02/09/2024
বড়বেড় চরের তীব্র নদী ভাঙ্গন,বন্যা সহ ব্যাপক দুর্দশা..
কুড়িগ্রাম জেলা, চর রাজিবপুর মোহনগঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বড়বেড় চর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা ব্রহ্মপুত্রের এসব চরে প্রায় হাজার শতাধিক পরিবার রয়েছে । জেলার অন্যান্য নদ-নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হলেও ঝুঁকিতে থেকে যাচ্ছে এসব পরিবার। প্রতি বছরই নদীভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে বিচ্ছিন্ন এসব চরের বাসিন্দারা। প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা।
এ জনপদের মানুষের এ এক যুদ্ধ-জীবন। এ যুদ্ধের যেন শেষ নেই। তারই বাস্তব কিছু পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
আশা করব, কুড়িগ্রাম -এর এই অবহেলিত চরঞ্চলের সার্বিক উন্নয়ন এবং বন্যা,কবলিত,পড়াশুনা, শু-চিকিৎসা ব্যাহাল দশায় ভুক্তভোগী, এসকল দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা নেবেন প্রশাসনের এবং উচ্চপদস্থ কাছে বিনীত অনুরোধ।বড়বেড় চরের তীব্র নদী ভাঙ্গন,বন্যা সহ ব্যাপক দুর্দশা..