Think In Media

Think In Media Join us and stay informed, motivated & prepared for the future!

Welcome to THINK IN MEDIA– Your Trusted Guide to Academic Success!We specialize in providing up-to-date news, information & resources for admission tests, entrance exams, & academic pathways.

কুমিল্লার কৃতি সন্তান জনাব তারিক মাহমুদ রকি একজন ব্যাংকার পাশাপাশি একজন গণমাধ্যমকর্মী, এতকিছু কিভাবে ম্যানেজ করেন এই গল্...
19/09/2025

কুমিল্লার কৃতি সন্তান জনাব তারিক মাহমুদ রকি একজন ব্যাংকার পাশাপাশি একজন গণমাধ্যমকর্মী, এতকিছু কিভাবে ম্যানেজ করেন এই গল্প শুনবো একদিন। Think In Media য় একজন প্রশিক্ষক হিসেবে তিনি থাকবেন।

নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে শীঘ্রই
যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে
01600-300903
01343159687

সংবাদ উপস্থাপনা পেশায় আপনার সিভির সাথে ছবিটি যা সংযুক্ত করবেন তা অবশ্যই প্রফেশনাল হতে হবে। আর Think In Media য় সঠিক নির্...
15/09/2025

সংবাদ উপস্থাপনা পেশায় আপনার সিভির সাথে ছবিটি যা সংযুক্ত করবেন তা অবশ্যই প্রফেশনাল হতে হবে। আর Think In Media য় সঠিক নির্দেশনা দেওয়া হয় কিভাবে সিভি ও প্রফেশনাল ছবি তুলে তা সংযুক্ত
করতে হয়।

সংবাদ উপস্থাপনা পেশায় নিজেকে যুক্ত করতে চাইলে Think In Media র শর্ট কোর্স হতে পারে আপনার জন্য উপযোগী। নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে।
যোগাযোগ- ০১৩৪৩১৫৯৬৮৭
01600-300903








Think In Media কথা দিচ্ছে আপনাকে তৈরি করে দিবে। কোন মিথ্যা আশ্বাস নয় যে কোর্স করলেই চাকরি ইন্টার্নশিপের ব্যবস্থা করা দি...
08/09/2025

Think In Media কথা দিচ্ছে আপনাকে তৈরি করে দিবে।
কোন মিথ্যা আশ্বাস নয় যে কোর্স করলেই চাকরি ইন্টার্নশিপের ব্যবস্থা করা দিবো। বরং এইটুকু বলতে পারি কোর্স করার পর আপনার কাউকে প্রয়োজন হবে না, নিজেই যোগ্যতা দিয়ে সফল হতে পারবেন।
কে কে নিতে ইচ্ছুক এই চ্যালেঞ্জ ?

যোগাযোগ করুন
01600-300903
01343159687













শারমিন ইফফাত শামস দীর্ঘপথ পাড়ি দিয়েছেন সাংবাদিকতা পেশায়, নিজে একজন উদ্যোক্তা পাশাপাশি সময় পেলেই ঘুরে বেড়ায় দেশ বিদেশ। নি...
04/09/2025

শারমিন ইফফাত শামস দীর্ঘপথ পাড়ি দিয়েছেন সাংবাদিকতা পেশায়, নিজে একজন উদ্যোক্তা পাশাপাশি সময় পেলেই ঘুরে বেড়ায় দেশ বিদেশ। নিজের সময়কে একটি চমৎকার ছকে বেঁধে নিয়েছেন।
নারীর অগ্রযাত্রায় তিনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনিও যদি নিজেকে সাংবাদিকতার মত মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে ইচ্ছুক থাকেন Think In Media র শর্ট কোর্স হতে পারে আপনার জন্য একটি সঠিক গাইডলাইন।

নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে।

যোগাযোগ ০১৩৪৩১৫৯৬৮৭ / 01600-300903


゚viralシfypシ゚viralシal






আমি একটু বলি যারা ভয় পাচ্ছেন বা চিন্তায় আছেন কি করবেন? চাকরি করে যে টাকা বেতন পাই তাতে তো কিচ্ছু হচ্ছে না কিছু একটা কর...
04/09/2025

আমি একটু বলি যারা ভয় পাচ্ছেন বা চিন্তায় আছেন কি করবেন? চাকরি করে যে টাকা বেতন পাই তাতে তো কিচ্ছু হচ্ছে না কিছু একটা করা দরকার কিংবা একটা ব্যবসা শুরু করা দরকার, মনস্থির করুন, সুন্দর করে ভাবুন প্রয়োজনে দক্ষ ব্যক্তিদের পরামর্শ নিন,তবুও বলবো শুরু করে ফেলুন, আজ থেকেই ভাবতে শুরু করুন আর যত দ্রুত সম্ভব শুরু করুন আর দেরি করবেন না। এখন অনেক কাজের সুযোগ আছে যদি আপনি আপনাকে আপনার দক্ষতা কে চিনতে পারেন।

প্রথম অফিসিয়ালি ফটোশুটের কিছু স্থিরচিত্র।
একটি Think In Media প্রযোজনা।

আমরা কাজ করি চাকরি, ব্যবসায় দক্ষ জনবল তৈরিতে। সঠিক গাইডলাইন আপনাকে নিয়ে যেতে পারে অনেক দূরে। শুধু প্রয়োজন ধৈর্য্য ও পরিশ্রম।

আমাদের কাজসমূহ
১.ক্যারিয়ার টিপস
২. জড়তা দূর করানো।
৩. মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবেন নিজেকে।
৪. ভয়কে জয় করতে হয় কিভাবে।

যোগাযোগ ০১৩৪৩১৫৯৬৮৭/ ০১৬০০৩০০৯০৩







゚viralシfypシ゚viralシal




রাত ১২.৩০ তবুও থেমে নেই নতুনদের শেখানো। Think In Media কখনো চিন্তা করেনা সে কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করেছে বা ভবিষ্যতে ...
03/09/2025

রাত ১২.৩০ তবুও থেমে নেই নতুনদের শেখানো। Think In Media কখনো চিন্তা করেনা সে কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করেছে বা ভবিষ্যতে করবে, কেউ যদি শিখতে চায় সংবাদ উপস্থাপনা , বা কথা বলতে চায় ক্যারিয়ার নিয়ে আমরা প্রস্তুত ও সঠিক গাইডলাইন দিতে বদ্ধ পরিকর।

শীঘ্রই চালু হচ্ছে নতুন ব্যাচ। নানা রকম সুবিধা নিয়ে আসছি আমরা।

যোগাযোগ_ +৮৮০১৩৪৩১৫৯৬৮৭
হোয়াটসঅ্যাাপ- 01600-300903









আমি খুব বড় মাপের উপস্থাপক কিংবা পাবলিক স্পিকার নই তবে এইটুকু বলতে পারি ভালোবাসাটা নিয়েই বাসায় ফিরি। আত্মবিশ্বাস জরুরি...
02/09/2025

আমি খুব বড় মাপের উপস্থাপক কিংবা পাবলিক স্পিকার নই তবে এইটুকু বলতে পারি ভালোবাসাটা নিয়েই বাসায় ফিরি।

আত্মবিশ্বাস জরুরি।

আমাদের মত সবার সামনে নিজেকে উপস্থাপন করতে চাইলে Think In Media প্রতিষ্ঠান হতে পারে আপনার জন্য একটি বিশেষ প্লাটফর্ম যেখানে আপনিও শিখতে পারবেন কি করে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করা যায়। নির্ভয়ে কথা বলা যায়, গুছিয়ে কিভাবে কথা বলতে হয়।

যোগাযোগ 01343159687
Whatsapp 01600-300903








আগেও বলেছি এখনো‌ বলছি Think In Media  কোন মিথ্যা আশ্বাস দিবে না , কখনোই না, আজকে দুটি  কোম্পানিতে নয়টি বায়োডাটা প্রদান...
02/09/2025

আগেও বলেছি এখনো‌ বলছি Think In Media কোন মিথ্যা আশ্বাস দিবে না , কখনোই না, আজকে দুটি কোম্পানিতে নয়টি বায়োডাটা প্রদান করলাম, হয়ত খুব শীঘ্রই তারা ইন্টারভিউ ফেইস করবেন, এদের মধ্যে যদি একজনের চাকরির ব্যবস্থা ও হয় তবে বলবো এইটাই আমার ছোট্ট প্রতিষ্ঠান Think In Media র সফলতা। মধুর মধুর কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে কখনো কারো চাকরি হয়না , যে মানুষটি আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে বিশ্বাস করে সঠিক গাইডলাইনের জন্য আসেন তাকে তার দূর্বলতা বুঝান কোথায় কোথায় তার দূর্বলতা আর পারলে তাকে তার যোগ্য স্থানে যেতে সহযোগিতা করুন।
সবার দ্বারা সবকিছু যেমনটি হয়না তবে গাইডলাইন পেলে চেষ্টা করে দেখা যেতে পারে।

আসুন প্রতারণা না করি সঠিক গাইডলাইন প্রদান করি।
সুন্দর সমাজ গড়ি আজ ও আগামীর সম্ভাবনার দ্বার উন্মোচন করি সবাই মিলে।









উনারা এসেছিলেন নিজেদের  ক্যারিয়ার ভাবনা থেকে , গল্প হল কথা হল আড্ডা হল, আর আমি আমার দশ বছরে অভিজ্ঞতা শেয়ার করলাম । হয়ে গ...
30/08/2025

উনারা এসেছিলেন নিজেদের ক্যারিয়ার ভাবনা থেকে , গল্প হল কথা হল আড্ডা হল, আর আমি আমার দশ বছরে অভিজ্ঞতা শেয়ার করলাম । হয়ে গেল একটা চমৎকার কর্মশালা।
কর্মশালার বিষয় ছিল
১।কিভাবে চাকরি পেতে হবে খুব সহজে।
২। চাকরি পাবার জন্য কি কি করতে পারবে।
৩।চাকরি পাবার পর কিভাবে অফিসে খাপ খাওয়াতে হবে।

সবশেষে কিভাবে নিজের উন্নয়ন করতে হয়।

আজ থেকে শুরু হল Think In Media র ক্যারিয়ার বিষয়ক কর্মশালা।
সেশন ০১ থেকে সেশন ০২ হবে খুব শীঘ্রই। বিস্তারিত জানতে চোখ রাখুন এই পেজে।










সাংবাদিকতা কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে । চোখ রাখুন Think In Media র পেইজে। যোগাযোগ-  01600-300903 / 01343159687  ...
28/08/2025

সাংবাদিকতা কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ।
চোখ রাখুন Think In Media র পেইজে।
যোগাযোগ- 01600-300903 / 01343159687










সাংবাদিকতা কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে । চোখ রাখুন Think In Media র পেইজে। যোগাযোগ-  01600-300903 / 01343159687
27/08/2025

সাংবাদিকতা কোর্সের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ।

চোখ রাখুন Think In Media র পেইজে।

যোগাযোগ- 01600-300903 / 01343159687

You can apply.
27/08/2025

You can apply.






Address

House Haji Tomujuddin Mansion (4th Floor), School Road Mohakhali Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Think In Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share