23/10/2025
আপনি যদি আপনার প্রফেশনাল জায়গায় শতভাগ ডেডিকেটেড থাকেন, তাহলে নিশ্চয়ই জীবনের অন্য দিকটা, মানে দাম্পত্য জীবন, হয়তো একসময় অবহেলিত মনে হবে।
কাজের প্রতি একাগ্রতা ভালো, কিন্তু জীবনের সব ভারসাম্য যদি সেই এক জায়গায় গিয়ে জমে, তাহলে সম্পর্কের জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়।
প্রফেশনে সাফল্য পেতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই — আমাদের পাশে থাকা মানুষগুলোরও একটা “attention” দরকার, আপনার জীবনে একটা “existance" দরকার।
বাস্তবতা হচ্ছে দুই দিকেই একসাথে শতভাগ দেওয়া কখনোই সম্ভব না। যদি পেশাকে পুরোপুরি প্রাধান্য দেন, তাহলে সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হবে—খুব স্বাভাবিকভাবে। আবার যদি দাম্পত্যকেই সবকিছু ভাবেন, তাহলে পেশার জায়গার প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন।
যে কোন একটা একটু নড়ে গেলেই, অন্যদিকটাও বেশিদূর এগিয়ে নিতে পারবেন না। তাই “balance” করতে জানতে হবে।
প্রফেশনকে দিন ৭০–৮০%, আর দাম্পত্য সম্পর্কেও দিন সেই পরিমাণ মনোযোগ।
বাকিটা সময়, ভালোবাসা আর বোঝাপড়ায় জীবনের গতিতে নিজের মতো করেই ঠিক চলবে। 💞