Probashi Seba - প্রবাসী সেবা

Probashi Seba - প্রবাসী সেবা Probashi Seba - প্রবাসী সেবা is a web-based non-profit organization that aims to help Bangladeshi migrants workers with accurate information.

Visit www.probashiseba.org to know more.

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত সেবাসমূহ…
26/07/2025

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত সেবাসমূহ…

25/07/2025

প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিংক। সেভ করে রাখুন সবসময় কাজে আসবে-কমেন্টে

21/07/2025
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ গ্রহনের র্নিধারিত ফি ও চার্জ। এর বেশী কোন খরচ নেই। কেউ যদি বাড়তি টাকা দাবি করে, বা...
18/06/2025

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ গ্রহনের র্নিধারিত ফি ও চার্জ। এর বেশী কোন খরচ নেই। কেউ যদি বাড়তি টাকা দাবি করে, বাড়তি একটা পয়সাও দিবেন না। সে যেই হোক, সাথে সাথে প্রতিবাদ করুন। প্রয়োজনে প্রমাণসহ নিম্নোক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করুন।

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারকে জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রদেয় সেবাসমূহ-
17/03/2025

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারকে জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রদেয় সেবাসমূহ-

17/03/2025
প্রবাসী কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাগমনকালে সাময়িক অবস্থানের জন্য অনলাইনে বা সরাসরি আবেদন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
17/03/2025

প্রবাসী কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাগমনকালে সাময়িক অবস্থানের জন্য অনলাইনে বা সরাসরি আবেদন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে “ওয়েজ আর্নার্স সেন্টার” এ অবস্থান করা যাবে।

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/02/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

এসএসসি/সমমান-২০২৪ ও এইচএসসি/সমমান-২০২৩ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান।
10/11/2024

এসএসসি/সমমান-২০২৪ ও এইচএসসি/সমমান-২০২৩ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান।

ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো –বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে...
06/11/2024

ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো –

বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে হবে না। ই-পাসপোর্টের আবেদনের জন্য কোনও ছবি সংযোজন এবং তা সত্যায়ন করার প্রয়োজন হবে না।

০১. জাতীয় পরিচয় পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) এর ইংলিশ ভার্সন ।

অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন প্রয়োজন হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন অথবা জাতীয় পরিচয় পত্রের (NID) যেকোন একটা প্রদান করলেই হবে।

আবেদনকারীর বয়স ২০ বছর হলে তাকে জাতীয় পরিচয় পত্রের (NID) প্রদান করতে হবে।

০২. প্রযোজ্য ক্ষেত্রে (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ।

০৩. আবেদনকারীর পেশাগত সনদপত্র। ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড ইত্যাদি। আবেদনকারীর পেশাগত সনদ না থাকলে সেক্ষেত্রে চেয়ামম্যান/কমিশনারের কাছ থেকে পাওয়া চারিত্রিক সনদ প্রদর্শন করতে হবে।

০৪. সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও(GO)/এনওসি (NOC)/প্রত্যয়নপত্র/অবসোত্তর ছুটির আদেশ (PRL Order) ইত্যাদি।

০৫. বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা।

০৬. পাসপোর্ট রিনিও করার ক্ষেত্রে আগের পাসপোর্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

০৭. পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।

০৮. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) সংযোজন করত হবে।

০৯. ১৫ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে পিতা-মাতা অথবা বৈধ অভিবাককের পাসপোর্ট সাইজের ছবি।

১০. ৬ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে ৩আর (3R Size) সাইজের (ল্যাব প্রিন্ট, গ্রে ব্যাকগ্রাউন্ড) ছবি।

১১. প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল (বাসার বিদ্যুৎ/গ্যাস/পানির বিল) অথবা ভাড়াটিয়ার চুক্তিপত্র প্রদান করতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিকটস্থ আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে।

দালাল ছাড়া নিজে নিজে কিভাবে পাসপোর্ট করা যায় জানতে কমেন্টের লিংকে ভিজিট করুন।

01/11/2024

প্রবাসী কল্যাণ ব্যাংকের আপডেট মোবাইল নাম্বার । Probashi Kallayan Bank Update Mobile Number

এই ভিডিওতে দেখবেন, কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের আপডেটেড এবং সচল মোবাইল নাম্বার, ঠিকানা এবং ইমেইল এড্রেস খুজে পাওয়া যায়। ভিডিওটির মাধ্যমে আপনি নিজের মোবাইল ব্যবহার করেই প্রবাসী কল্যাণ ব্যাংকের ফোন নাম্বার খুজে বের করতে পারবেন। ভিডিওতে দেখানো সবগুলো নাম্বার সচল এবং আপডেট করা।

Video Chapters
0:00 - ভিডিও ইনট্রো
0:18 - প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবাসাইট থেকে মোবাইল নাম্বার এবং ঠিকানা বের করা
1:11 - প্রবাসী সেবার ওয়েবাসাইট থেকে মোবাইল নাম্বার এবং ঠিকানা বের করা

Download Banking Diploma Books PDF Free…JAIBB & DAIBB Course Materials, AIBB BD Bankers Bankers Club of Bangladesh Ltd.
31/10/2024

Download Banking Diploma Books PDF Free…JAIBB & DAIBB Course Materials, AIBB BD Bankers Bankers Club of Bangladesh Ltd.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Seba - প্রবাসী সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Seba - প্রবাসী সেবা:

Share

প্রবাসী সেবা

প্রবাসীদের জন্য সরকারি বেসরকারি সকল সুযোগ সুবিধার তথ্য বাতায়ন