জন্ম বাংলাদেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়।

প্রায় দুই যুগ ধরেই দেখে আসছি কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের বন্যার ভয়াবহতা। স্কুলে পড়ার সময় প্রায় প্রত্যেক বন্যায়ই পানিতে পড়ে বই,খাতা ভিজিয়ে ফেলতাম, বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে ভিজে যেতাম।

সবচেয়ে বড় যে ক্ষতিটা বারংবার হয়েই যাচ্ছে তা হলো বন্যার ফসল খেয়ে যাওয়া। সামান্য চাষাবাদ করে যাদের সংসার ও ছেলেমেয়ের পড়াশোনার খরচ চলতো তাঁরা একেবারেই পথে বসে যেতো। উপায়ান্তর না পেয়ে অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিই ঢাকা কিংবা পার্শ্ববর্তী এলাকায় শ্রমিকের কাজ নেয়।

চিত্রটার এখনও তেমন কোনো পরিবর্তন নেই। বন্যার সময় অর্ধাহারে,অনাহারে উত্তরবঙ্গের বহুলোক দিনাতিপাত করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সিলেট কিংবা ফেনীর বন্যার মতো মানুষের নজর পড়ে না উত্তরবঙ্গের দিকে।

09/09/2024

শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী পিকনিকের ভিডিও নিয়ে কুড়িগ্রামের রাজিবপুরের চরনেওয়াজী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের হঠাৎ আলোচনায়।

07/09/2024

পোকামাকড়ের চেয়েও অনিশ্চিত চরের জীবন। তাদের কথা শুনার কেউ নাই..

শুধু সিলেট সহ অন্য জেলা দিকে না তাকিয়ে কুড়িগ্রামের চরঞ্চলের দিকেও দৃষ্টি দেয়ার অনুরোধ রইলো। প্রশাসনসহ সকল বিত্তবানদের কুড়িগ্রাম জেলায় চরঞ্চলের নদীভাঙন সহ বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

04/09/2024

রাজিবপুর উপজেলায় বিদ্যুৎ এর সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন..

02/09/2024

বড়বেড় চরের তীব্র নদী ভাঙ্গন,বন্যা সহ ব্যাপক দুর্দশা..

কুড়িগ্রাম জেলা, চর রাজিবপুর মোহনগঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বড়বেড় চর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা ব্রহ্মপুত্রের এসব চরে প্রায় হাজার শতাধিক পরিবার রয়েছে । জেলার অন্যান্য নদ-নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হলেও ঝুঁকিতে থেকে যাচ্ছে এসব পরিবার। প্রতি বছরই নদীভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে বিচ্ছিন্ন এসব চরের বাসিন্দারা। প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা।

এ জনপদের মানুষের এ এক যুদ্ধ-জীবন। এ যুদ্ধের যেন শেষ নেই। তারই বাস্তব কিছু পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

আশা করব, কুড়িগ্রাম -এর এই অবহেলিত চরঞ্চলের সার্বিক উন্নয়ন এবং বন্যা,কবলিত,পড়াশুনা, শু-চিকিৎসা ব্যাহাল দশায় ভুক্তভোগী, এসকল দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা নেবেন প্রশাসনের এবং উচ্চপদস্থ কাছে বিনীত অনুরোধ।বড়বেড় চরের তীব্র নদী ভাঙ্গন,বন্যা সহ ব্যাপক দুর্দশা..

Address

Char Rajibpur, Rowmari, Kurigram Rangpur, Dhaka, Gazipur, Gazipur Sadar
Dhaka
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasidul Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category