প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট

প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট- এর প্রকাশনা বিভাগ।

“প্রকৃত স্বাধীনতা কেবলমাত্র তারাই অর্জন করতে পারে, যারা নিজেদের স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে নিজেদের মুক্ত করতে পারে। অন্যরা...
07/11/2025

“প্রকৃত স্বাধীনতা কেবলমাত্র তারাই অর্জন করতে পারে, যারা নিজেদের স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে নিজেদের মুক্ত করতে পারে। অন্যরা কেবল তাদের অহংকার/আকাঙ্ক্ষার দাস এবং প্রকৃতপক্ষে মোটেও স্বাধীন নয়”।

- আশরাফ আলী থানভী
............................................................................
গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01765625767, 01956606870 নাম্বারে ।

“মানুষের মনোগত ধারণার উপর নির্ভর করেই হয় তার জ্ঞানের সৃষ্টি এবং ধারণালব্ধ জ্ঞানের হাতিয়ার নিয়ে মানুষ সত্তার পর্যবেক্ষণোপ...
06/11/2025

“মানুষের মনোগত ধারণার উপর নির্ভর করেই হয় তার জ্ঞানের সৃষ্টি এবং ধারণালব্ধ জ্ঞানের হাতিয়ার নিয়ে মানুষ সত্তার পর্যবেক্ষণোপযোগী রূপের দিকে অগ্রসর হয়। কোরআনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তাতে সত্যের পর্যবেক্ষণোপযোগী রূপের উপরই বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত ‘ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন’ শীর্ষক গ্রন্থ থেকে]
............................................................................
গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01765625767, 01956606870 নাম্বারে।

“ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিষ্ঠায় সুন্নতের ভূমিকাকে বুঝতে হলে কোরআন কর্তৃক তাকে দেওয়া মূল্যমান (Value), রাসূল (স.) ক...
05/11/2025

“ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিষ্ঠায় সুন্নতের ভূমিকাকে বুঝতে হলে কোরআন কর্তৃক তাকে দেওয়া মূল্যমান (Value), রাসূল (স.) কর্তৃক তাকে দেওয়া অর্থ, একজন পয়গাম্বরের মাধ্যমে ওহী নাযিলের হিকমত, মানুষের মধ্য থেকে নবী নির্বাচন করার উদ্দেশ্য এবং ইয়াসরিব নামক গ্রামকে মদীনায় রূপান্তরিতকারী সুন্নতের গতিশীলতাকে খুব ভালোভাবে নির্ণয় করা প্রয়োজন”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত 'সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি' শীর্ষক গ্রন্থ থেকে]
............................................................................
গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন 01765625767, 01956606870 নাম্বারে।

“অল্প করে হলেও প্রতিদিন পড়ো। ইবনে খালদুন বলেন, “জ্ঞানকে যদি ছোট ছোট অংশে গ্রহণ করা হয়, তবে সে জ্ঞান স্থায়ী হয়৷” একসা...
04/11/2025

“অল্প করে হলেও প্রতিদিন পড়ো। ইবনে খালদুন বলেন, “জ্ঞানকে যদি ছোট ছোট অংশে গ্রহণ করা হয়, তবে সে জ্ঞান স্থায়ী হয়৷” একসাথে বড় লক্ষ্য নির্ধারণ করে পরে হাল ছেড়ে দেওয়ার চেয়ে, দিনের একটি নির্দিষ্ট সময় পড়ার জন্য নির্ধারণ করা প্রয়োজন। এটি মানস (যিহিন) ও
কলবকে জাগ্রত রাখে”।

“স্বাস্থ্য থেকে পদার্থবিদ্যা, প্রতিরক্ষা ব্যবস্থা, মাদ্রাসা প্রতিষ্ঠা, ওয়াকফ ব্যবস্থা এবং আদালত পর্যন্ত - সবকিছুর মূলে ...
03/11/2025

“স্বাস্থ্য থেকে পদার্থবিদ্যা, প্রতিরক্ষা ব্যবস্থা, মাদ্রাসা প্রতিষ্ঠা, ওয়াকফ ব্যবস্থা এবং আদালত পর্যন্ত - সবকিছুর মূলে কী রয়েছে? মূলগত ভাবে মুহাম্মদ (সা.) - এর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা একটি সভ্যতা রয়েছে। আর এই বিষয়টিকে উসমানী খেলাফতের সময়ে খুব সুন্দর ভাবে বলা হতো, সেটা হলো - ‘নূরে মুহাম্মদী”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“সনদের ভিত্তিতে জ্ঞানকে এভাবে তুলে ধরার যে প্রক্রিয়া, এমন কোনো জ্ঞান দুনিয়ার কোন জাতির কাছেই নেই। মুসলমানরা কেন এটা করেছ...
02/11/2025

“সনদের ভিত্তিতে জ্ঞানকে এভাবে তুলে ধরার যে প্রক্রিয়া, এমন কোনো জ্ঞান দুনিয়ার কোন জাতির কাছেই নেই। মুসলমানরা কেন এটা করেছে? এটা করেছে মূলত হযরত পয়গাম্বরের সাথে সম্পর্ককে শক্ত একটি ভিত্তির উপর দাঁড় করানোর জন্য”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“ইসলামী সভ্যতার শিক্ষাব্যবস্থা মানুষকে ‘ইনসানে কামিল’ এর দিকে ধাবিত করতে চায়। ইনসানে কামিল কী? ইনসানে কামিল হলেন হযরত পয়...
01/11/2025

“ইসলামী সভ্যতার শিক্ষাব্যবস্থা মানুষকে ‘ইনসানে কামিল’ এর দিকে ধাবিত করতে চায়। ইনসানে কামিল কী? ইনসানে কামিল হলেন হযরত পয়গাম্বর (স)। একজন মানুষ তাঁকে যতটুকু অনুসরণ করবে ততটুকুই কামালিয়াত লাভ করবে”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“ইসলামী সমাজ গঠিত হয় পয়গাম্বররের ঐ সকল অনুসরণযোগ্য কর্মের মাধ্যমে যেগুলোকে সার্বজনীন করা যায়। আর এ অভিন্ন সার্বজনীন বিষয়...
31/10/2025

“ইসলামী সমাজ গঠিত হয় পয়গাম্বররের ঐ সকল অনুসরণযোগ্য কর্মের মাধ্যমে যেগুলোকে সার্বজনীন করা যায়। আর এ অভিন্ন সার্বজনীন বিষয়কে আমরা মুতাওয়াতির বলে থাকি”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“আমি মুসলমান’- পৃথিবীর ২০০ কোটি মানুষ এ কথা বলে এবং বিশ্বাস করে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এর মূল্যমানকে আমাদে...
30/10/2025

“আমি মুসলমান’- পৃথিবীর ২০০ কোটি মানুষ এ কথা বলে এবং বিশ্বাস করে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এর মূল্যমানকে আমাদের খুব ভালোভাবে অবলোকন করতে হবে। কেননা এটাই আমাদের অস্তিত্বের মূলভিত্তি ও রূপরেখা নির্ধারণ করে”।

- প্রফেসর ড. তাহসিন গরগুন

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“ইমাম গাজ্জালী বলেন, “এ দুনিয়ায় যে ব্যবস্থাপনা রয়েছে এর মূলে হল সুন্নাতুল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার সৃষ্টির...
29/10/2025

“ইমাম গাজ্জালী বলেন, “এ দুনিয়ায় যে ব্যবস্থাপনা রয়েছে এর মূলে হল সুন্নাতুল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার সৃষ্টির ক্ষেত্রে যে হিকমত অবলম্বন করেছেন, সেই হিকমতের ভিন্ন প্রকাশ। ফলশ্রুতিতে মহান প্রভু ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার কারণে প্রকৃতিতে যে সিস্টেম বা ব্যবস্থাপনা রয়েছে সেটা আল্লাহর জন্য আবশ্যক নয়। কারণ আমরা আল্লাহর জন্য কোন কিছুকে আবশ্যক করে দিতে পারি না”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“ইমাম শাফেয়ীকে যখন ‘জ্ঞান কী?’ এ প্রশ্ন করা হয়েছিলো, তখন এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “যদি কোরআন পড়ো তাহলে জ্ঞান এরকম, ...
28/10/2025

“ইমাম শাফেয়ীকে যখন ‘জ্ঞান কী?’ এ প্রশ্ন করা হয়েছিলো, তখন এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “যদি কোরআন পড়ো তাহলে জ্ঞান এরকম, যদি সুন্নতের সাথে সম্পর্ক স্থাপন করো তাহলে জ্ঞান এই রকম, যদি হাদীসের সাথে সম্পর্ক স্থাপন করো তাহলে এরকম”। এরপর তিনি বলেন, “যদি গণিত জানো তাহলে এরকম, যদি ভাষা জানো তাহলে এরকম”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

“বিংশ শতাব্দীর অভিজ্ঞতা আমাদের নিকট এতটাই গুরুত্বপূর্ণ যে এই অভিজ্ঞতাকে সঠিক শিক্ষা নিয়ে যদি কোন পদক্ষেপ গ্রহণ করি তাহলে...
27/10/2025

“বিংশ শতাব্দীর অভিজ্ঞতা আমাদের নিকট এতটাই গুরুত্বপূর্ণ যে এই অভিজ্ঞতাকে সঠিক শিক্ষা নিয়ে যদি কোন পদক্ষেপ গ্রহণ করি তাহলে সেই পদক্ষেপ শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয়, এ আধুনিকতার মধ্যে বসবাসরত এবং এর যাতাকলে নিষ্পেষিত সমগ্র মানবতার জন্য একটি পদক্ষেপ এবং একটি নবদিগন্ত হিসেবে বিবেচিত হবে”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিতব্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ শীর্ষক গ্রন্থ থেকে]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category