গণচিন্তা - Gono Chinta

গণচিন্তা - Gono Chinta বাংলাদেশের পক্ষে, স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে

Coldplay concert in India 🇮🇳
20/07/2025

Coldplay concert in India 🇮🇳

22/06/2025

তেল আ^বিবের Ness Ziona শহরে অবস্থিত Israel Institute for Biological Research (IIBR) নামক বায়োলজিক্যাল অস্ত্রের গবেষণা কেন্দ্রে আজ আঘাত হেনেছে ইরান।

এটি এমন একধরনের অস্ত্র যা জীবাণু ছড়িয়ে হাজার হাজার মানুষকে অসুস্থ বা মেরে ফেলতে পারে।

ইরান এবং ইজ্রায়েল উভয় দেশের সংবাদমাধ্যম এই খবরের সত্যতা নিশিত করেছে।

আমাদের সামরিক বাহিনী কি আদৌও আমাদের দেশকে নিয়ে ভাবে? ভারতের এক্স মেজর, সেনা প্রধানরা নিয়মিত রংপুর বিভাগকে ভারতের অংশ করা...
23/05/2025

আমাদের সামরিক বাহিনী কি আদৌও আমাদের দেশকে নিয়ে ভাবে? ভারতের এক্স মেজর, সেনা প্রধানরা নিয়মিত রংপুর বিভাগকে ভারতের অংশ করার জন্য চাপ দিয়ে ভিডিও বানাচ্ছে। ওইদিকে বিজেপি বলতেছে রাফায়েল লাগবে না, মাত্র দুটো ড্রোন ছেড়ে দিলেই বাংলাদেশ শেষ। এই হুমকি মোকাবিলার ক্ষেত্রে আমাদের সামরিক বাহিনী গুলো কি আদৌও কোন প্রস্তুতি নিচ্ছে? দেশে কোন আধুনিক ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান আছে? না থাকলে সেগুলো কবে নাগাদ কেনা হবে, সেই ব্যাপারে কি তাদের কোন মাথা ব্যাথা আছে?
দেশের প্রায় সবগুলো মেডিকেল কলেজের প্রধান সেনা অফিসারেরা, ব্যাবসা বাণিজ্য রাস্তা ঘাট সেতু সহ নির্মাণ কাজের সাথে তারা জড়িত।
দেশের রাজনীতিতে কি হবে না হবে, আয়নাঘরে কে থাকবে না থাকবে এসব নিয়ে তাদের যে পরিমাণে কর্মতৎপরতা দেখা যায় কিন্তু তাদের যে মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষা করা সেই ব্যাপারে তাদের তেমন কোন কর্মতৎপরতা দেখা যায় না কেন?
ভারত নিয়মিত রোহিঙ্গা সহ অন্যান্য জনগোষ্ঠীকে বাংলাদেশে পুশ ইন করছে, সীমান্তে হত্যা চালাচ্ছে, মিয়ানমারের আরাকান আর্মি আমাদের নাকি ৫০০ এর উপরে জেলেকে সমুদ্র থেকে ধরে নিয়ে গেছে। এসব ব্যাপারে সামরিক বাহিনী কোন বিবৃতি দেয় না কেন?

22/05/2025

ইশরাককে মেয়র বানানোর আবদার

লজিক কি? লজিক জিরো!!

* সে কি মেয়র নির্বাচিত হয়েছিল?
- না।
* সে কি জয়ী হয়েছিল বা জয়ের কাছাকাছি ছিলো, কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে জোর করে হারিয়ে দিয়েছে?
- তাও না।
* আমরা তো জানি সে নির্বাচন বর্জন করেছিলো।
- হ্যাঁ, সত্য।
* সে ঐ নির্বাচনকে অবৈধ ঘোষণা দিয়েছিলো।
- হ্যাঁ, সত্য।
* তাহলে এখন কোন সূত্র বলে নিজেকে মেয়র দাবি করতেছে??
- কারণ ঢাকাবাসী তাকে চায়।।

** ওকে, তাহলে মেয়র নির্বাচন হয়ে যাক???
- অসম্ভব!!
জাতীয় নির্বাচনের আগে কোন প্রকার স্থানীয় সরকার নির্বাচন
জনগণ মেনে নিবে না। অন্তর্বর্তী সরকারের কাজ জাতীয় নির্বাচন
দেওয়া, স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া নয়!!!

তাহলে অন্তর্বর্তী সরকারের কাজও না, অনির্বাচিত কাউকে মেয়র
বানানো।

লও ঠেলা

20/04/2025

"বাংলাদেশে রেয়ার মেটাল বা দূর্লভ ধাতু পাওয়া গেছে", এরকম একটা নিউজ সম্প্রতি ডারতের মিডিয়া প্রকাশ করেছিল। এরপর দেখলাম দিল্লি স্টার আর দিল্লির আলো সেটা কপি মেরে ছাপিয়ে দিয়েছে। এরপর দেখলাম নিউইয়র্ক টাইমস ও ডারতের ওই মিডিয়ার বরাত দিয়ে সেই নিউজ প্রকাশ করতেছে।
এরপর থেকে এদেশের একাধিক সংবাদ মাধ্যম, ইউটিউবার সেগুলো গর্বের সাথে প্রচার করছে।

হায়রে মূর্খের দল। এইদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তোরা বুঝলি না।
ডারত সুকৌশলে এইদেশকে যে ইউক্রেন, আফগানিস্তানের মতো ধ্বংসস্তুপ বানাতে চাইছে.... তোরা বলদেরা বুঝলি না।
এখন যদি আমেরিকার খ্যাপাবসু এইদেশে রেয়ার মেটালের জন্য ফোর্স পাঠায় দেয়...তখন কি হবে?

30/03/2025

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছাবার্তায় নির্বাচনের রোডম্যাপ নেই। এটা জনগনের সাথে তামাশা।
- মির্জা ফখরুল

অয় কিরে, অয় কিরে...
21/03/2025

অয় কিরে, অয় কিরে...

15/03/2025

বাংলাদেশে উন্নয়নের দল দুইটা

১/ আওয়ামী লীগ,,, উদয়ন উন্নয়ন উন্নয়ন,
২/,বিএনপি,,,,,, নির্বাচন নির্বাচন নির্বাচন।

15/03/2025

পিনাকী ভট্টাচার্য শাহবাগীদের সাথে আজকে যে T20 ম্যাচের ঘোষণা দিয়েছেন, এটা ঠিক হচ্ছে না।
জাতিসংঘের মহাসচিব এখন দেশে আছে। তাই আপাতত সকল ধরনের ঝামেলা এড়িয়ে যাওয়া উচিৎ।
এই সময় ঝামেলা করলে বাংলাদেশকে সন্ত্রাসী, উগ্র রাষ্ট্র হিসেবে তাকে বুঝানোটা ভারতের জন্য আরও সহজ হবে।
আর র' এই ফাঁদটাই পেতে রেখেছে।
সবার আগে দেশ। ভুল সিদ্ধান্ত দেশের জন্য বিপদ ডেকে আনবে।

14/03/2025
যারা ৩২ নম্বর ভেঙেছে, তাদের কঠোর সমালোচনা করলো বিএনপি
09/02/2025

যারা ৩২ নম্বর ভেঙেছে, তাদের কঠোর সমালোচনা করলো বিএনপি

৩২ নম্বর বাড়ি ভাঙাতে কেন হতবিহ্বল হয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু | Rtvদেখছেন “রোড টু ডেমোক....

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when গণচিন্তা - Gono Chinta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share