Apon Gang Official

Apon Gang Official eSports Organisations

BOTTOM হলেই প্যারা 😅💔
29/10/2024

BOTTOM হলেই প্যারা 😅💔

Despite Being The Slowest Player To Ever Exist On Planet Earth🌎 HP-FREAK~22 Succeeded To Hit The Fastest Clutch Of All T...
24/08/2024

Despite Being The Slowest Player To Ever Exist On Planet Earth🌎 HP-FREAK~22 Succeeded To Hit The Fastest Clutch Of All Time 🐐

আসসালামুআলাইকুম আশা করি আপনারা বর্তমান সম্পর্কে অবগত আছেন যে বিগত ১৫-২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আ...
14/08/2024

আসসালামুআলাইকুম

আশা করি আপনারা বর্তমান সম্পর্কে অবগত আছেন যে বিগত ১৫-২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে এবং তারই সাথে বাংলাদেশে আওয়ামীলীগের শাসনের অবসান ঘটে এবং বর্তমানে আমাদের দেশের ছাত্রসমাজ দেশ সংস্করণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।

এখন আসি মূল কোথায়,২০২১ সালে সম্ভাবত আগস্ট মাসে আওয়ামীলীগের শাসনামলে প্রথমে ৩ মাসের জন্য ফ্রিফায়ার এবং পাবজিকে বাংলাদেশ থেকে ব্যান ঘোষণা করা হয় কিন্তু পরবর্তীতে গেমিং কমিউনিটি থেকে চেষ্টা করা হলেও গেম দুইটিকে আনব্যান করা সম্ভব হয়নি ।

গেম দুইটিকে ব্যান করার উদ্দেশ্যে ছিলো অতিরিক্ত আসক্তি এবং যুবকসমাজের মধ্যে হিংস্রতা বৃদ্ধি হওয়া।যদিও তাদের উদ্দেশ্য অবশ্যই ভালো ছিল কিন্তু ভিপিএন লাগায় ব্যান অবস্থায়ও খেলা সম্ভব ছিল এমনকি ডায়মন্ড,ইউএস স্বাভাবিক ভাবেই ক্রয় করা সম্ভব ছিলো যার ফলে গেম দুইটিকে ব্যান করার পরিকল্পনা সফল হয়নি যদিও কিছু সংখ্যক প্লেয়ার কমে যায় তাও ব্যান পরিকল্পনাটিকে সফল বলা যায় না।

উপরোক্ত বিষয়গুলো উপেক্ষা করলেও এক কথায় বলা যায় গেম ব্যান এর কারণে এর মধ্যকার ইস্পোর্টস সম্পূর্ণ থমকে যায় কেননা গেম ব্যান এর কারণে অফিসিয়াল থেকে কোনো রকম টুর্নামেন্ট আয়োজন করা হতো না ফলে বিভিন্ন অর্গানাইজেশন থেকেও কোনো রকম টুর্নামেন্ট স্পনসর কমে যায় যার ফলে ইস্পোর্টস থেকে আশানুরুপ ফল পাওয়া সম্ভব হয় নাই।
যদিও পাবজিতে কিছু কন্টিনেন্টাল টুর্নামেন্ট দেওয়া হয়েছে Tencent থেকে যেমন PMPL PMSL কিন্তু অন্যদিকে ফ্রিফায়ার ইস্পোর্টস প্লেয়াররা রয়ে যায় সম্পূর্ণ অবহেলিত।

কিন্তু ইস্পোর্টস থেকে যে মোটা টাকা আয় করা সম্ভব এটা ধাপে ধাপে প্রমাণ হয়েছে এবং পরবর্তীতে আরও বৃদ্ধি পাবে।বর্তমানে ইস্পোর্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় টুর্নামেন্ট এর নাম EWC বা Esports World Cup যেখানে ফ্রিফায়ার এবং পাবজিসহ মোট ২২টি গেমকে যুক্ত করা হয় এবং যার মোট প্রাইজপুল ছিল ৬০০ কোটি টাকা।

ইস্পোর্টস এর বহুল পরিচিত একটা নাম হচ্ছে Paraboy যিনি একজন পাবজি ইস্পোর্টস প্লেয়ার এবং যার নেট ওর্থ প্রায় ১২ কোটি টাকা !!

সুতরাং,বুঝতেই পারছেন ইস্পোর্টস খেলে কীরকম টাকা আয় করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন Dr Younus স্যার যিনি কিনা ইস্পোর্টস সম্পর্কে ইতিবাচক ধারণা বহন করেন এবং Global Esports Federation এর সঙ্গে তিনি বর্তমানে পার্টনারশিপ এ রয়েছেন।

সুতরাং অনেক গেমারই আশা করছেন যে খুবই তাড়াতাড়ি গেম দুইটি আনব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা গেমিং কমিউনিটি সকলে মিলে একই সাথে হাইপ তুলতে সক্ষম হই।

ইতিমধ্যে,বাংলাদেশের সবচেয়ে সফল ইস্পোর্টস দল A1 Esports।তারাও তাদের ফেসবুক পেইজে গেম আনব্যান সম্পর্কে উৎসাহ দিয়ে একটি পোস্ট করেন।সুতরাং আমাদের সকলের উচিত একই সাথে এই পরিকল্পনায় যোগ দেওয়া এবং অতিদ্রুত গেম দুইটিকে আনব্যান করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেন আমাদের এই দাবি উপর মহল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়।অর্থাৎ আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে ফ্রিফায়ার এবং পাবজি সম্পর্কে আমরা ইতিবাচক ফলাফল দেখতে পারব।

ধন্যবাদ 🫶

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon Gang Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share