31/05/2025
STS Nursing College
বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি
চলছে।
✅কোর্স ফি সমূহ
বিএসসি ইন নার্সিং(০৪ বছর)
কোর্স ফি-৩ লক্ষ টাকা।
✅কিভাবে নেয়া হবে?
ভর্তি ফি-২৮,০০০ টাকা
মাসিক কিস্তি-৪,০০০ টাকা
সেমিস্টার ফি-১০,০০০ টাকা (০৮ বার, ০৬ মাস পর পর দিতে হবে)
✅কিভাবে ভর্তি হবেন?
- BNMC কর্তৃক নার্সিং ভর্তি পরীক্ষায় অবশ্যই পাস মার্কস থাকতে হবে,কলেজ থেকে ৭০০ টাকা মূল্যে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে,আপনার জিপিএ এবং স্কোরের ভিত্তিতে আপনাকে নেয়া হবে।( জিপিএ এবং স্কোর ভালো থাকলে সরাসরি ভর্তি নেয়া হবে)
✅সুবিধাসমূহ:✅
০১. বাংলাদেশ সরকারের স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্থাস্থ্য ও ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত।
০২. বাংলাদেশের অন্যতম জনহিতৈষী ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল সংলগ্ন।
০৩. শান্তা হোল্ডিংস লিমিটেড কর্তৃক পরিচালিত।
০৪. আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে প্র্যাকটিস সুবিধা।
০৫. পূর্ণ নিরাপত্তাসহ ছাত্রীদের আবাসন সুবিধা।
৬. গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিমাসে ৪ হাজার টাকা করে উপবৃত্তি সুবিধা।
(যা ইতিমধ্যে কলেজের ৫০% শিক্ষার্থী পাচ্ছে)
০৭. স্বল্প ব্যয়ে উন্নতমানের খাবারের ব্যবস্থা।
০৮. কোর্স ফি পরিশোধের জন্য মাসিক কিস্তির সুবিধা।
০৯. মেধাবী শিক্ষাথীদের জন্য সরকার নির্দেশিত ৫% সংরক্ষিত কোটা।
১০. আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ শীতাতপ নিয়ান্ত্রিত শ্রেনীকক্ষ, ল্যাব ও লাইব্রেরী।
১১. বি.এস সি নার্সিং সম্পন্ন হওয়ার পর দেশে ও বিদেশে এম.এসসি নার্সিং এ অধ্যয়নের সুবিধা।
📍ক্যাম্পাস ঠিকানাঃ এসটিএস নার্সিং কলেজ, (নারী ও শিশু হাসপাতাল সংলগ্ন) সরকার মার্কেট( জামগড়া) আশুলিয়া, ঢাকা-১৩৪৯
*আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন। ধন্যবাদ।