আস্তাগফিরুল্লাহ - أستغفر الله

আস্তাগফিরুল্লাহ - أستغفر الله আমি আমার রবের দিকে চলমান, তিনি অবশ্যই সঠিক পথ দেখাবেন এবং আমাকে হিদায়েত করবেন । ( সূরা আস-সাফাত, আয়াত : ৯৯)
(1507)

26/10/2025

বিনয়ের চাইতে সুন্দর আর কোনো পোশাক নেই!

ক্লিয়ার  💥
26/10/2025

ক্লিয়ার 💥

26/10/2025

ঘুমানোর আগে বিছানা ঝেড়ে ঘুমানো সুন্নত এটা জানেন তো? চলেন সুন্নত পালনের পাশাপাশি উপকারিতা ও জেনে নিই।

আমি সচারাচর বিছানা ঝেড়ে তারপর ঘুমাই। আজকে যখন বিছানা ঝাড়তেছি হঠাৎ চোখে কালো কিছু বিছানায় লক্ষ্য করলাম। ভালো ভাবে দেখে বুঝলাম এটা বড় সাইজের মোটাতাজা একটা #জোঁক।

আমি জোঁক তেমন একটা ভয় পাই না, কিন্তু এই জোঁক দেখে মোটামুটি আতংকিত হয়েছি। কারন আজকে যদি বিছানা না ঝেড়েই ঘুমিয়ে যেতাম
হয়ত এই জোক টা আমরা শরীরের রক্ত খেতো।
অথবা নাক, কান দিয়ে বাই এনি চান্স প্রবেশ করতো?

তখন সাথে সাথে একটা হাদিস মনে পড়ল
“তোমাদের কেউ যখন বিছানায় যেতে চায়, সে যেন নিজের কাপড়ের ভিতরের অংশ দিয়ে বিছানাটি ঝেড়ে নেয় এবং ‘বিসমিল্লাহ’ বলে। কারণ সে জানে না, তার অনুপস্থিতিতে সেখানে কী থাকতে পারে।”

— 📚 সহীহ বুখারী (Hadith 6320), সহীহ মুসলিম (Hadith 2714)

26/10/2025

জান্নাতে যেতে কতটুকু করা লাগবে..?

টং দোকান থেকে চা নিয়ে মাত্রই কাপে চুমুক দিচ্ছিলো আবুল কালাম। কে জানতো, এটাই তার জীবনের অন্তিম সময়! মুহূর্তের মধ্যেই মেট্...
26/10/2025

টং দোকান থেকে চা নিয়ে মাত্রই কাপে চুমুক দিচ্ছিলো আবুল কালাম। কে জানতো, এটাই তার জীবনের অন্তিম সময়! মুহূর্তের মধ্যেই মেট্রোরেলের একটি বিয়ারিং ছি*ট/কে এসে তাঁর মা/থা/য় পড়ল, সাথে সাথেই মৃ*ত্যুদূত হাজির।

এই বুঝি জীবন, এই বুঝি জীবনের লেনা-দেনা!

প্রিয়জন হারানোর বেদনা কত নিষ্ঠুর ভুক্তভোগীরাই জানে। মর্গের সামনে বসে মা-ছেলের আহাজারি  !মেট্রোরেল কান্ডে নি/ হ/ ত ব‍্যক্...
26/10/2025

প্রিয়জন হারানোর বেদনা কত নিষ্ঠুর ভুক্তভোগীরাই জানে। মর্গের সামনে বসে মা-ছেলের আহাজারি !

মেট্রোরেল কান্ডে নি/ হ/ ত ব‍্যক্তির দু’টি ছেলে সন্তান রয়েছে যাদের বয়স ৩ এবং ৪ বৎসর মাত্র।

26/10/2025

আমাদের রত্ন! 🤍

26/10/2025

চো*রের শাস্তি....

ফার্মগেটে একজন পথচারীর মা:থা*য় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মাথা একদম থে-তলে গেছে। স্পট ডে*ড।এই লোকটার জায়গায় আপনি আমিও...
26/10/2025

ফার্মগেটে একজন পথচারীর মা:থা*য় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মাথা একদম থে-তলে গেছে। স্পট ডে*ড।
এই লোকটার জায়গায় আপনি আমিও হতে পারতাম। আপনার, আমার পরিবারের কেউ হতে পারতো। এই লোকটাতো কারো বাবা, কারো স্বামী, কারো ভাই, কারো সন্তান।

মুহূর্তেই শেষ হয়ে গেল। সব শেষ। কত স্বপ্ন হয়তো সে দেখেছিল। কত স্বপ্ন হয়তো সে গুছিয়ে রেখেছিল প্রিয় মানুষদের জন্য।

অবেলায় সব শেষ হয়ে গেল।

মৃত্যু আমাদের প্রতি মুহূর্ত মনে করিয়ে দেয়, যখন তখন মালাকুল মাউত আমাদের কাছে চলে আসতে পারে। দুনিয়ার সব কিছুই তখন শেষ হয়ে যাবে।

আমাদের সব কিছুই অনিশ্চিত। শুধু নিশ্চিত একটা, আল্লাহর কাছে ফিরতে হবে।

আল্লাহর কাছে দূর্ঘটনার মৃত্যু থেকে আশ্রয় চাই...।

আমিতো হাসিনার আয়না ঘর থেকে ফেরত আসা জীবন্ত লাশ। আমাকে কেউ গু-লি করে মার-বে? নাকি জবা-ই করে মার-বে? নাকি বো-মা মে-রে উড়...
26/10/2025

আমিতো হাসিনার আয়না ঘর থেকে ফেরত আসা জীবন্ত লাশ। আমাকে কেউ গু-লি করে মার-বে? নাকি জবা-ই করে মার-বে? নাকি বো-মা মে-রে উড়িয়ে দেবে? এগুলো নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি শুধু আল্লাহর কাছে আশা করি, আমার জীবনের বিনিময়ে হলেও যেন প্রিয় মাতৃভূমির ভূমিপুত্রদের নিরাপত্তা নিশ্চিত হয়। আমার শাহাদাতের প্রভাব যেন এমন হয় যার ফলে আর কোন মুসলমানকে ধর্ম পালনের কারণে এই সোনার বাংলাদেশে জুলুমের শিকার না হতে হয়।

— আতাউর রহমান বিক্রমপুরী (হাফি.)

এভাবেই গ-ণ/ত-ন্ত্রের ক*বর রচনা করতে হয়! 🔥
26/10/2025

এভাবেই গ-ণ/ত-ন্ত্রের ক*বর রচনা করতে হয়! 🔥

26/10/2025

“শীগ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।”

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস্তাগফিরুল্লাহ - أستغفر الله posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category