Fahmida Ela

Fahmida Ela “Welcome! I’m a travel enthusiast, foodie, & lifestyle creator sharing my adventures, thoughts, and everyday little pleasures. Be a part of my journey. ❤️
(5)

Join me as I explore travel destinations, cooking experiments, personal growth and many more.

আপনি যদি আপনার প্রফেশনাল জায়গায় শতভাগ ডেডিকেটেড থাকেন, তাহলে নিশ্চয়ই জীবনের অন্য দিকটা, মানে দাম্পত্য জীবন, হয়তো একসময় অ...
23/10/2025

আপনি যদি আপনার প্রফেশনাল জায়গায় শতভাগ ডেডিকেটেড থাকেন, তাহলে নিশ্চয়ই জীবনের অন্য দিকটা, মানে দাম্পত্য জীবন, হয়তো একসময় অবহেলিত মনে হবে।

কাজের প্রতি একাগ্রতা ভালো, কিন্তু জীবনের সব ভারসাম্য যদি সেই এক জায়গায় গিয়ে জমে, তাহলে সম্পর্কের জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়।
প্রফেশনে সাফল্য পেতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই — আমাদের পাশে থাকা মানুষগুলোরও একটা “attention” দরকার, আপনার জীবনে একটা “existance" দরকার।

বাস্তবতা হচ্ছে দুই দিকেই একসাথে শতভাগ দেওয়া কখনোই সম্ভব না। যদি পেশাকে পুরোপুরি প্রাধান্য দেন, তাহলে সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হবে—খুব স্বাভাবিকভাবে। আবার যদি দাম্পত্যকেই সবকিছু ভাবেন, তাহলে পেশার জায়গার প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন।

যে কোন একটা একটু নড়ে গেলেই, অন্যদিকটাও বেশিদূর এগিয়ে নিতে পারবেন না। তাই “balance” করতে জানতে হবে।
প্রফেশনকে দিন ৭০–৮০%, আর দাম্পত্য সম্পর্কেও দিন সেই পরিমাণ মনোযোগ।

বাকিটা সময়, ভালোবাসা আর বোঝাপড়ায় জীবনের গতিতে নিজের মতো করেই ঠিক চলবে। 💞

22/10/2025

বাতাসে শীতের গন্ধ পাই🌸💕

20/10/2025

ছুটির দিনের এক সকালে, এই রকম খুব সুন্দর আর শান্ত একটা জায়গায় বসে প্রিয়মানুষদের সাথে নিয়ে মজার একটা ব্রেকফাস্ট করতে পারলে কেমন লাগবে? 🥰☕🫖
Location 👉 Halda Valley Tea Lounge

Because weekends deserve a little luxury. Fancy breakfast, great food, and that authentic tea ☕moment was as the cherry ...
18/10/2025

Because weekends deserve a little luxury. Fancy breakfast, great food, and that authentic tea ☕moment was as the cherry 🍒on top ✨

একজন কনটেন্ট ক্রিয়েটর, যিনি পরিচিত “পাপা কি পারি” টাইপ ভিডিওর জন্য — গেলেন এক দারুণ সুন্দর রিসোর্টে ঘুরতে। স্বাভাবিকভাবে...
17/10/2025

একজন কনটেন্ট ক্রিয়েটর, যিনি পরিচিত “পাপা কি পারি” টাইপ ভিডিওর জন্য — গেলেন এক দারুণ সুন্দর রিসোর্টে ঘুরতে। স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইল, “আপু, এটা কোথায়?”
উত্তরে উনি বললেন, “লাখ টাকা খরচ করে ঘুরে এলাম, আবার ফ্রি প্রমোশনও করবো?” 😶

মানে রিসোর্টের নামটাই বলবেন না!
তাহলে প্রশ্ন হচ্ছে — আপনি কনটেন্ট বানান তথ্য দিতে, নাকি রহস্য ছড়াতে? 🤔
ভ্লগিং-এর উদ্দেশ্যটা যদি “শেয়ারিং” না হয়, তাহলে এ সবই বা কিসের জন্য? 🎥💭

Go on… ask me whatever’s on your mind 💬

16/10/2025

পাঁচমিশালি-থেকে কেনাকাটা করে অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম🛍️🥰
#পাঁচমেশালি

14/10/2025

এই নার্সারিতে যে কোন গাছ পাবেন একদম পাইকারি দামে 🪴📌

13/10/2025

ড্রাগন ফ্রুটের এই স্মুদিটা বাসায় বানিয়ে দেখেন 💖 এত্তো মজা🥰✨

প্রায়ই পুরনো ছবিগুলো দেখতে যেয়ে হঠাৎই মনটা এতো খারাপ হয়ে যায়! খুলনায় থাকতে কতবার যে যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্যে গিয়েছি...
12/10/2025

প্রায়ই পুরনো ছবিগুলো দেখতে যেয়ে হঠাৎই মনটা এতো খারাপ হয়ে যায়! খুলনায় থাকতে কতবার যে যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্যে গিয়েছি! 🌸
ভোরবেলা না গেলে ফুল পাওয়া যেত না কারণ, বাগানিরা তখনই বাজারে পাঠানোর ফুল তুলতেন। সেই সকালের কুয়াশা, রঙের ছটা আর গ্রামের ব্যস্ত মানুষের ভিড়—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি ছিলো। 🌼

একটা জারবেরা যেখানে মাত্র ১০ টাকা, আর শহরে গিয়ে হতো ৬০–৭০! 😄
খুলনা থেকে ভোরের ট্রেনে যেতাম, ঘুরে ফিরে বিকেলের ট্রেনেই ফিরতাম।

শীত এলেই যেন নিয়ম করে সে যাত্রা হতো💕 জানি না জীবনে এমন এক শীত আর কখনোই আসবে কিনা.....

#গদখালি #ফুলেরবাগান #ঝিকরগাছা

11/10/2025

গাজিপুরে এতো রিসোর্ট থাকতে কেন Dream Square Resort?? In this video find out my 4 reasons why we selected this resort for our short family trip📌

জীবনে একটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি— সবাই আমাকে পছন্দ করবে, এমন আশা আমি করি না। মানুষ অপছন্দ করতেই পারে, আর আমি সেটা হ...
10/10/2025

জীবনে একটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি— সবাই আমাকে পছন্দ করবে, এমন আশা আমি করি না। মানুষ অপছন্দ করতেই পারে, আর আমি সেটা হতেই দেই। কারণ এটাই আমি আর অন্যকে খুশি করার চেষ্টায় নিজের আসল সত্তাটাই হারিয়ে যায়।
আমি যা ঠিক মনে করি সেটা বলি, যা ভুল মনে হয় সেটাও বলি।

তবে চেষ্টা করি এমন একটা জায়গায় থাকতে, যেখানে মানুষ আমাকে অপছন্দ করলেও, Ignore করতে না পারে। 😉

আমি কি করি, কোথায় যাই, কি পড়ি তাই নিয়ে যেন বাকিরা একটু এন্টারটেইন হয় - ব্যাপারটা দেখতে মজাই লাগে। 😂

08/10/2025

🌿Dream Square Resort এ আমাদের প্রথম দিনের এক্সপেরিয়েন্স কেমন ছিলো ⁉️ যাওয়ার আগে জেনে নিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahmida Ela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share