10/05/2025
শুধু পড়াশুনা করলেই একটা মানুষ যে ম্যানার্স শিখে না সেটা আমি যত বড় হয়েছি বাসা থেকে বাইরে গিয়েছি ততো উপলব্ধি করেছি !!!
আমার বাবা ছিলেন অসম্ভব স্ট্রিক্ট এবং সে অনেক উচ্চশিক্ষিত মানুষ ছিলেন ! আর আম্মু ছিলেন একদমই সাদাসিদে ঘরোয়া মানুষ
যাই হোক আসি মেইন কথায়
আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাদের ম্যানার্স শেখাত
যেমন মুখে হাত দিয়ে হাঁচি দেওয়া
ব্রাশ করতে করতে কারো সাথে কথা না বলা বা রুমে ঘুরে ঘুরে ব্রাশ না করা
ভিক্ষুক কে খালি হাতে ফিরিয়ে না দেওয়া বা তাদের বাইরে অপক্ষায় না রাখা
রাতের বেলায় জোড়ে কথা না বলা
এটো হাত দিয়ে কিছু না ধরা
শব্দ করে না খাওয়া
জোড়ে শব্দ করে না হাঁটা
ময়লা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করা
জানালা থেকে ময়লা ছুড়ে না ফেলা
কারো permission ছাড়। কারও জিনিস ব্যবহার না করা
রাতের বেলায় ভলিউম দিয়ে টিভি দেখলে আম্মু বার বার মানা করত যে মানুষ খারাপ বলে
আমাদের ভাই বোনের ভিতর অনেক বাজে অভ্যাস থাকলেও
আমরা এখনো এই জিনিস গুলো মেনটেন করার চেষ্টা করি
কিন্ত্ত আমার অবাক লাগে যখন আমি পরিবার থেকে দূরে আসছি দেখেছি মানুষ পড়াশুনা করে ম্যানার্স এর ম ও জানেনা।
আমি এটা খারাপ বলছি না বা দোষ দিচ্ছিনা বাট ভাই তুমি যদি শিক্ষিত দাবি কর নিজেকে তবে অবশ্যই তোমার ম্যানার্স জান জরুরী
যদি সভ্যতা ভদ্রতা নাই জানো কিভাবে কথা বলতে হয় কখন জোড়ে কথা বলতে হয় কখন আস্তে কথা তাহলে পড়াশুনা করে কী লাভ ? কি অর্জন করলা জীবনে ?
স্মার্টনেস মানুষের পোশাক আসকে হয় না হয় তার আচার আচরণ চলাফেরা দিয়ে হয় !
ছোটবেলায় আব্বু আম্মুর উপর বিরক্ত হলেও এখন অনেক
গর্ববোধ করি আমি এমন এমন মা বাবা পেয়েছি যারা আমাদের সভ্যতা ভদ্রতা শিখিয়েছেন !
জানি না আমরা কতটুকু মানতে পারি
বাট এটলিস্ট তারা শিখিয়েছেন এটাই অনেক !
আমি এত বছর পরিবার থেকে দূরে আছি বিশ্বাস করেন আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আমি এমন কোনো কাজ করেছি যেটা তে তাদের বিরক্ত হয়েছে বা আমার জন্য তাদের কোনো সমস্যা হয়েছে !
আর আপনার কারণে আশেপাশের মানুষ বিরক্ত হচ্ছে জেনেও আপনি যখন মনে করেন মানুষের বিরক্ত হলে আমার কি আমি আমার মতো করে যাব তখনই আপনি আপনার আসল শিক্ষার পরিচয়টা দেন !!! মানুষ হয়তো সামনা সামনি কিছু বলে না বাট পেছনে ঠিকই বলবে কী পরিমাণ ম্যানার্লেস মানুষ টা বাসা থেকে কিছুই শেখাইনি
😐