E T C SHOW

E T C SHOW দৈনন্দিন জীবনে চলার পথে নানান ধরণের শিক্ষামুলক ঘটনার সাক্ষী হতে হয়, সেসব ঘটনার একটা লিস্ট রাখার জন্য।

21/10/2024

How are you all?

21/02/2024

বাংলা ভাষার মাসে বাঙালদের বেখেয়ালি কর্মকান্ড মনকে ব্যাপকভাবে পীড়া দেয়।
বুদ্ধির বোধোদয় এর প্রত্যাশায় প্রহর গুনি

জীবনের এমন সুন্দর যুগসন্ধিক্ষণে আছি যেখানে নিজের জীবনের কুয়াশা দেখে নিজেই বিহ্বলতায় নিমজ্জিতপ্রায়। হাবু-ডুবু খাই এক ফোটা...
20/05/2023

জীবনের এমন সুন্দর যুগসন্ধিক্ষণে আছি যেখানে নিজের জীবনের কুয়াশা দেখে নিজেই বিহ্বলতায় নিমজ্জিতপ্রায়। হাবু-ডুবু খাই এক ফোটা সুখের অক্সিজেন এর আশায়। মাথাটা টা কোন রকমে শ্যাওলার আড়ালে রেখে বেঁচে আছি কায়দা করে, কোনো রকমে।

কারো কোনো কথার প্রতিপাদ করার শক্তি পাই নাহ, কেউ ভুল বুঝলে তাকে শুধরাতে যায় নাহ, কারো কথায় আঘাত পেলে প্রকাশ করি নাহ। মাথার ওপরে বেকরত্বের তকমা লাগিয়ে নির্বিকার দাঁড়িয়ে আছি শকুন শালিকের ঠুকরে খাওয়া দানার রসদ নিয়ে। খুবলে খাচ্ছে সমাজ নামের প্রীতম প্রবীণ মানুষেরা, যেন আমি জড় বাস্তু, ঠুকরে খাওয়া কোনো পাখির খাবার মাত্র।

আমি এখন এমন বাস্তু, যেন আমার সারা জীবনের রাত জাগার কোনো মুল্য নাই। আমার এডাম স্মিথের অর্থনীতির জ্ঞান, আমার প্লেটোর রাজনৈতিক পজ্ঞা আজ মুখ থুবড়ে পড়ে আছে কোনো আস্তাকুঁড়ে।

লেখার অনেক কিছু অপূর্ণ অবাস্তব স্বপ্নের সমাহারের কাছে সীমাবদ্ধ। মনের উর্বর জমিনে মরুভূমির মতো হাহাকার করা পাপে গুরুদন্ড হচ্ছে অহর্নিশ, ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের খেলায় মহাজগৎ মত্ত।

কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আজ, নিজের থেকে নিজে পালিয়ে বেড়াতে বেড়াতে আমি আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। সেই ভগ্নহৃদয় দেহে পাড়ি দিতে হবে অথৈ সমুদ্র সফেদ।

#সোনালী_সুর্যোদয়ের_প্রতীক্ষায়

#বেকারত্ব


Going through  , one the most life related creation ever made. In the age of increasingly growing bustling, this book ca...
16/05/2023

Going through , one the most life related creation ever made. In the age of increasingly growing bustling, this book can be a pioneer to stimulate us with proper guidance to way forward to success through deep concentration.

Life is truly too Short to argue over which is out of reach rather should be contented with whatever we are bestowed wit...
06/05/2023

Life is truly too Short to argue over which is out of reach rather should be contented with whatever we are bestowed with by fortune. It would be dreadfully foolish, if we urge moon to have within our fist instead of calmly enjoying the serene beauty of her light by ignoring the sweet fragrance of Jasmine or roses.

05/05/2023

There is no denying the fact that, people, all over the world, are restricting themselves not to read that countless amount of books as was read before. Because, the increasingly growing rat race of life has dreadfully taken away the time and energy needed to read different genres of books. To cite an example, some days ago, there was a photo of several people waiting for scheduled train holding a newspaper of each single person, got viral. Simultaneously, there was a another image got that much attention of the same railway station, but this time people were there holding a smartphone instead. As a result, much less psychological development is noticed within juvenile, moreover, they are tend to loose ethics, norms, and values owing to wasting an awful amount of time for entertainment.

প্রশান্তির খোঁজ যারা করছেন ইট-পাথরের চার দেয়ালের মাঝে, তাদের জন্য এক আকাশ অনুশোচনা। মনে মগজে চিন্তার খোরাক জোগায় এমন একট...
04/05/2023

প্রশান্তির খোঁজ যারা করছেন ইট-পাথরের চার দেয়ালের মাঝে, তাদের জন্য এক আকাশ অনুশোচনা।

মনে মগজে চিন্তার খোরাক জোগায় এমন একটা বই নিন, ভোরের আলো ফোটার কালে কিংবা গোধুলির শুরুতে মৃদু বাতাসে, বটের ছায়ে দু'পা মেলে বসে চোখ বুলান সাদা সাদা কাগজের ওপরে, কালো কালির আবরণে তুলে ধরা খাজানায়💞

পান করুন অমিয় ধারা- বদলে ফেলুন নিজকে, নিজের চিন্তার মধ্যে চরম পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন।

রবি বাবু যথার্থ বলেছেন, বইয়ের মধ্যে জীবিত- মৃত, রাজা-প্রজা, ব্রাহ্মণ-শূদ্র এক পাতার মধ্যে শান্ত ভাবে বসবাস করছে যুগের পর যুগ। তারা বিদ্রোহ করে না, হিংসা অহমিকার ধার ধারে না। তাদের থেকে শিক্ষা নিতে হবে আমাদের।

এমন বইয়ে ভরা ভ্রাম্যমান লাইব্রেরি নিয়ে ছুটে চলবার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছি, হয়তো দি আলকেমিস্ট এর রাখালের মতো, তবে গুপ্তধন এর সন্ধানে নয় নয় গুপ্তধন নিয়েই চলতে চাই। হাজার খানা বই পড়ে হাজার খানেক বছর বাঁচতে চাই।

কৃষকদের জন্য সতর্কবার্তা: বর্তমানে ফসল কর্তনের মৌসুম চলায় যে কোন প্রকার ঝড় বৃষ্টি কৃষকদের বড়সড় ক্ষতির কারণ হতে পারে।...
26/04/2023

কৃষকদের জন্য সতর্কবার্তা: বর্তমানে ফসল কর্তনের মৌসুম চলায় যে কোন প্রকার ঝড় বৃষ্টি কৃষকদের বড়সড় ক্ষতির কারণ হতে পারে। তাই ২৯/৩০ তারিখ পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা কম থাকায় pএ সময়ের ভিতরেই সকলে উত্তলনযোগ্য ফসল কর্তন ও সংগ্রহ সম্পন্ন করলে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ও পূর্বাঞ্চলে যত দ্রুত সম্ভব ফসল কর্তন সম্পন্ন করাই উত্তম। ২৯ তারিখের পরবর্তী সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চলসহ দেশের অন্যত্রও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ঝুঁকি না নিয়ে ২৯/৩০ তারিখের মধ্যে ফসল সংগ্রহ সম্পন্ন করলে তা সুবিধাজনক হবে।

তবে যাদের ফসল এ সময়ে কর্তনযোগ্য হবে না তারা ঝুঁকি নিয়েই পরিপক্ক হওয়ার পর ফসল কর্তন করুন (উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চল ব্যতীত)। যেহেতু এখনো বড় কোন বৃষ্টি বলয়ের সন্ধান পাওয়া যায়নি তাই দেশের বেশিরভাগ স্থানেই ক্ষয়ক্ষতি হওয়ার মতো বৃষ্টিপাত থাকবে না ইনশাআল্লাহ। তাই অপরিপক্ক ফসল কেটে উক্ত অঞ্চল সমূহের কৃষকেরা ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বিরত থাকুন।

নোটঃ আগামী ৫ তারিখ থেকে তাপ প্রবাহ "অগ্নি" শুরু হতে পারে। এবং তখন ঝড় বৃষ্টির সম্ভাবনাও কমে যেতে পারে। তাই ৫ তারিখের পর ফসল সংগ্রহের আদর্শ সময় হতে পারে!

#কৃষক
#ধান
#আবহাওয়া
#পূর্বাভাস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when E T C SHOW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E T C SHOW:

Share