Television 24 Hour

Television 24 Hour সত্য প্রতিষ্ঠিত হলে মিথ্যা অপসৃত হবে, ইনশাআল্লাহ্।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ৫ অক্টোবর রবিবার, সকাল ৯ টায় ...
05/10/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ অক্টোবর রবিবার, সকাল ৯ টায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।”

আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই--- মাওলানা রফিকুল ইসলাম খানবাংলাদেশ জামায়াতে ইসলামীর স...
03/10/2025

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
--- মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নেতানিয়াহু ইহুদি জাতিকে নিকৃষ্ট জাতি হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করেছে। তিনি বলেন, কোনো সভ্য জাতি খাদ্য ও চিকিৎসা সহায়তায় বাধা দিতে পারে না। ইসরায়েল গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতার করে শুধু মানবাধিকার লংঘনই করেনি নিজেদেরকে নিকৃষ্ট জাতি হিসেবেও উপস্থাপন করেছে।

গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (০৩রা অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক মানবাধিকার কর্মীদের স্বসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন জব্দকৃত জাহাজে মজুদ খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজাবাসীর মাঝে বিতরণের ব্যবস্থা করতে হবে।

রফিকুল ইসলাম খান বলেন, ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠেছে। মুসলিমরা জীবন ও রক্ত দিতে পারে তবে পরাজিত হয় না, হবে না। ফিলিস্তিন স্বাধীন হওয়া পর্যন্ত লড়াই চলবে উল্লেখ করে তিনি বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মানব সভ্যতার এক নিকৃষ্ট রাষ্ট্র প্রধান নেতানিয়াহু। আন্তর্জাতিক সকল আইন লংঘন করে গাজায় বেসামরিক নারী-শিশুকে হত্যা করে নেতানিয়াহু চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও ঘৃণার সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলেন, এই ন্যক্কারজনক ঘটনায় জাতিসংঘ কার্যকর ব্যবস্থা গ্রহন না করলে জামায়াতে ইসলামী গাজার অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক আদালত গ্রেফতার পরোয়ানা জারি করার পরও নেতানিয়াহু কীভাবে বিশ্বের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করে প্রশ্ন রেখে আব্দুল হালিম বলেন, যারা মানবতা আর গণতন্ত্রের কথা বলে তাদের আশ্রয়-প্রশয়েই নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দ এই গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন না করলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন, কামরুল আহসান হাসান, মাওলানা শরীফুল ইসলামসহ মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়কারী হাজার-হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মুসলিম রাষ্ট্রের তথাকথিত নেতৃবৃন্দের দালালির কারণে নেতানিয়াহু ফিলিস্তিনের ওপর অমানবিক নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। মুসলিম বিশ্ব যদি জেহাদ ঘোষণা করে তবে এক সাপ্তাহের মধ্যে ফিলিস্তিন স্বাধীন হবে, ইসরায়েলের ধ্বংস হবে। তিনি ওআইসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নয়তো মুসলিম রাষ্ট্র গুলো নিয়ে আলাদা জোট গঠন হবে। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি বিশ্ব দরবারে একজন গ্রহনযোগ্য ও বিশ্বাসযোগ্য মানুষ। আপনি বাংলাদেশের পক্ষ থেকে ৫৭টি মুসলিম দেশকে নিয়ে ফিলিস্তিন স্বাধীন করার উদ্যোগ গ্রহন করুন। আপনার নেতৃত্বে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন স্বাধীন হলে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে। বিশ্ববাসী চিরদিন আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাজার-হাজার তৌহিদী জনতা মিছিলে অংশগ্রহন করে গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানায়।

সতর্কতা! আমাদের শহিদুল আলমের একটি ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। অনেকের মতো আমরাও ভেবেছিলাম এটি সত্যি যে শহিদুল আলম ও গা*জা-...
03/10/2025

সতর্কতা! আমাদের শহিদুল আলমের একটি ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। অনেকের মতো আমরাও ভেবেছিলাম এটি সত্যি যে শহিদুল আলম ও গা*জা-নৌফ্লোটিলার (Global Sumud/Conscience/ Gaza-bound flotilla) কিছু জাহাজ গা*জা উপত্যকায় পোঁছাতে পেরেছে। কিন্তু Television 24 Hour একটি ছবি বিশ্লেষণ করে নীল শার্ট পরা ব্যাক্তিটির জাহাজে ও উপত্যকায় একই স্টাইলে দাঁড়ানো একই স্টাইলে মোবাইল ধরা এমনকি গলায় পড়া একই ছায়া প্রমাণ করে প্রথম ছবিটি কিছু অসাধু লোকের এডিটিং বা AI কারসাজি শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য আবার ই*য়াহুদী'দের ষড়যন্ত্রও হতে পারে। প্লিজ পোস্ট'টি ছড়িয়ে দিন যাতে আমাদের রাষ্ট্র শহিদুল আলমের বিষয়ে আন্তর্জাতিক ভাবে খোঁজ খবর নেয় এবং যদি আটক হয় লবিং এর মাধ্যমে আমাদের এই বীর'কে উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেয়।

#গাজা_আমরা_আছি_তোমার_পাশে #মজলুমের_পাশে #গাজা_উপত্যকা

ডাকসুর ভিপি সাদিক কায়েম ও শহীদ মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ এর সৌজন্য সাক্ষাৎ জুলাই শ'হী"দ পরিবারের পূর্ণবাসন, আহতদের যথাযথ চ...
01/10/2025

ডাকসুর ভিপি সাদিক কায়েম ও শহীদ মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ এর সৌজন্য সাক্ষাৎ

জুলাই শ'হী"দ পরিবারের পূর্ণবাসন, আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা, শ*হী"দদের স্বপ্ন বাস্তবায়ন, শ*হী"দ পরিবারের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি, এবং ভবিষ্যৎ প্রজন্মকে শ**হী*দদের আদর্শে গড়ে তোলা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ও কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

#ডাকসু_ভিপি #সাদিক_কায়েম
#মীর_স্নিগ্ধ #শহীদ_পরিবার
#শহীদদের_স্বপ্ন #শহীদের_আদর্শ
#আহতদের_চিকিৎসা #পূর্ণবাসন
#রাষ্ট্রীয়_মর্যাদা #সামাজিক_সম্মান
#জামায়াত #বাংলাদেশ #সংগ্রাম
#ভবিষ্যৎ_প্রজন্ম #দ্বীন_কায়েম
#শহীদদের_ত্যাগ #ইসলামী_আন্দোলন

আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman এর সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্য...
30/09/2025

আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman এর সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৯.০০টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।”

আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।









আমরা যখনই কোন ভালো কাজ করি তখনই  যারা আমাদেরকে শত্রু মনে করে তারা সমালোচনায় নেমে পড়ে। আমাদের কাজে খুত বের করার জন্য প্র...
30/09/2025

আমরা যখনই কোন ভালো কাজ করি তখনই যারা আমাদেরকে শত্রু মনে করে তারা সমালোচনায় নেমে পড়ে। আমাদের কাজে খুত বের করার জন্য প্রচুর সময় ব্যয় করে। এর পর যখন অন্য আর একটা ভালো কাজ করি তখন আগেরটা বাদ দিয়ে নতুনটার সমালোচনায় মুখর হয়ে উঠে।

এ জন্য আমরা একের পর এক ভালো কাজ করতেই থাকবো যাতে তারা নিজেদের ভুলে থেকে সারাক্ষণ আমাদের নিয়ে পড়ে থাকে। এতে তারা খুব দ্রুত মানুষের কাছে নিন্দুকের দলে পরিনত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

-নুরুল ইসলাম বুলবুল
আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।
(সংগ্রহীত পোস্ট)

#ভালোকাজ #সমালোচক #নিন্দুক #জনবিচ্ছিন্ন #সাহস
#প্রেরণা #ইতিবাচকতা #সত্যেরপথে #বাংলাদেশ #চিন্তারখোরাক #ভালোকাজ #সমালোচনা #নিন্দুক #অটলতা #সাহস
#প্রেরণা #ইতিবাচকতা #সততা #চিন্তারখোরাক
#সংগৃহীতপোস্ট #বাংলারবাস্তবতা #নুরুলইসলামবুলবুল

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত ডাকসু  প্যানেল।   #ঢাকা_বিশ্ববিদ্যালয়    #ছাত্রসমাজ                 ...
29/09/2025

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত ডাকসু প্যানেল।

#ঢাকা_বিশ্ববিদ্যালয় #ছাত্রসমাজ

জামায়াত আমীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক।
29/09/2025

জামায়াত আমীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক।















২৯ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বা...
29/09/2025

২৯ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের মান্যবর রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি এক সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। এই সাক্ষাতে দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিংও উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকের সময় তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তারা দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আওমীলীগ সরকারের আমলে মৃত ব্যক্তিরা ভোট দিতে পারতো, ইউনুস সরকার কবরবাসী'দের সেই অধিকার কেড়ে নিয়েছে। 😢
28/09/2025

আওমীলীগ সরকারের আমলে মৃত ব্যক্তিরা ভোট দিতে পারতো, ইউনুস সরকার কবরবাসী'দের সেই অধিকার কেড়ে নিয়েছে। 😢

আজ স্পেনিশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।❤️‍🔥
28/09/2025

আজ স্পেনিশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।❤️‍🔥

আওয়ামী স'ন্ত্র|সীদের হাত থেকে নিজেদের জাতীয় নেতা'কে প্রোটেক্ট করতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বুক চিতিয়ে দাঁড়ালেও অন্য...
23/09/2025

আওয়ামী স'ন্ত্র|সীদের হাত থেকে নিজেদের জাতীয় নেতা'কে প্রোটেক্ট করতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বুক চিতিয়ে দাঁড়ালেও অন্য দলকে নিজ নেতাদের জন্য দাঁড়াতে দেখা যায়নি এটিই আশ্চর্য বিষয়।

পরবর্তীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মির্জা ফখরুলসহ এনসিপি নেতাদেরকে গার্ড দিয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন।











Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Television 24 Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share