30/09/2025
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর অন্যতম একটি কার্যক্রম হচ্ছে, যুগ-জিজ্ঞাসার জবাব এবং যুগের চাহিদা ও যুগের প্রয়োজন আলোকে “চিন্তার নবায়ন” ও “জ্ঞানের পুনর্জাগরণ”-এর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করা।
কিন্তু, এসব ক্ষেত্রে শরয়ী দলিলসমূহের বুঝাপড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ, এটাতেই আমরা পিছিয়ে আছি।
শরীয়তের দলিলসমূহের প্রথমটি, অর্থাৎ, কুরআন—অবিনশ্বর, শাশ্বত ও কালোত্তীর্ণ হওয়ায় এবং রাসূলের জীবনে এর প্রয়োগ ও বাস্তবায়ন পাওয়া যাওয়ায় কুরআনের অনেক বিষয়ই আজও সুস্পষ্ট; যদিও ইফরাত-তাফরিতের কারণে আজ আমাদের সমাজে কুরআন নিয়েও বিভক্তের সৃষ্টি হয়েছে।
তবে, বর্তমানে কুরআনের চেয়েও হাদীস/সুন্নাত নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি দলাদলি দেখা যাচ্ছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে, হাদীস/সুন্নাত নিয়ে আমাদের সঠিক বুঝাপড়ার অভাব এবং যুগের সাথে হাদীস/সুন্নাত-কে সম্পৃক্ত করতে না পারা। যে কারণেই কুরআনের চেয়েও হাদীস/সুন্নাত নিয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের সমাজে।
এজন্যই, “চিন্তার নবায়ন” ও “জ্ঞানের পুনর্জাগরণ” নিয়ে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। মূলত, এসব কারণেই ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট শরীয়তের দলিলসমূহ নিয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
গুরুত্বপূর্ণ এই কাজেরই একটা অংশ হচ্ছে “সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি” গ্রন্থের অনুবাদ নিয়ে আসা। গ্রন্থটি বর্তমান সময়ের প্রখ্যাত উসূলবিদ, মুজতাহিদ, ফকীহ ও মুহাদ্দিস প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ রচনা করেছেন। এখানে এটা বলা অত্যাবশ্যক যে, মাত্র কয়েকশ' পৃষ্ঠার ক্লাসিক এই গ্রন্থটি প্রণয়ন করতে সময় নিয়েছেন প্রায় ৪০ বছর। কালোত্তীর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন শিক্ষাবিদ, অনুবাদ এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ।
অসাধারণ এ গ্রন্থটি পাওয়া যাচ্ছে ইসলামী বইমেলায়, ৭১ নং স্টলে। সংগ্রহ করতে আজই চলে আসুন।