Md Israfil Hosen

Md Israfil Hosen What is success? A good death,
And the meeting with Allah

আমরা ডাকসুতে বিজয়ী হলে সকল শিক্ষার্থীরঅধিকার নিয়ে কাজ করব    #ডাকসু২০২৫
25/08/2025

আমরা ডাকসুতে বিজয়ী হলে সকল শিক্ষার্থীর
অধিকার নিয়ে কাজ করব

#ডাকসু২০২৫

মুসলমানদের এই দেশে এমন নাস্তিক্যবাদি আচরণ মেনে নেওয়া যায়না। হিজাব মুসলিমের অধিকার। এটা ইসলামের ফরজ বিধান। ধর্মীয় অনুভূতি...
25/08/2025

মুসলমানদের এই দেশে এমন নাস্তিক্যবাদি আচরণ মেনে নেওয়া যায়না। হিজাব মুসলিমের অধিকার। এটা ইসলামের ফরজ বিধান। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

24/08/2025

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফজলুর রহমানের প্রতিকৃতিতে গণ'জু'তা নিক্ষেপ --

সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত হোসেনপুর গ্রামের ঐতিহ্যবাহী লাল মসজিদে দীর্ঘ ১৪ বছর যাবত সম্মান ও গৌরবের সাথে ইমামতি করেছের জ...
24/08/2025

সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত হোসেনপুর গ্রামের ঐতিহ্যবাহী লাল মসজিদে দীর্ঘ ১৪ বছর যাবত সম্মান ও গৌরবের সাথে ইমামতি করেছের জামায়াতে ইসলামী সদর শাখার সেক্রেটারি জনাব মোস্তফা মাহমুদ। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও যুব সমাজ মাদক থেকে মুক্ত হয়ে দ্বীন ইসলামের পথে ফিরে আসার কারণে বিএনপির উপর মহলের নির্দেশে তাকে চাকুরীচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়,সৈরাচারী ফ্যাসিবাদের সময়ে সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে তার কন্ঠ ছিল প্রতিবাদী মুখর। কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষদেরকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসতেন। তার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে শ্রোতারা আসতেন।

তারা আরও, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে এবং যুব সমাজ মাদক ছেড়ে দ্বীন ইসলামের পথে ফিরে আসছে এই দুইটা কারণে তাকে চাকুরীচ্যুত করেন সরাসরি বিএমপির উপর মহলের নিদেশে বিএমপির নেতৃবৃন্দ।এতে করে এলাকার লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

"চরিত্রই ইসলামী আন্দোলনের আসল পুঁজি"- Syeed Abdullah Muhammad Taher
23/08/2025

"চরিত্রই ইসলামী আন্দোলনের আসল পুঁজি"
- Syeed Abdullah Muhammad Taher

23/08/2025

ডাইরেক্ট মোদির বিরুদ্ধে যু*দ্ধ ঘোষণা করে ভারতের সুপারস্টার থালাপাতি বিজয়। রাজনীতিতে সক্রিয় হয়েই এ বার্তা দেন।তুমুল জনপ্রিয়তা ইংগিত দিচ্ছে আগামী ভারতের রাজনৈতিক পরিবর্তন।

মিথ্যা জবাব চোখে চোখ রেখে এভাবেই হবে। ইনশাআল্লাহ
20/08/2025

মিথ্যা জবাব চোখে চোখ রেখে এভাবেই হবে।
ইনশাআল্লাহ

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Md Israfil Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share