Fylance

Fylance Fylance operating in both Bangladesh and the USA, stands as a distinguished software development company.
(301)

For more than 9 years, we've been crafting advanced software solutions.

23/09/2025

আমরা দিচ্ছি একদম ফুল সিস্টেম সেটআপ, প্রিমিয়াম ফিচার সহ ইকমার্স ওয়েবসাইট।
ফেসবুক ইনবক্স ঝামেলা ছাড়াই ব্যবসা করুন।
এখনই ইনবক্স করুন, এবং চেঞ্জটা ফিল করুন।

𝗢𝘂𝗿 𝗩𝗶𝘀𝗶𝗼𝗻, 𝗠𝗶𝘀𝘀𝗶𝗼𝗻, 𝗩𝗮𝗹𝘂𝗲𝘀, 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝗺𝗲𝗻𝘁👇📍প্রযুক্তিকে জীবনের প্রতিটি ধাপে সহজলভ্য করা।আমরা এমন এক ভবিষ্যৎ গড়তে চাই, যেখান...
23/09/2025

𝗢𝘂𝗿 𝗩𝗶𝘀𝗶𝗼𝗻, 𝗠𝗶𝘀𝘀𝗶𝗼𝗻, 𝗩𝗮𝗹𝘂𝗲𝘀, 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝗺𝗲𝗻𝘁👇

📍প্রযুক্তিকে জীবনের প্রতিটি ধাপে সহজলভ্য করা।
আমরা এমন এক ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে প্রযুক্তি মানুষকে আরও কাছাকাছি আনে। উদ্ভাবনের মাধ্যমে সবার জন্য উজ্জ্বল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণই আমাদের লক্ষ্য।

𝗢𝘂𝗿 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀
আমরা বিস্তৃত প্রযুক্তি ও ডিজিটাল সল্যুশন অফার করি, যার মধ্যে রয়েছে:
𝑻𝒆𝒄𝒉 𝑻𝒂𝒍𝒆𝒏𝒕
𝑾𝒆𝒃 𝑫𝒆𝒔𝒊𝒈𝒏 & 𝑫𝒆𝒗𝒆𝒍𝒐𝒑𝒎𝒆𝒏𝒕
𝑩𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝑪𝒐𝒏𝒕𝒊𝒏𝒖𝒊𝒕𝒚 & 𝑹𝒆𝒄𝒐𝒗𝒆𝒓𝒚
𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆𝒔 𝑻𝒆𝒄𝒉𝒏𝒊𝒄𝒂𝒍
𝑺𝑬𝑶 𝒂𝒏𝒅 𝑻𝒓𝒐𝒖𝒃𝒍𝒆𝒔𝒉𝒐𝒐𝒕𝒊𝒏𝒈
𝑪𝒐𝒏𝒕𝒆𝒏𝒕 𝑴𝒂𝒓𝒌𝒆𝒕𝒊𝒏𝒈 𝒂𝒏𝒅 𝑺𝒕𝒓𝒂𝒕𝒆𝒈𝒚
𝑷𝒓𝒐𝒅𝒖𝒄𝒕 𝑬𝒏𝒈𝒊𝒏𝒆𝒆𝒓𝒊𝒏𝒈
𝑪𝒚𝒃𝒆𝒓𝒔𝒆𝒄𝒖𝒓𝒊𝒕𝒚 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆𝒔
𝑴𝒂𝒏𝒂𝒈𝒆𝒅 𝑯𝒐𝒔𝒕𝒊𝒏𝒈 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆𝒔
𝑾𝒆𝒃 𝑨𝒄𝒄𝒆𝒔𝒔𝒊𝒃𝒊𝒍𝒊𝒕𝒚
𝑴𝒐𝒃𝒊𝒍𝒆 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏𝒔
𝑨𝑰 𝑪𝒐𝒏𝒔𝒖𝒍𝒕𝒂𝒕𝒊𝒐𝒏
𝑷𝒂𝒈𝒆 𝑺𝒑𝒆𝒆𝒅 𝑶𝒑𝒕𝒊𝒎𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏
𝑩𝒓𝒂𝒏𝒅 𝑰𝒅𝒆𝒏𝒕𝒊𝒕𝒚 & 𝑮𝒓𝒂𝒑𝒉𝒊𝒄 𝑫𝒆𝒔𝒊𝒈𝒏

✨ আসুন একসাথে ভবিষ্যৎ গড়ি— 𝐆𝐞𝐭 𝐒𝐭𝐚𝐫𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐲𝐥𝐚𝐧𝐜𝐞 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬!

22/09/2025

One man army🚫⛔

দিনরাত hard work করছেন… তবুও business grow করছে না? কখনো ভেবেছেন problemটা আসলে কোথায়?
Most entrepreneurs একটা common mistake করে everything নিজেরাই handle করে one man army হতে চায়। কিন্তু truth হলো, সবকিছু একা করলে growth আসে না। কাজ overload হয়, energy নষ্ট হয়, কিন্তু result আসে কম।

Smart move হলো delegate করা। একটা ছোট team build করুন, যাদের দিয়ে ছোটখাটো কাজগুলো share করবেন। আপনার time ফ্রি হবে, আর আপনি focus করতে পারবেন আসল জিনিসে strategy আর marketing-এ। তখনই business scale করতে শুরু করবে।

22/09/2025

New customers আনতে আপনি হয়তো অনেক টাকা spend করছেন… but wait, পুরনো কাস্টমাররা কি আপনার সাথে আছে?
Most entrepreneurs এই ভুলটাই করে.. তারা শুধু নতুন clients আনার পেছনে invest করে। অথচ retention ছাড়া growth long-term হয় না। কারণ নতুন কাস্টমার আনা সবসময়ই বেশি costly, পুরনোকে ধরে রাখা অনেক easier।

তাই Simple strategy follow করুন…loyalty build করুন। ছোট একটা discount, personalized message বা একটা special offer দিলেই তারা বারবার আসবে। Remember customer retention is the real profit game.

Q&A ল্যান্ডিং পেজ নিয়ে কিছু প্রশ্নের উওর 👇🔹 ল্যান্ডিং পেজ কি?ল্যান্ডিং পেজ হলো এমন একটি ওয়েবপেজ যেখানে কেউ বিজ্ঞাপন, সোশ...
22/09/2025

Q&A ল্যান্ডিং পেজ নিয়ে কিছু প্রশ্নের উওর 👇

🔹 ল্যান্ডিং পেজ কি?
ল্যান্ডিং পেজ হলো এমন একটি ওয়েবপেজ যেখানে কেউ বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া পোস্ট বা লিঙ্কে ক্লিক করলে সরাসরি পৌঁছায়।
👉 এর মূল কাজ একটাই – ভিজিটরকে অ্যাকশনে আনা (অর্ডার, বুকিং বা সাইন-আপ)।

🔹 ল্যান্ডিং পেজ কোথায় ব্যবহার করা হয়?
✔ ফেসবুক/গুগল অ্যাডে
✔ প্রোডাক্ট সেলস
✔ অ্যাপয়েন্টমেন্ট/বুকিং
✔ লিড সংগ্রহে
✔ ইভেন্ট/ক্যাম্পেইন

🔹 ল্যান্ডিং পেজ কেন প্রয়োজন?
➡ ভিজিটরকে ঘোরাঘুরি না করিয়ে সরাসরি অফার দেখায়।
➡ বিজ্ঞাপন ক্যাম্পেইন থেকে টার্গেট কাস্টমার ধরতে সহায়তা করে।
➡ ব্যবসার সেলস, লিড ও কনভার্সন কয়েকগুণ বাড়ায়।

🔹 ল্যান্ডিং পেজের সুবিধা
👉 কনভার্সন রেট কয়েকগুণ বাড়ায়।
👉 ব্যবসাকে দেখায় আরও প্রফেশনাল।
👉 টার্গেটেড মার্কেটিংয়ে সহায়তা করে।
👉 বিজ্ঞাপনের খরচ থেকে সর্বোচ্চ রিটার্ন দেয়।

ল্যান্ডিং পেজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান 👇

Portfolio ছাড়া ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারছে না❓Suppos, আপনার ক্লায়েন্ট আপনার কাছে আপনার প্রিভিয়াস কাজের ডিটেইলস চ...
21/09/2025

Portfolio ছাড়া ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারছে না❓

Suppos, আপনার ক্লায়েন্ট আপনার কাছে আপনার প্রিভিয়াস কাজের ডিটেইলস চাচ্ছে। এক কথায় বললে পোর্টফলিও।

তখন মাথায় প্রথমেই প্রশ্ন আসে – “আচ্ছা, পোর্টফলিও কোথায় পাবো?” ফেসবুক ইনবক্সে লিঙ্ক পাঠানো যায়, আবার আলাদা আলাদা ফাইল পাঠানো যায়, কিন্তু এগুলো কতটা প্রফেশনাল লাগে? 🤔
এখানেই আসে পোর্টফলিও ওয়েবসাইটের ম্যাজিক✨

👉 একটি ভালো পোর্টফলিও ক্লায়েন্টকে দেখায় আপনি কী করতে পারেন। এটি বিশ্বাস তৈরি করে, শুধুমাত্র কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। এক লিঙ্কে সব কাজ সাজিয়ে রাখলে সময় বাঁচে আর প্রফেশনাল ইমেজও বাড়ে।

একটা ওয়েবসাইট থাকলে—
✅ সব কাজ এক জায়গায় সুন্দরভাবে সাজানো থাকবে
✅ ক্লায়েন্ট শুধু লিঙ্কে ক্লিক করেই তোমার প্রফেশনাল লুক পাবে
✅ প্রেজেন্টেশন হবে একেবারে ব্র্যান্ডেড স্টাইলে
✅ তোমার স্কিল ও প্রজেক্টগুলো সাজানো থাকায় ক্লায়েন্টের ট্রাস্ট বাড়বে
✅ আর তুমি সহজেই প্রতিবার “Look at my work” বলতে পারবে শুধু একটি লিঙ্ক দিয়েই 🚀

তাহলে, ক্লায়েন্টের বিশ্বাস আর সেলস— দুইটাই সহজে ধরতে চাইলে, আজই নিজের পোর্টফলিও ওয়েবসাইট বানাও। 🌐

21/09/2025

ভাবুন তো, শপে গেলেন কিন্তু সেলসম্যানের BP লো—কথাই বলতে পারছে না!😒
ওয়েবসাইট স্লো হলে আপনার অনলাইন ব্যবসার অবস্থা হবে একদম এমনই… সেল? গায়েব!🥱

20/09/2025

বিজনেস অটোমেশনে যা যা পাবেনঃ
– অটোমেটেড অর্ডার
– bKash/Nagad/Card পেমেন্ট
– অর্ডার হিস্টোরি + কাস্টমার রিপোর্ট
– মোবাইল রেসপন্সিভ ও ইউনিক ডিজাইন

✨  ʙᴇʜɪɴᴅ ᴛʜᴇ ꜱᴄᴇɴᴇ: ক্ষুদ্র থেকে কিভাবে শুরু! আমাদের এক ক্লায়েন্ট সে একদিন একটা পেজ খুললো। অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুর...
20/09/2025

✨ ʙᴇʜɪɴᴅ ᴛʜᴇ ꜱᴄᴇɴᴇ: ক্ষুদ্র থেকে কিভাবে শুরু!

আমাদের এক ক্লায়েন্ট সে একদিন একটা পেজ খুললো। অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করলো মার্কেটিং। প্রথমে স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু মাস ছয়েক পার হয়ে গেলেও প্রোগ্রেস হলো মাত্র ২০%। তখনই তার মনে হলো—“এভাবে চললে কি এগোনো যাবে? অবশ্যই না!”

রাত জেগে চিন্তা করতে লাগলো—“কি করলে আমার ব্যবসা এগোবে? শুধু একটা পেজ খুলেই কি সফল হওয়া যায়?”

👉 এবার আমরা বলি শোনেন—শুধু একটা পেজ খুলেই ব্যবসা শুরু করলে হয় না, এটাকে আসলে ব্যবসা বলাও যায় না। প্রয়োজন সঠিক কৌশল, পরিকল্পনা আর স্মার্ট সিস্টেম।

📍 ধরুন আপনার কেকের বিজনেস। আজ আপনি মাত্র একটি কেক ডেলিভারি করলেন। সেই কাস্টমার বললো, “কালকে আবার একটা কেক চাই।” আপনি যদি কাজগুলো গুছিয়ে না রাখেন, তাহলে কাল সকালে হিমশিম খেয়ে যাবেন। হুট করেই যদি আরেকটা ইমার্জেন্সি অর্ডার আসে? তখন কী করবেন?

কিন্তু যদি আপনার পরিকল্পনা আগে থেকেই সাজানো থাকে, তাহলে কালকের অর্ডারও সহজে ডেলিভারি হবে, নতুন অর্ডার নিয়েও কোনো চাপ থাকবে না।
এইজন্যই বলি—সবসময় পরিকল্পনা আর সঠিক সিস্টেম প্রয়োজন।

আপনি চাইলে আজকের ছোট পরিসরের ব্যবসাকে আগামীকাল অনেক বড় করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা আপনাকে দিচ্ছি—

🔹প্রফেশনাল ওয়েবসাইট
🔹সফটওয়্যার সার্ভিসেস
🔹 মোবাইল অ্যাপ
🔹ডোমেইন ও হোস্টিং
🔹 ল্যান্ডিং পেজ ইত্যাদি।

🚀 এবার আপনার ব্যবসাকে শুধু শুরু নয়, সফল করার যাত্রা শুরু করুন আমাদের সাথে।

20/09/2025

ওয়েবসাইট থাকলেই সেলস আসে না, Premium Experience না থাকলে কাস্টমারই আসবে না।
সস্তা থিম, সাধারণ ডিজাইন আর একটা Checkout ফর্ম দিয়ে যদি ভেবে থাকেন সেলস আসবে –
তাহলে আপনার সময়, টাকা আর কাস্টমার– তিনটাই নষ্ট করছেন!
আজকের কাস্টমার Premium Experience চায়

Right Animation,
স্মার্ট প্রোডাক্ট সাজেশন,
সোজা অর্ডার প্রসেসিং

আমরা দিচ্ছি এমন ওয়েবসাইট যেটা কাস্টমার ল্যান্ড করেই Feel করে I want to buy
Fake Order নিয়েও চিন্তা নাই
আমাদের Advance Fake Order Management Process একদম ফিল্টার করে দেবে।
সাথে আরও পাচ্ছেন –
✅ স্মার্ট ডিজাইন + সহজ অর্ডার প্রসেস
✅ ফেক অর্ডার ফিল্টার + OTP ভেরিফিকেশন
✅ কুরিয়ার ইন্টিগ্রেশন + ইনভয়েস অটো জেনারেট
✅ স্টক & প্রফিট ম্যানেজমেন্ট সিস্টেম
✅ SEO + Pixel + Analytics Ready
✅ ফ্রি ট্রেইনিং + লাইফটাইম টেক সাপোর্ট
চাইলে পাবেন Mobile App Development এর সুবিধা
থাকবে Monthly Maintenance System
আর সব কিছু থাকবে আপনার কাস্টম চাহিদা অনুযায়ী কাস্টমাইজড!
More than 300+ businesses আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিয়ে ইতিমধ্যে তাদের ব্যবসা স্কেল করেছে।
তাহলে আপনি কেন এখনও অপেক্ষা করছেন?

19/09/2025

১০০টা মেসেজের রিপ্লাই না দিয়ে ১টা ল্যান্ডিং পেইজ বানান!

F-commerce মানেই ২৪ ঘন্টা ইনবক্সে বসে থাকা?
নাহ! এখন সময় ল্যান্ডিং পেইজে শিফট করার।

19/09/2025

আজকের কাস্টমার Premium Experience চায়

Right Animation,
স্মার্ট প্রোডাক্ট সাজেশন,
সোজা অর্ডার প্রসেসিং

আমরা দিচ্ছি এমন ওয়েবসাইট যেটা কাস্টমার ল্যান্ড করেই Feel করে I want to buy !

Address

Bosila City Housing, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Fylance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share