রবিদা কহেন

রবিদা কহেন কথার ফাঁকে জীবনের জন্য, মনের জন্য একটু প্রয়োজনীয় উপাত্ত দিয়ে যেতে পারলেই আমি খুশি। আসুন ভালো থাকি!

Congratulations!The Bangladesh Team has secured their first-ever T20I series win on Sri Lanka.
16/07/2025

Congratulations!
The Bangladesh Team has secured their first-ever T20I series win on Sri Lanka.

11/07/2025

আমরা যদি মানুষ না হই, পশুও আমাদের দেখলে হাসবে

28/12/2024

অতঃপর আমি কহিতে চাই
এর চেয়ে সুন্দর আর কিছু নাই...

ছাত্ররা আন্দোলন করে সরকার পতন করেছে বলে দেশের সকল আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব তাদের না, মনে রাইখেন। দায়িত্ব গ্রহন করেছেন বা...
06/08/2024

ছাত্ররা আন্দোলন করে সরকার পতন করেছে বলে দেশের সকল আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব তাদের না, মনে রাইখেন। দায়িত্ব গ্রহন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। যদি শৃংখলা ব‍্যহত হয়, তার দায়ও তাদের। ভালো করলে কৃতিত্বও তাদের। শিক্ষার্থীরা যা করছে, সেটা বোনাস। তারপরও সাবেক সরকারের পক্ষের এবং বিরোধী পক্ষের রাজনৈতিক অংগসংগঠনের তথাকথিত নেতা-নেতৃরা সুযোগ পেলেই খোঁচা মেরে যে কথা বলেন, লজ্জা হয় না আপনাদের?
পারলে মানুষ হোন। নিজে গিয়ে কাজে যুক্ত হোন। না হলে লেজ গুটিয়ে বসে থাকুন। মুখস্ত কথা বলতে আসবেন না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই কমেন্ট করতে থাকেন “কারা যেন দেশ স্বাধীন করলো, তারা কোথায়” আরেকদল বলে “সব ভুয়া, গুজব”।
এদের কথা গায়ে লাগাবেন না। একদল নব‍্য ফ্রাস্টেটেড। আরেকদল ১৭ বছর ধরে ফ্রাস্টেটেড।

Avoid them and stay safe!

স্বয়ং বঙ্গবন্ধু এই সময়ে তরুন থাকলে কী করতেন? …আমার বুঝে আসে না সুধীজনরা কিভাবে এদেশে থাকে। এ দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল...
16/07/2024

স্বয়ং বঙ্গবন্ধু এই সময়ে তরুন থাকলে কী করতেন?

আমার বুঝে আসে না সুধীজনরা কিভাবে এদেশে থাকে। এ দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে রাজাকারেরা পড়েছে। এই বাংলাদেশের মাটিতে রাজাকারেরা হেঁটেছে, সেই মাটিতে কিভাবে তারা হাঁটেন! আমরা না হয় ভীরু, কাপুরুষ, মেরুদন্ডহীন, গরীব জনগন। তাঁদের তো সব আছে। কেন, ক‍্যামনে থাকেন আপনারা। হয় আপনারা ভন্ড। মনে এক, মুখে আরেক। না হয় আপনারাও রাজাকার, মীরজাফর, মুনাফেক। ভাষা আন্দোলন, স্বাধীনতার জন‍্য আন্দোলন, সৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন, যদি যৌক্তিক হয়, সর্বজন সীকৃত হয়, তাহলে সাধারণ মানুষের যেকোনো অধিকার আদায়ের আন্দোলনও ভালোভাবে করতে দেয়া ভদ্রতা। যদি না দেয়া হয়, তাহলে আমাদের জাতির ইতিহাসে যত আন্দোলন হয়েছে। যাদের বিরুদ্ধে হয়েছে। আমরা ঠিক সেই জায়গাতেই ফেরত এসেছি।
কি পার্থক‍্য আসলে?
শুধু বাংলা রাষ্ট্র ভাষা। কাগজে কলমে স্বাধীন দেশ।
মুখের ভাষা, কলমের ভাষা, সোশাল মিডিয়ার ভাষা, কারা কেড়ে নিতে চায়?
আমরা কিছু দেখি না! আমরা কিছু শুনি না! আমরা কিছু বুঝিও না।
স্বয়ং বঙ্গবন্ধু এই সময়ে তরুন থাকলে কী করতেন?
ভয় পেয়ে বেসরকারি চাকরি কিংবা ব‍্যবসা করতেন?
নাকি সাহস নিয়ে আন্দোলন করতেন, বন্দুকের সামনে বুক পেতে দিতেন! বলতেন “চালাও গুলি”।
আমার খুব জানতে ইচ্ছে করে!

টার্গেট টাঙ্গাইলের ২০০ পরিবারের রাতের ঘুম। ২০০ কম্বল। প্রতিটি কম্বলের দাম মাত্র ২৮০টাকা। ২৮০ টাকায় এই শীতের রাতে ১টি পরি...
11/01/2024

টার্গেট টাঙ্গাইলের ২০০ পরিবারের রাতের ঘুম। ২০০ কম্বল। প্রতিটি কম্বলের দাম মাত্র ২৮০টাকা। ২৮০ টাকায় এই শীতের রাতে ১টি পরিবারকে শীতের হাত থেকে বাঁচাতে পারেন।
আমার ফ্রেন্ডলিস্টে এমন অনেকেই আছেন, একাই ২০০ জনের দায়িত্ব নিতে পারেন। আমি একজনের উপর চাপিয়ে দিতে চাই না। আপনারা ইচ্ছেমতো ১টি ২টি ৪টি ১০টি কিংবা ১০০০ কিংবা ২০০০ টাকা করেও দিতে পারেন। সংখ্যা কোনো ইস্যু না।
১ টি করে দিলে মাত্র ২০০ জন বন্ধুর অংশগ্রহন দরকার।
২টি করে দিলে ১০০ জন। ৩ হাজারের অধিক ফেসবুক ফ্রেন্ড, ৫ হাজারের বেশি ফলোয়ার নিয়ে এই টার্গেট কোনো টার্গেটই না। এটা আমি বিশ্বাস করি। ১ দিন পরে হয়তো স্ট্যাটাস দিতে হবে, “টার্গেট ছিলো ২০০, সংগ্রহ হয়েছে ২০০০। মানবতার জয় হোক”। সেই অপেক্ষায় রইলাম। কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্সে জানাতে পারেন।

আমার পার্সোনাল বিকাশে (01737041434) ক্যাশআউট খরচসহ পাঠাতে পারেন। রেফারেন্সে লিখবেন Blanket।

কেউ ভাবতে পারেন বেশি কম্বলের ব্যবস্থা হলে কী করবো? এই ২০০ টার্গেট আমার গ্রামের জন্য। যতগুলো বেশি পাবো, সেগুলো অন্য এলাকায় বিতরণ করা হবে, হিসেব মতো।
আমি Universal Amity সংগঠনের একজন সদস্য। বছরব্যাপি আমরা নানা মানবিক কাজ করি। এ বছর ৪০ জেলায় প্রায় ৫ হাজার কম্বল বিতরণ হয়েছে। কার্যক্রম এখনো চলমান। তাই বেশি কম্বল পেলে যথাস্থানে দিতে পারবো। আমাদের যেকোনো মানবিক কাজে আপনিও অংশ নিতে পারেন।

08/10/2023

অনেকেই সাকিব তামিম ইস্যুতে দোষ দেন সাকিবকে। কেউ আবার দোষ দেন বোর্ড প্রধানকে। কেউ দেন কোচকে। কেউ আবার দোষ দেন সয়ং তামিমকে। আসলে দোষ কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের না। দোষ হলো আমাদের চিন্তার। দোষ আমাদের সাইকোলজি, থট প্রসেসের। সমস্যা আমাদের ইমোশনাল, পার্সোনাল এবং প্রফেশনাল কনফ্লিক্ট এ।
ভুলে গেলে চলবে না, আমরা সাকিব, তামিমদের চিনি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে। ক্রিকেটার হিসেবে। সাকিব-তামিম ইস্যুতে মূল ক্রিকেটকে যেন ভালবাসতে ভুলে না যাই।
বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা জানাতে কৃপণতা না করি। একটু চোখ কান খোলা রেখে দেখুন, তামিম, সাকিব, মাশরাফি, আশরাফুল, বিজয়, রুবেল, তাসকিন সবাই ক্রিকেটের ভালো চায়। শুভকামনা জানাচ্ছে। আমি আপনি কেন ক্রিকেটকে ভাগ করবো! চলুন এগিয়ে যাই।

19/09/2023

মনের মধ্যে কথা জেমিয়ে না রেখে যেমন কথা বলে দেয়া ভালো। ঠিক তেমনি সব কথা সবাইকে না বলাও ভালো। কখন, কাকে, কী, কতটুকু বলবেন, সেটা আপনাকেই বুঝে বলতে হবে। দিনশেষে আপনার চিন্তা, প্রাইভেসি, সম্মান, জীবন একান্তই আপনার ব্যক্তিগত।

We are all social animals. Forming connections with other human beings and sharing our life story is a second nature for most of us. We revel in the fact that we have other people in our lives to whom we can tell anything we want, share problems, seek solutions, expect support, and so on.

However, sometimes this second nature of ours needs to be controlled a bit. For one, not every person will have your best interest at heart. And second, some things are personal, and it is better if you can keep it that way.

20/08/2023

Assistive Touch is a magical tool for iPhone users.

17/08/2023

Purchase Date & Service Coverage check by Serial Number

16/08/2023

bulk image download tricks

15/08/2023

I present a comprehensive guide for iPhone users, showcasing 3 incredibly convenient methods to capture screenshots with ease. Elevate your iPhone skills and make the most out of your device. Watch now to become a screenshot pro!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রবিদা কহেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রবিদা কহেন:

Share