Biz Online 24

Biz Online 24 ব্যবসায়ীক খববের বিশ্বস্ত সঙ্গী
(1)

ঢাকা ওয়াসায় বড় নিয়োগ!বিস্তারিত কমেন্ট বক্সে....
24/09/2025

ঢাকা ওয়াসায় বড় নিয়োগ!

বিস্তারিত কমেন্ট বক্সে....

মালয়েশিয়ায় রপ্তানিতে বাধা হচ্ছে শুল্ক!বিস্তারিত কমেন্ট বক্সে....
23/09/2025

মালয়েশিয়ায় রপ্তানিতে বাধা হচ্ছে শুল্ক!

বিস্তারিত কমেন্ট বক্সে....

জাহাজ আমদানিতে ভ্যাট অব্যাহতি!সমুদ্রগামী বড় জাহাজ আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না। ২০২৬ সাল...
22/09/2025

জাহাজ আমদানিতে ভ্যাট অব্যাহতি!

সমুদ্রগামী বড় জাহাজ আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই অব্যাহতি–সুবিধা থাকবে। এই ভ্যাট অব্যাহতিতে আমদানিকারককে ৭টি শর্ত পূরণ করতে হবে। ৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার বেশি জাহাজ আমদানি করতে হবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে সই করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে ৭টি শর্ত হলো—
১. বাংলাদেশের পতাকাবাহী জাহাজ হিসেবে নিবন্ধন করতে হবে এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের যেসব আন্তর্জাতিক কনভেনশন বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত হয়েছে, সেসব আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে।

২. আমদানি করা জাহাজ ২৫ বছরের বেশি পুরোনো হতে পারবে না।

৩. আমদানি করা জাহাজ কমপক্ষে ৩ বছর বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ হিসেবে পণ্য পরিবহনে ব্যবহার করতে হবে। এর আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। তবে ব্যবসায়িক মন্দা বা এমন উদ্ভূত পরিস্থিতিতে ৩ বছরের আগে বিক্রির করার প্রয়োজনীয়তা দেখা দিলে কিংবা দৈব-দুর্বিপাক, দুর্ঘটনা বা অন্য যেকোনো কারণে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দিলে আমদানিকালে প্রযোজ্য ভ্যাট শোধ করবে—এমন অঙ্গীকারনামা দিতে হবে।

৪. আমদানি করা জাহাজের যাবতীয় আয় এবং জাহাজ পরিচালনাসংক্রান্ত যাবতীয় ব্যয় বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংক রক্ষিত ফরেন কারেন্সি (এফসি) হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রতি এক বছর অন্তর বৈদেশিক মুদ্রা অর্জনের সপক্ষে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট (পিআরসি) বা প্রত্যয়নপত্র স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হবে।

৫. অয়েল ট্যাংকার আমদানির ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সামুদ্রিক দূষণ রোধকল্পে যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে।

৬. জাহাজে কর্মরত সব পর্যায়ের জনবলের কমপক্ষে ৭০ শতাংশ বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের প্রাধান্য দিতে হবে।

৭. যাবতীয় শর্ত পালন করা হবে—এই মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। পাশাপাশি আমদানি করা জাহাজের ধারণক্ষমতা, তৈরির দেশ ও সাল উল্লেখ করে আমদানিকারককে এনবিআরে আবেদন করতে হবে এবং তা গৃহীত হতে হবে।

এলসি খোলার ক্ষেত্রে থাকছে না আর নগদ মার্জিন!বিস্তারিত কমেন্ট বক্সে....
20/09/2025

এলসি খোলার ক্ষেত্রে থাকছে না আর নগদ মার্জিন!

বিস্তারিত কমেন্ট বক্সে....

শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার !বিস্তারিত কমেন্ট বক্সে....
15/09/2025

শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার !

বিস্তারিত কমেন্ট বক্সে....

ডিরেকশন টেকনোলজি লিমিটেড কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশে! বিস্তারিত কমেন্ট বক্সে....
13/09/2025

ডিরেকশন টেকনোলজি লিমিটেড কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশে!

বিস্তারিত কমেন্ট বক্সে....

ডিসেম্বরের মধ্যে দুই ভাগ হবে এনবিআরের কার্যক্রম!বিস্তারিত কমেন্ট বক্সে...
12/09/2025

ডিসেম্বরের মধ্যে দুই ভাগ হবে এনবিআরের কার্যক্রম!

বিস্তারিত কমেন্ট বক্সে...

৭ মাসে বেড়েছে ২২% পোশাক রপ্তানি!বিস্তারিত কমেন্ট বক্সে.....
12/09/2025

৭ মাসে বেড়েছে ২২% পোশাক রপ্তানি!

বিস্তারিত কমেন্ট বক্সে.....

বন্ডের কাঁচামাল খালাসে সহনশীল হওয়ার নির্দেশ এনবিআর এর!বিস্তারিত কমেন্ট বক্সে...
11/09/2025

বন্ডের কাঁচামাল খালাসে সহনশীল হওয়ার নির্দেশ এনবিআর এর!

বিস্তারিত কমেন্ট বক্সে...

অসামরিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী!\বিস্তারিত কমেন্ট বক্সে....
08/09/2025

অসামরিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী!\

বিস্তারিত কমেন্ট বক্সে....

ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালেই শুল্ক–কর ছাড়!বিস্তারিত কমেন্ট বক্সে....
06/09/2025

ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালেই শুল্ক–কর ছাড়!

বিস্তারিত কমেন্ট বক্সে....

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ!বিস্তারিত কমেন্ট বক্সে......
06/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ!

বিস্তারিত কমেন্ট বক্সে......

Address

House 06, Bhuyan Mansion, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Biz Online 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share