তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি

তুমি আসবে বলে  আজ ও তুমার পথ  চায়ে আছি Love and life hostori

Permanently closed.
12/11/2024

বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসা গুলিতে ইসলাম বান্ধব কমিটি করা হউক,তাদের নিয়ে যাদের পরিবার ইসলাম নিয়ে সমালোচিত নয়।

12/11/2024

একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবি আয়েশা (রাঃ) কে ডেকেে বললেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বল তুমি কি চাও? হযরত আয়েশা (রাঃ) চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না! যদি কোন ভুল কিছু চেয়ে বসেন, নবীজী যদি কষ্ট পেয়ে যান?? এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো! আয়েশা (রাঃ) নবীজীকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজী বললেন, ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা (রাঃ) উনির আব্বু হযরত আবুবকর (রাঃ) এর কাছে পরামর্শ চাইলেন। আবুবকর (রাঃ) বললেন, যখন কিছু চাইবেই, তাহলে তুমি মুহাম্মাদ (সাঃ) এর কাছে, মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আ'লামীন এর সাথে সিক্রেট কথা জানতে চাও। আর কথা দাও নবীজী যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা (রাঃ) নবীজী (সাঃ) এর কাছে গিয়ে মিরাজের রাতেরো গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেন নি। মুহাম্মাদ (সাঃ) মুচকি হেসে দিলেন, বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে! একমাত্র আবুবকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মাদ (সাঃ) বলতে লাগলেন, হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, "হে মুহাম্মাদ (সাঃ) তোমার উম্মাতের মধ্যে যদি কেউ, কারো ভাংঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবাহানাল্লাহ। প্রতুশ্রুতি মত, আয়েশা (রাঃ) ইনার আব্বু হযরত আবুবকর (রাঃ) এর কাছে এসে নবীজীর বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবুবকর (রাঃ) কাঁদতে শুরু করলেন। আয়েশা (রাঃ) আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি তো কত ভাংঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন? আবুবকর (রাঃ) বললেন, আয়েশা এই কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলে ও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায় আমি কাদতেছি। (সুবাহানাল্লাহ) এই হলো ইসলাম,... ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, কাউকে কষ্ট না দিতে, মানুষের কষ্টে পাশে দাড়াতে। মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ পাক রাব্বুল আ'লামীন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগভাগি করতে তাওফিক দান করুন। আমীন।

11/11/2024

তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচাইতে সুখী মানুষটি আমি!🌸🖤✨

08/11/2024

আপনার রিযিক আল্লাহ যেখানে যতক্ষন রেখেছেন। সেখানে ঠিক ততক্ষন আপনি থাকতে পারবেন।

06/11/2024

-শূন্যতা আছে বলেই পূর্ণতার এতো কদর.. -💙 সব যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে..!!❤️‍🩹

06/11/2024

যারা অসময়ে পাশে থাকে, তারা সুসময়ে পাশে থাকার যোগ্যতা রাখে...!🧡✨

05/11/2024

আপনার নামে গীবত করেছি। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েন।

আমিও আপনাকে মাফ করে দিলাম।

05/11/2024

নিজেকে দুই দিন আড়াল করে দেখুন,তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না।

04/11/2024

উমর রাঃ বলেন-আমি রিজিক চাই না, কেননা তা তো ইতিমধ্যে বণ্টিত হয়ে গেছে, বরং আমি তাতে বরকত চাই।🤎

04/11/2024

মন বোঝার মতো কেউ নাই, অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নাই!🙂

04/11/2024

“সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয়,
একটি হচ্ছে দরিদ্রতা,
আর অন্যটি দুষ্ট লোকের চক্রান্ত।

03/11/2024

ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পাওয়ার সৌভাগ্য সবার হোক!🌸💗

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুমি আসবে বলে আজ ও তুমার পথ চায়ে আছি:

Share