প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট

প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট- এর প্রকাশনা বিভাগ।

“সুন্নতকে যদি আমরা বিশ্বজনীন সামগ্রিক একটি নিজাম (পদ্ধতি) হিসেবে বিবেচনা করি তাহলে সুন্নত শুধুমাত্র আখলাকী আচরণের উদাহরণ...
13/10/2025

“সুন্নতকে যদি আমরা বিশ্বজনীন সামগ্রিক একটি নিজাম (পদ্ধতি) হিসেবে বিবেচনা করি তাহলে সুন্নত শুধুমাত্র আখলাকী আচরণের উদাহরণ নয়, একইসাথে আচরণকে আখলাকে পরিণতকারী মূল্যবোধের এক অমূল্য রত্নভাণ্ডার”।

[ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত 'সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি' শীর্ষক গ্রন্থ থেকে]

"আর্থ-সামাজিক সহযোগিতা প্রয়োজন সমাজের নিজের প্রয়োজনেই। কেননা সমাজের কিছু মানুষ বুদ্ধিমান আবার কিছু মানুষ হয় নির্বোধ, ...
11/10/2025

"আর্থ-সামাজিক সহযোগিতা প্রয়োজন সমাজের নিজের প্রয়োজনেই। কেননা সমাজের কিছু মানুষ বুদ্ধিমান আবার কিছু মানুষ হয় নির্বোধ, কিছু পুঁজিপতি তো আবার কিছু লোক একেবারে হতঃদরিদ্র কিন্তু কঠোর পরিশ্রমে সক্ষম। কিছু মানুষ ছোটখাটো কাজ করতে অপছন্দ করে আবার কিছু মানুষ স্বাচ্ছন্দেই তা করে যায় । এখান থেকে সহজেই উপলব্ধি করা যায় যে মানুষের জাগতিক জীবন খুব কঠিন হয়ে উঠতো, যদি তারা একে অপরকে সহযোগিতা না করতো"।

গ্রন্থ: আল ইরতিফাকাত: ইমাম শাহ ওয়ালিউল্লাহর আর্থসামাজিক বিকাশ তত্ত্ব
লেখক: প্রফেসর ড. আব্দুল আজিম ইসলাহী

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

“মানুষ মূলত স্বাধীন, তাই তাদের অতীত তাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে না। সবচেয়ে বড় পাপীও একজন সাধুতে পরিণত হতে পারে এবং এর ব...
09/10/2025

“মানুষ মূলত স্বাধীন, তাই তাদের অতীত তাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে না। সবচেয়ে বড় পাপীও একজন সাধুতে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও ঘটতে পারে। এ নমনীয়তা এবং মানুষের আচরণের অপরিহার্য স্বাধীনতার কারণে পর্যবেক্ষণ ও তত্ত্ব নির্মাণের বৈজ্ঞানিক পদ্ধতি সমাজকে পাঠ করার জন্য উপযুক্ত নয়”।

গ্রন্থ: অর্থনীতি: পুঁজিবাদী অর্থনীতির বিকল্প প্রস্তাবনা
লেখক: প্রফেসর ড. আসাদ জামান

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

“মানুষ যদি নিজে উদ্যোগী না হয়, সে যদি তার সত্তার অন্তর্নিহিত ঐশ্বর্যের বিকাশ সাধন না করে এবং সে যদি চলমান জীবনের নিগূঢ় আ...
08/10/2025

“মানুষ যদি নিজে উদ্যোগী না হয়, সে যদি তার সত্তার অন্তর্নিহিত ঐশ্বর্যের বিকাশ সাধন না করে এবং সে যদি চলমান জীবনের নিগূঢ় আবেগ অনুভব করতে হয় অক্ষম, তা হলে তার ভেতরকার শক্তি হয় পাথরে পরিণত এবং সে নিজে হয় মৃত বস্তুর পর্যায়ে অবনমিত”।

গ্রন্থ: ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন
লেখক: আল্লামা মুহাম্মদ ইকবাল

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

“সুন্নত হলো, রাসূল (স.)-এর এমন এক মোহর, যা কোনো স্থান ও কালের মধ্যে সীমাবদ্ধ নয়। কবিতা থেকে সাহিত্যে, শিল্পকলা থেকে স্থা...
07/10/2025

“সুন্নত হলো, রাসূল (স.)-এর এমন এক মোহর, যা কোনো স্থান ও কালের মধ্যে সীমাবদ্ধ নয়। কবিতা থেকে সাহিত্যে, শিল্পকলা থেকে স্থাপত্যে, মসজিদ থেকে মাজারে, রাস্তা থেকে প্রাসাদে, ওয়াকফ প্রতিষ্ঠান থেকে মাদরাসা পর্যন্ত মুসলমানদের প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের পিছনে সুন্নতের ভূমিকা রয়েছে”।

গ্রন্থ: সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি
লেখক: প্রফেসর ড. মেহমেদ গরমেজ

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

কেন এই বইটি পড়া প্রয়োজন?ইসলাম এসেছে সমগ্র মানবতার জন্যই। কিন্তু, বিশ্বের প্রতিটি অঞ্চলেরই যেহেতু রয়েছে স্বতন্ত্র্য বৈশিষ...
06/10/2025

কেন এই বইটি পড়া প্রয়োজন?

ইসলাম এসেছে সমগ্র মানবতার জন্যই। কিন্তু, বিশ্বের প্রতিটি অঞ্চলেরই যেহেতু রয়েছে স্বতন্ত্র্য বৈশিষ্ট্য, তাই ইসলাম তার মৌলিক মূলনীতি বা উসূলগুলো ঠিক রেখেই স্থানীয় বৈশিষ্ট্য, সামাজিক ব্যবস্থা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান প্রয়োগ করে। ঠিক এমনটাই হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশের ইসলামী সভ্যতায়।

আমরা যদি ভারতীয় উপমহাদেশের ইসলামী সভ্যতার চিন্তাদর্শন, সামাজিক অবকাঠামো এবং স্থানীয় বিধানাবলি নিয়ে আলোচনা করতে যাই, তাহলে একেবারে প্রথম সারির দিকে যে মুজতাহিদ, মুতাফাক্কির ও উসূলবিদের নাম উঠে আসবে, তিনি হলেন আল্লামা শাহ ওয়ালীউল্লাহ দেহলভী।

আর আমাদের প্রকাশিত ‘আল ইরতিফাকাত’ হচ্ছে ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর একটি যুগান্তকারী তত্ত্ব। আর্থ সামাজিক বিকাশে ইসলামী সভ্যতার দৃষ্টিকোণ, একটি সুষম আর্থ সামাজিক বিকাশের পন্থা এবং অর্থনৈতিক ভিত্তি নির্মাণে একটি সমাজের পদ্ধতিগত মূলনীতি অসাধারণভাবে ফুটে উঠেছে এই তত্ত্বটিতে।

গুরুত্বপূর্ণ ‘আল ইরতিফাকাত’ তত্ত্বটি নিয়ে ড. ইসলাহী এই রিসালাটি রচনা করেছেন, যেখানে যুগের ভাষায় এই তত্ত্বটি হাজির করার পাশাপাশি বর্তমান সময়ে এটির প্রয়োগের পন্থা নির্দেশ করেছেন। গুরুত্বপূর্ণ এ বইটি অনুবাদ করেছেন, তরুণ চিন্তক ও অনুবাদক সায়েম মুহাইমিন।

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

ফ্রান্সিস ফুকুয়ামার ন্যায় বাঘাবাঘা তাত্ত্বিকেরা যখন ইতিহাসের শেষ ঘোষণা করেছেন, হান্টিংটনের ন্যায় গবেষকরা যখন ক্লাশ অব সি...
05/10/2025

ফ্রান্সিস ফুকুয়ামার ন্যায় বাঘাবাঘা তাত্ত্বিকেরা যখন ইতিহাসের শেষ ঘোষণা করেছেন, হান্টিংটনের ন্যায় গবেষকরা যখন ক্লাশ অব সিভিলাইজেশন তত্ত্ব দিয়ে পুঁজিবাদকেই অবশ্যম্ভাবী হিসেবে হাজির করেছেন,তখন ড. আসাদ জামান তাঁর সম্পূর্ণ বিপরীতে ন্যায়ভিত্তিক অর্থনীতির বাস্তব মডেল হাজির করেছেন। একইসাথে পুঁজিবাদের ন্যায় শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে ইসলামী অর্থনীতির বহুমাত্রিক অসাধারণত্ব তিনি তুলে ধরেছেন যৌক্তিকভাবে।

‘Islamic Economics: The Polar Opposite of Capitalist Economics’ ড. আসাদ জামানের একটি যুগান্তরী কাজ। তিনি পাশ্চাত্য বিশ্বদর্শনের প্রভাবে মানুষের ভোগের সার্বভৌমত্ব, লোভ ও স্বার্থপরতা কিভাবে পৃথিবীব্যাপী একটি ভারসাম্যহীন অর্থনীতির জন্ম দিয়েছে, তাঁর কঠোর সমালোচনা করেন বইটিতে। ইসলামের অসাধারণ মূলনীতি, আদালতপূর্ণ অবস্থান ও আখলাকী দিকগুলো যে অনিবার্য বিকল্প তা তিনি জোরেশোরে হাজির করেন। এক্ষেত্রে ড. জামান পাশ্চাত্য অর্থনীতি ও ব্যাংকিং ধারণাকে ইসলামী মূলনীতির সাথে একধরণের জোরপূর্বক সাযুজ্যকরণের কঠোর সমালোচনা করেছেন, এবং সম্পূর্ণ নিজস্ব নীতি হাজিরের প্রস্তাব রেখেছেন।

গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের প্রকাশনা বিভাগ থেকে।

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

"প্রত্যেক ব্যক্তি এবং প্রতিটি পণ্যের উপর কর আরোপ করাউচিত নয়। এটি এমন লোকদের উপর হওয়া উচিত যাদের ক্রমবর্ধমান সম্পত্তি য...
04/10/2025

"প্রত্যেক ব্যক্তি এবং প্রতিটি পণ্যের উপর কর আরোপ করা
উচিত নয়। এটি এমন লোকদের উপর হওয়া উচিত যাদের ক্রমবর্ধমান সম্পত্তি যেমন গবাদি পশুর প্রজনন, কৃষি খামার, গচ্ছিত সম্পদ এবং ব্যবসা রয়েছে। যদি আরো অর্থের প্রয়োজন হয় তবে শারীরিক শ্রমে উপার্জনকারী জনসংখ্যাকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে"।

গ্রন্থ: আল ইরতিফাকাত: ইমাম শাহ ওয়ালিউল্লাহর আর্থসামাজিক বিকাশ তত্ত্ব
লেখক: প্রফেসর ড. আব্দুল আজিম ইসলাহী

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে

“ইসলাম মানুষকে নফসের দাসত্ব থেকে বের করে এনে উচ্চতর লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। নবী মুহাম্মদ (স.)-এর প্রশিক্ষণের মাধ্...
03/10/2025

“ইসলাম মানুষকে নফসের দাসত্ব থেকে বের করে এনে উচ্চতর লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। নবী মুহাম্মদ (স.)-এর প্রশিক্ষণের মাধ্যমে মানুষের এ রূপান্তরটিই সমগ্র পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে এবং ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। কোরআন জোর দিয়ে বলে যে, মানুষের মধ্যে ভালো এবং মন্দ উভয়েরই প্রভূত সম্ভাবনা রয়েছে।”।

গ্রন্থ: ইসলামী অর্থনীতি: পুঁজিবাদী অর্থনীতির বিকল্প প্রস্তাবনা
লেখক: প্রফেসর ড. আসাদ জামান

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

“খ্রিষ্টান ধর্মের বড় কথা হচ্ছে আধ্যাত্মিক জীবনের স্বাধীন সত্তার সন্ধান। এর প্রতিষ্ঠাতা তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছিলেন ...
02/10/2025

“খ্রিষ্টান ধর্মের বড় কথা হচ্ছে আধ্যাত্মিক জীবনের স্বাধীন সত্তার সন্ধান। এর প্রতিষ্ঠাতা তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছিলেন যে, আধ্যাত্মিক জীবনের উন্নয়ন সম্ভব; তবে সে উন্নয়ন মানুষের আত্মা-বহির্ভূত জাগতিক শক্তিসমূহের দ্বারা নয়; বরং তার আত্মার অভ্যন্তরে এক নতুন জগতের আবিষ্কারের মাধ্যমে। ইসলাম এই অন্তর্দৃষ্টির সঙ্গে সম্পূর্ণ একমত; তবে ইসলাম এই অন্তর্দৃষ্টির সঙ্গে যোগ করেছে আরেকটি অন্তর্দৃষ্টি। সে অন্তর্দৃষ্টি অনুসারে মানুষের অন্তরে বিকশিত এই নতুন জগতের আলোক বস্তুজগতের বিরোধী নয়; বরং বস্তুজগতের রন্ধ্রে রন্ধ্রে এর অনুপ্রবেশ”।

গ্রন্থ: ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন
লেখক: আল্লামা মুহাম্মদ ইকবাল

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

“দ্বীনের মালিক হলেন আল্লাহ, এ দ্বীনকে তিনি মানুষের জন্য প্রেরণ করেছেন এবং এ দ্বীন প্রেরণের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মানুষ ...
01/10/2025

“দ্বীনের মালিক হলেন আল্লাহ, এ দ্বীনকে তিনি মানুষের জন্য প্রেরণ করেছেন এবং এ দ্বীন প্রেরণের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মানুষ যেন উভয় জাহানে কামিয়াব হতে পারে, সেজন্য তার পথ বাতলে দেওয়া”।

গ্রন্থ: সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি
লেখক: প্রফেসর ড. মেহমেদ গরমেজ

গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন ইসলামী বইমেলার ৭১ নাম্বার স্টলে।

ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর অন্যতম একটি কার্যক্রম হচ্ছে, যুগ-জিজ্ঞাসার জবাব এবং যুগের চাহিদা ও যুগের প্রয়োজন আল...
30/09/2025

ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর অন্যতম একটি কার্যক্রম হচ্ছে, যুগ-জিজ্ঞাসার জবাব এবং যুগের চাহিদা ও যুগের প্রয়োজন আলোকে “চিন্তার নবায়ন” ও “জ্ঞানের পুনর্জাগরণ”-এর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করা।

কিন্তু, এসব ক্ষেত্রে শরয়ী দলিলসমূহের বুঝাপড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ, এটাতেই আমরা পিছিয়ে আছি।

শরীয়তের দলিলসমূহের প্রথমটি, অর্থাৎ, কুরআন—অবিনশ্বর, শাশ্বত ও কালোত্তীর্ণ হওয়ায় এবং রাসূলের জীবনে এর প্রয়োগ ও বাস্তবায়ন পাওয়া যাওয়ায় কুরআনের অনেক বিষয়ই আজও সুস্পষ্ট; যদিও ইফরাত-তাফরিতের কারণে আজ আমাদের সমাজে কুরআন নিয়েও বিভক্তের সৃষ্টি হয়েছে।

তবে, বর্তমানে কুরআনের চেয়েও হাদীস/সুন্নাত নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি দলাদলি দেখা যাচ্ছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে, হাদীস/সুন্নাত নিয়ে আমাদের সঠিক বুঝাপড়ার অভাব এবং যুগের সাথে হাদীস/সুন্নাত-কে সম্পৃক্ত করতে না পারা। যে কারণেই কুরআনের চেয়েও হাদীস/সুন্নাত নিয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের সমাজে।

এজন্যই, “চিন্তার নবায়ন” ও “জ্ঞানের পুনর্জাগরণ” নিয়ে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। মূলত, এসব কারণেই ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট শরীয়তের দলিলসমূহ নিয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ এই কাজেরই একটা অংশ হচ্ছে “সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি” গ্রন্থের অনুবাদ নিয়ে আসা। গ্রন্থটি বর্তমান সময়ের প্রখ্যাত উসূলবিদ, মুজতাহিদ, ফকীহ ও মুহাদ্দিস প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজ রচনা করেছেন। এখানে এটা বলা অত্যাবশ্যক যে, মাত্র কয়েকশ' পৃষ্ঠার ক্লাসিক এই গ্রন্থটি প্রণয়ন করতে সময় নিয়েছেন প্রায় ৪০ বছর। কালোত্তীর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন শিক্ষাবিদ, অনুবাদ এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ।

অসাধারণ এ গ্রন্থটি পাওয়া যাচ্ছে ইসলামী বইমেলায়, ৭১ নং স্টলে। সংগ্রহ করতে আজই চলে আসুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রকাশনা বিভাগ- ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category