Nusrat Jahan Bindu

Nusrat  Jahan Bindu assalamulaikum. �
Welcome to My new page. plz follow/ like /share & support me.�

16/08/2025

'U' এর কথা 'V' এর কাছে আবার 'V' এর কথা 'W' এর কাছে বলে বেড়ানো মানুষগুলো দিনের শেষে সবার কাছে
'X' হয়েই থেকে যায়। 😁

14/08/2025

🌺কিছু লড়াই
দুনিয়ার সাথে
নিজের স্বপ্ন পূরণের জন্যেও লড়তে হয়।

14/08/2025

শুভ দুপুর সবাইকে 🌺🥰

14/08/2025

সহজ সরল ভালো মানুষ পেলে আদর করবেন।💕 কারণ এরাও বিলুপ্তির পথে।🙃

13/08/2025

❤️❤️
তোমার মাকে একজন দারুণ নানী হতে দেখা — এটা জীবনের সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটি।

এটা এক ধরনের পূর্ণচক্র মুহূর্ত, যেটার জন্য কেউ তোমাকে আগে থেকে প্রস্তুত করে না।
যে নারী তোমাকে বড় করেছেন, তোমার চোখের জল মুছে দিয়েছেন, তোমার জন্য লড়েছেন —
তিনি এখন এক নতুন ভূমিকায় হাজির, সেই একই ভালোবাসা আর যত্ন এখন তিনি ঢেলে দিচ্ছেন তোমার সন্তানদের উপর।

তুমি দেখো, তিনি কীভাবে হাসছেন ওদের ছোট ছোট হাসির কথায়,
কীভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরছেন যখন তারা কাঁদে,
আর কীভাবে সেই পুরোনো গল্পগুলো আবার শোনাচ্ছেন,
যেগুলো একদিন তোমাকেই শুনিয়েছিলেন।

আর হঠাৎ করেই তুমি তাঁকে নতুন চোখে দেখো।
শুধু মা হিসেবে না,
বরং একজন নিরাপদ আশ্রয়, ভালোবাসায় ভরা, স্থির ও স্থায়ী মানুষ হিসেবে —
তোমার সন্তানদের জন্যও।

এটা আবেগময়। এটা এক ধরনের নিরাময়।
আর এমন এক অভিজ্ঞতা, যেটা তোমাকে নতুন করে বুঝিয়ে দেয়,
তোমার সন্তানরা কতটা সৌভাগ্যবান — এমন একজন নানীকে পেয়ে।

এটা মনে করিয়ে দেয় —
ভালোবাসা কখনও ফুরায় না।
ওটা কেবল বাড়তেই থাকে।

13/08/2025

আসসালামু আলাইকুম।

বন্ধুরা সবাই কেমন আছেন???

সবাই কমেন্ট করে জানাবেন। 🥰🥰

11/08/2025

শুভ দুপুর

04/08/2025

যদি রাত পোহালে শোনা যেতোও...
শেখ হাসিনা পালায়নাই...🤣


03/08/2025

শুভ রাত্রী সবাইকে🥰

সুদর্শন  পুরুষ এডলফ আছে 🥱
03/08/2025

সুদর্শন পুরুষ এডলফ আছে 🥱

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Bindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share