জান্নাতের প্রশ্নপত্র ফাঁস

  • Home
  • জান্নাতের প্রশ্নপত্র ফাঁস

জান্নাতের প্রশ্নপত্র ফাঁস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জান্নাতের প্রশ্নপত্র ফাঁস, Publisher, .

আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) জান্নাত পাওয়ার সকল প্রশ্ন ও তার উত্তর ফাঁস করে দিয়েছেন পবিত্র কুরআন ও হাদিসে।

আমাদের প্রতিটি পোস্ট আপনার জান্নাতের পথকে করবে আরও সহজ। তাই قران ও حديث এর আলোকে জান্নাত পাওয়ার সঠিক গাইডলাইন পেতে আমাদের পেইজকে Follow দিয়ে রাখুন।

18/07/2025

আপনি হয়তো মনে মনে ভাবছেন, "আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি আর কখনো ভালো হতে পারব না।"

সত্যটা হলো: আল্লাহ নিজেই কুরআনে বলেছেন—
"হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরাহ আজ-যুমার: ৫৩)

এই আয়াতের প্রথম শব্দ কী? "হে আমার বান্দাগণ!"
আল্লাহ আপনাকে এখনো তাঁর বান্দা বলছেন! যদি আল্লাহ আপনাকে ভুলে যেতেন, তাহলে কি তিনি এভাবে ডাকতেন?

আল্লাহর আমাদের কাউকে কিন্তু প্রয়োজন নেই তারপরও তিনি আমাদেরকে নিজের বান্দা করে ডাকছেন। আপনাকে ছেড়ে দিচ্ছেন না—তিনি চান আপনি ফিরে আসুন!

আমরা ভুল করব, গুনাহ হবেই—কারণ আমরা ফেরেশতা নই।

আপনি যদি ভাবেন—"আমি তো গুনাহগার, আমার দোয়া কবুল হবে না," তাহলে শয়তান জিতে যাবে।

বরং বলুন—"আমি যতবারই গুনাহ করি, আমি ততবারই আল্লাহর কাছে ফিরে যাব।"

বারবার আল্লাহর কাছে নিজের কাছে বলতে থাকুন —
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، وارحمني، إنك أنت الغفور الرحيم

“হে আল্লাহ! আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারেন না। তাই আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন এবং দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু।”

18/07/2025

একজন মানুষের লাইফে যত দুঃখ কষ্ট আসে, তার একটি বড় কারন সে হয়তো অতিত জীবনে কাউকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু তার থেকে ক্ষমা চেয়ে নেয় নি।

একটা মেয়ের বিয়ে হচ্ছে না, কোন ছেলের চাকরী হচ্ছে না, কোন দম্পত্তির সন্তান হচ্ছে না, কারো বা সাংসারিক জীবনে চলছে অশান্তি। তারা হয়তো শত চেষ্টা করছে, দুআ করছে, কিন্তু আল্লাহ তাআলার তাকদীরের বাইরে কিছু করা তো তাদের হাতে নেই। কিন্তু আশেপাশের কিছু মানুষ তাদের ‍কথা শোনাতে ছাড়ে না। এমন না যে, তাদেরকে গালি দেয়া হয়। কটু কথা বলা হয়। বরং মিষ্টি হাসি দিয়েই নরম ভাষাতেই এমন সব কথা বলা হয়, যে অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়।

আমার এক রিলেটিভ দেশের বাইরে (কথিত) সবচেয়ে সভ্য দেশে থাকে। বিয়ের পর তার বেবী হচ্ছিল না দেখে সেই এলাকার প্রবাসীদের যেই পরিমান কথা তারা সহ্য করেছে, সন্তান হওয়ার পর সেই কষ্টের কথা গুলো বলতে গিয়ে ৩৫ বছরের সেই ছেলে মানুষটিও চোখের পানি ধরে রাখতে পারে নি।

নিজ চোখে এরকম খোঁচা দানকারী মানুষগুলোর পরিণতি দেখেছি। জীবনের কোন একসময় এসে এমন মারাত্মক বিপদে পড়ে, এমন ভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নিয়ে যান, দিকবিদিকশুন্য হয়ে যায়। “আল্লাহ! কোন পাপের শাস্তি দিলা” বলে পাপ তালাশ করতে থাকে, অথচ দুই ঠোটের মাঝের জিহবার কামাইয়ের কথা ভুলে যায়।

কুরআনের আয়াতটি কী অদ্ভুত, তাই না!

তোমরা এটাকে খুবই সাধারন ভাবতে, অথচ তা
আল্লাহর কাছে ছিল বিশাল গোনাহ। - সুরা নূর।

— Rizwan Kabir

18/07/2025

📖 যে ব্যক্তি অন্ধকারে থেকে আলোর দিকে আসে, আল্লাহ তাকে জান্নাতের নূরানি পথ দেখাবেন।
— (সূরা আল-হাদিদ ৫৭:১২)

💡মর্মঃ যখন কেউ গুনাহের অন্ধকার ছেড়ে তাওবার আলোয় ফিরে আসে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেন।

18/07/2025

ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন,
জান্নাতের পথ হলো সুন্নতের অনুসরণ, বিদ‘আত থেকে দূরে থাকা এবং আল্লাহর আনুগত্যে অটল থাকা।

— (মাজমু‘ আল-ফাতাওয়া ১০/৩৬)

18/07/2025

হযরত উমর (রা.) বলেন,
তোমার আমলনামা যেনো এমন হয় যে, তুমি আগামীকাল মারা যাবে, আবার এমনভাবে দীর্ঘ জীবনের আশা রাখো যেনো শতবর্ষ বাঁচবে।

— (আল-বাইহাকী, শু‘আবুল ঈমান)

18/07/2025

হযরত আবু বকর (রাঃ) বলেন,
জান্নাতের মূল্য খুব বেশি, কিন্তু এর ক্রেতা খুব কম।

— (ইবনে কাসির, তাফসীর ৪/২৫৬)

18/07/2025

“সেই ব্যক্তি জান্নাতে যাবে না, যে তার অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে।”

— (সহীহ মুসলিম, ১৬৬৪)

18/07/2025

অন্তরকে 'আল্লাহমুখী' বানানোর অসাধারণ কিছু কৌশল!

কিছু কৌশল অনুসরণ করে আমরা আমাদের অন্তরকে 'আল্লাহমুখী' বানাতে পারি :

১. বেশি বেশি আল্লাহকে স্মরণ করা।

২. আল্লাহর আদেশ মোতাবেক চলার চেষ্টা চালিয়ে যাওয়া।

৩. গুনাহ বা ইসলামী দৃষ্টিকোণে সমস্ত অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা। যেগুলো আমাদের অন্তরকে নোংরা ও দুর্বল করে দেয় এবং অন্তরকে বানিয়ে দেয় আল্লাহবিমুখ।

৪. প্রতিনিয়ত এ কথা স্মরণে রাখা যে, আমাদের একজন রব আছেন; তিনি আমাদের দেখছেন।

৫. নিয়মিত কুরআন তিলাওয়াত করা।

৬. মৃত্যুকে স্মরণে রাখা এবং কবর জিয়ারত করা।

৭. সঙ্গ নির্বাচনে সচেতন হওয়া। সৎ সঙ্গ গ্রহণ করা এবং অসৎ সঙ্গ বর্জন করা।

৮. 'আত্মশুদ্ধি' বিষয়ে দক্ষ এমন কারও সাহচর্যে থেকে অন্তরকে পরিশুদ্ধ করা।

৯. আলেমদের সংস্পর্শে থাকা।

আমাদের অন্তর যদি একবার 'আল্লাহমুখী' হয়ে যায়, তাহলে রাগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

18/07/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
যে ব্যক্তি যথাযথভাবে অযু করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে ও হারাম থেকে বেঁচে থাকে—সে জান্নাতে প্রবেশ করবে।

— (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং ৪০৯)

18/07/2025

তারা চিরকাল জান্নাতে থাকবে,
যারা ঈমান আনবে ও সৎকাজ করবে।

— (সূরা কাহফ ১৮:১০৭-১০৮)

আপনার হুজুর ও পীর ধর্ম বিষয়ে যা বলে, তা কোরআন ও হাদীসে আছে কিনা যাচাই করে দেখুন!কারণ আমাদের দায়িত্ব হলো যতটুকু সম্ভব বক্...
17/07/2025

আপনার হুজুর ও পীর ধর্ম বিষয়ে যা বলে, তা কোরআন ও হাদীসে আছে কিনা যাচাই করে দেখুন!

কারণ আমাদের দায়িত্ব হলো যতটুকু সম্ভব বক্তব্য যাচাই করতে হবে। হুজুরের সমস্ত কথা অন্ধ ভাবে বিশ্বাস করা যাবে না। যাচাই না করে প্রচার করাও যাবে না।

রাসূল ﷺ বলেন,
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শোনে (বিনা বিচারে) তাই বর্ণনা করে।

[মুসলীম, রিয়াদুস সালেহীন হা/১৫৫৫]

17/07/2025

✍️ আমাদের প্রিয় নবী মুহাম্মাদﷺ এর ৪টা কথা সব সময় মাথায় রাখবেন, একদম দিলে গেঁথে রাখবেন। এসবেই আল্লাহর কাছে এবং মানুষের কাছে আমাদের সম্মান বাড়ে, গ্রহনযোগ্যতা বাড়ে।

১। বেশিরভাগ মানুষ জাহান্নামী তার জবানের জন্য।
২। যে নিজের জবানের হেফাজত করবে তার দায়িত্ব রাসুলুল্লাহ নিবেন।
৩। যে অন্যের বিষয়ে আগ্রহী হয়না তাকে আল্লাহ ও মানুষজন পছন্দ করেন
৪। চুপ থাকব, যখন বলব উত্তম কথা বলব।

☞ নিজের আমল নিয়ে চিন্তিত থাকেন সব সময়। এতে নিজের গাম্ভীর্যতা, ম্যাচুউরিটি ও আখলাকের সৌন্দর্য বাড়বে এবং তা প্রকাশ পাবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতের প্রশ্নপত্র ফাঁস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জান্নাতের প্রশ্নপত্র ফাঁস:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share