08/06/2023
আসসালামু আলাইকুম।
Thrrilers of highway ফটো কনটেস্ট ২০২৩ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের অভাবনীয় সাড়ায় আমরা অত্যন্ত সুন্দর একটি ফটো কনটেস্ট উপভোগ করেছি৷
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে।সাত দিনব্যাপী এই কনটেস্টে, আপনারা আপনাদের তোলা সুন্দর ছবিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন,যা গ্রুপের সকল মেম্বাররা উপলব্ধি করেছে। যেহেতু সর্বোচ্চ রিয়েক্টের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।তাই,আপনাদের পোস্টে গ্রুপের মেম্বারদের রিয়েক্ট এর উপর নির্ভর করে এই কনটেস্ট-এর ফলাফল নির্ধারন করা হয়েছে।
আমাদের ফটো কনটেস্ট এর ফলাফল :
📸ক্যামেরা সেকশনে
১ম হয়েছেন : Rk Robin Khan
২য় হয়েছেন: Sharif Ahamed
৩য় হয়েছেন: Amirul Islam Emon
📲মোবাইল সেকশনে
১ম হয়েছেন:Arefen sany
২য় হয়েছেন: Raj Banik
৩য় হয়েছেন: Faiyaj
ফটো কনটেস্টে অংশগ্রহণ করা সকলকে অনেক অনেক ধন্যবাদ। Thrillers of Highway
আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিজয়ী সবার সাথে এডমিন প্যানেল থেকে খুব শিগ্রই যোগাযোগ করা হবে।অল্প কিছুদিনের মধ্যে বিজয়ীদের সম্মাননা স্মারক সাধ্য অনুযায়ী পুরস্কৃত করা হবে।এবং ট্যুরে সর্বনিম্ন পেমেন্টে অথবা,বিনা পেমেন্টে(এডমিন প্যানেল সিদ্ধান্ত মোতাবেক ) ট্যুরে যাবার সুবর্ন সুযোগতো রয়েছেই।
কনটেস্টে অংশগ্রহণের মত সব সময় পাশেই থাকবেন,ইনশাআল্লাহ।
Thrillers of Highway এর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।