তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি

তুমি আসবে বলে  আজ ও তুমার পথ  চায়ে আছি Love and life hostori

Permanently closed.
02/12/2025

পারবো না তোমায় কষ্ট দিতে।
পারবো না তোমায় ভুলে যেতে।
পারবো না তোমায় বিদায়
জানাতে।
শুধু পারবো সারা জীবন
তোমায় ভালোবাসতে।

20/11/2025

খুব মনোযোগ দিয়ে পড়বেন। সম্পর্কের
কয়েকটা ফ্যাক্টঃ
☞ চুমু খাওয়া স্বাস্থ্যকর!
☞ ছেলেরা যদি কোন মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে।
☞ ৮৯% মেয়েই ছেলেদের কাছ থেকে প্রথমে প্রপোজ
আশা করে।
☞ একটা মেয়েকে পেছন থেকে যখন তার
বয়ফ্রেন্ড কোমড় জড়িয়ে ধরে,
এটা সে সবচেয়ে বেশী পছন্দ করে।
☞ স্ত্রী'রা সেই মুহূর্তটা ভালবাসে যখন তাদের
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে।
☞ ছেলেরা তাদের পছন্দের মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
☞ সত্যিকারের বন্ধুরা কখনোই আপনার
বন্ধুত্বের পরীক্ষা নিবে না।
☞ পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার চোখের জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন।
☞ যদি আপনি অন্তর থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও আপনাকে ভেবেই
ঘুমুতে যায়।
☞ ৯৯% ছেলে তার ভালোবাসার
মানুষকে নিয়ে ঘুমানোর আগে চিন্তা করে।
কথাগুলোর সাথে যারা একমত তারা লাইক ও
শেয়ার করুন এবং কমেন্টে লিখুন r8.....

15/11/2025

আমি স্বপ্নে ছবি আঁকি,
ভাবনার দেয়ালে...
ভাবতে ভালো লাগে,
নিশি দিন নিরালে...
কাছে নেই তবু আছো,
এই মনের খেয়ালে...
চোখে নেই তবু,
আছো স্বপ্নের আড়ালে ...............

19/10/2025

কাউকে ভালবেসে যদি কিছুই না পাও
তাহলে বিদ্যুত কে ভালবেসে
জরিয়ে ধর দেখবে
সে তোমাকে এত ভালবাসবে
যে মরনের আগ পোরযন্ত
তোমাকে ছারবে না

কারো মন ভাঙ্গলেও,বিশ্বাস ভাঙ্গতে নেই ।কারন, মানুষের মন ভাঙ্গার পরও তার বিশ্বাসের কোনো পরিবর্তন হয় না।সে তখনও বিশ্বাস কর...
16/10/2025

কারো মন ভাঙ্গলেও,
বিশ্বাস ভাঙ্গতে নেই ।
কারন, মানুষের মন ভাঙ্গার পরও তার বিশ্বাসের কোনো পরিবর্তন হয় না।
সে তখনও বিশ্বাস করে যে,
তার ভালোবাসার মানুষটি হাজারও ভুল করে আবারও তার কাছে ফিরে আসবে ।
আর বিশ্বাস ভাঙ্গলে,
বিশ্বাসের সাথে সাথে মন টাও ভেঙ্গে যায় ।
কারন, মনের ভেতরই বিশ্বাস টা থাকে ।

16/10/2025

এদেশে মাছ শুকাইলে শুটকি, ফল শুকাইলে আচার, মেয়ে শুকাইলে স্মার্ট আর ছেলে শুকাইলে 'গা- ঞ্জা-খোর' 🙂

10/10/2025

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে !!

10/10/2025

Mon Dite Na Parle Mon Vengona"
Suk Dite Na Parle Kosto Diona"
Valo baste Na Parle Ovinoy Korona"
R Ovinoy Kore Karo Jibon Nosto Korona"
Noyle Nijeke Kadte Hobe?

10/10/2025

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা.. শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,, যেখানে জমা আছে অনেক ব্যাথা..!
মন তো কাচ নয়,,
তবু কেন ভেঙ্গে যায়।
সুখ তো পাখি নয়;;
তবু কেন উরে যায়।
ভালবাসা তো আকাঁশ নয়,,
তবু কেন দুরে রয়।

Big thanks to AL Amin Ahamed Emonfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
10/10/2025

Big thanks to AL Amin Ahamed Emon

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

10/10/2025

জানি তোমার স্বপ্নের
ভুবনে আমার
কোন অস্তিত্ব নেই
কিন্তু বিশাল এই
পৃথিবীতে তুমি হীনা
আমি একেবারেই শূন্য !

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি:

Share