18/07/2025
আপনি হয়তো মনে মনে ভাবছেন, "আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি আর কখনো ভালো হতে পারব না।"
সত্যটা হলো: আল্লাহ নিজেই কুরআনে বলেছেন—
"হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরাহ আজ-যুমার: ৫৩)
এই আয়াতের প্রথম শব্দ কী? "হে আমার বান্দাগণ!"
আল্লাহ আপনাকে এখনো তাঁর বান্দা বলছেন! যদি আল্লাহ আপনাকে ভুলে যেতেন, তাহলে কি তিনি এভাবে ডাকতেন?
আল্লাহর আমাদের কাউকে কিন্তু প্রয়োজন নেই তারপরও তিনি আমাদেরকে নিজের বান্দা করে ডাকছেন। আপনাকে ছেড়ে দিচ্ছেন না—তিনি চান আপনি ফিরে আসুন!
আমরা ভুল করব, গুনাহ হবেই—কারণ আমরা ফেরেশতা নই।
আপনি যদি ভাবেন—"আমি তো গুনাহগার, আমার দোয়া কবুল হবে না," তাহলে শয়তান জিতে যাবে।
বরং বলুন—"আমি যতবারই গুনাহ করি, আমি ততবারই আল্লাহর কাছে ফিরে যাব।"
বারবার আল্লাহর কাছে নিজের কাছে বলতে থাকুন —
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، وارحمني، إنك أنت الغفور الرحيم
“হে আল্লাহ! আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারেন না। তাই আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন এবং দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু।”