basherkella

basherkella আমাদের youtube channel এখনি subcribe করুন, https://youtube.com/?si=iLz-ZF8Vv5iPCy62

17/01/2025

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১
বিস্তারিত কমেন্ট -

17/01/2025

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল হচ্ছে ফলে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না গিয়ে নির্বাচন কমিশনের অধীনেই থাকছে।’ সিইসি

16/01/2025

যারা কুরআনের মাহফিলে রাজনৈতিক আলোচনার বি'রো'ধিতা করেন, তারা হয়তো কুরআনের প্রকৃত মর্ম জানেনও না।
ইসলাম শুধুমাত্র আধ্যাত্মিকতা, আমল,জান্নাত, জাহান্নামের বিষয় নয়।
কুরআন ও নবীজি সা. মুসলিমদেরকে তার সমকালীন সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বাধা প্রদান করা,পরিবর্তন করার বিষয়কে অপরিহার্য করেছে।

নামাজ যেমন ফরজ বিধান তেমনি ইসলাম প্রতিষ্ঠার কাজও ফরজ বিধান।
ভালো কাজের ব্যাপারে যেমন সমর্থন দিতে বলেছে তেমনি অন্যায়ের বিরুদ্ধে জাতিকে সচেতন করার দায়িত্বও বেধে দিয়েছে।
কুরআনে বিশ্বনবী সা. কে শুধুমাত্র ধর্মীয়ে নেতা হিসেবে গ্রহণ করার কথা বলা হয়নি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক আদর্শ-নেতা হিসেবে গ্রহণ করাকেও অপরিহার্য করা হয়েছে।

ইসলাম মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মনীতি ইসলাম থেকে নিবেন আর কিছু মানুষের বানানো চিন্তা,আদর্শ থেকে নিবেন এটা মুসলিমদের জন্য কোনো সুযোগ নেই।

প্রকৃত অর্থে মুসলিম হতে হলে কুরআন ও বিশ্বনবী সা. কে পুরো জীবনের একমাত্র অনুসরণীয় হিসেবে গ্রহণ করতে হবে।

মুফতি আমির হামজা। #১১

16/01/2025

চাঁদাবাজি আগেও হয়েছে এখনো হচ্ছে,
শুধু হাতবদল হয়েছে: আমীরে জামায়াত। #১১

16/01/2025

ধর্ম'ভিত্তিক রাজনীতি নি'ষিদ্ধ করতে
পারলেই বড় বড় বোতল খাওয়া যায়।

-শহীদ আল্লামা সাঈদী (রহ:)। #১১

16/01/2025

লূৎফুজ্জামান বাবরকে অভিনন্দন। সতেরো বছর জালেমের কারাগারে থেকে নিপিড়ীত হওয়ার পরে কোন একদিন তিনি মুক্ত হবেন এইটা হাসিনার দলের লোকেরা ও হয়তো ভাবেনি।

পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে। আশা করি তিনি পুর্ণ উদ্যমে রাজনীতি আর মানুষের সেবায় কাজ শুরু করবেন। #১১

16/01/2025
16/01/2025

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার চাঁদাদাবি। দিতে না চাওয়ায় মাছ ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ

আবু হানিফ একজন জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের সহযোগী উনি কোন জামায়াত ইসলামীর নেতা নন। কুমিল্লা তিতাস উপজেলার ৯নং মজিদ...
16/01/2025

আবু হানিফ একজন জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের সহযোগী উনি কোন জামায়াত ইসলামীর নেতা নন।
কুমিল্লা তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড গণমানুষের কাছে একজন সৎ ব্যক্তি হিসাবেই পরিচিত। আর আওয়ামীলীগ আমলে সৎজন এই আবু হানিফ,মেম্বার হওয়ায় তাকে আওয়ামীলীগ দলে নিতে আগ্রহ দেখায় কিন্তু আগে থেকেই উনি জামায়াতে ইসলামীকে সমর্থন করে আসছিলেন, পরিস্থিতি কারণে আওয়ামীলীগ সঙ্গেই এলাকাই তাকে কাজ করতে হয়েছে জনপ্রিয়তা ধরে রাখার জন্য। যেহেতু জামায়াতে ইসলামীর সদস্য বা বড় পদ পেতে হলে অনেক কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, সেক্ষেত্রে একজন ওয়ার্ড পর্যায়ে একজন সমর্থক কে এত বড় করে নিউজ প্রচার করে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তাই কোন ধরণের প্রভাব পড়বে না বলে উচ্চ পর্যায়ে কেউ এখনো মুখ খুলছে না । এসব রাজনৈতিক ফায়দা হাসিল ও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কথা বলা অবান্তর।
এই ব্যাপারে জনাব হানিফ এর বক্তব্য হচ্ছে আমি কখনই আওয়ামীলীগ সাপোর্ট করিনি কিন্তু মেম্বার নির্বাচিত হওয়ায় আমাকে পদ দেওয়া হয়েছিল। জামাত ইসলামী করলে মেম্বার থাকা অবস্থায় আমাকে কোন প্রকারের সুযোগ দেওয়া হতো না। যেহেতু আমি একজন প্রতিনিধি তাই আমাকে তাদের সাথে কাজ করতে হয়েছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে নেতারা পলাতক থাকায় পদত্যাগের বিষয়টা এমন গুরুত্ব দেইনি। তাই ভাবলাম যেহেতু আমি একজন জামাত ইসলামের সমর্থক এবং এই দলটি অত্যন্ত জনপ্রিয় তাই এই সুযোগে অন্য কোন দলের সঙ্গে কাজ করার সুযোগ নিতে চাই না। আর আমার জনপ্রিয়তা জামাত ইসলামের জনপ্রিয়তার কারণেই, আমাকে ও জামায়াতে ইসলামিকে এই প্রতিপন্ন করা উদ্দেশ্যে এমন নিউজ প্রচার করা হয়েছে। এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে জামায়াতে ইসলামের তিতাস উপজেলা পর্যায়ের নেতাদের সবারই বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি ওয়ার্ড পর্যায়ে এবং আবু হানিফ একজন সহযোগী সুতরাং এই বিষয়টাকে অনেক বড় করে দেখার কিছু নেই। যেহেতু আবু হানিফ একজন জামায়াতে ইসলামের সমর্থক, যার কারণে উনার জনপ্রিয়তা বেড়েছে এমনকি মেম্বার পর্যন্ত হতে পেরেছে। যেহেতু এখন আওয়ামী লীগের অস্তিত্ব নেই সে ক্ষেত্রে উনাকে নিয়ে এসব বিষয়ে কথা বলা আমারা মনে করি অবান্তর/ অহেতুক। এমনকি এই বিষয়টিকে হালকাভাবেই দেখছি। জামায়াতে ইসলামিকে নিয়ে যারাই ষড়যন্ত্র করছে কেউই সফল হবে না ইনশাল্লাহ।

 #.99 চরফ্যাশন থানায় এই ছেলেটিকে পাওয়া গেছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি এই ছেলেটিকে চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ ...
16/01/2025

#.99 চরফ্যাশন থানায় এই ছেলেটিকে পাওয়া গেছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি এই ছেলেটিকে চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন। 01615849097

খুব শীঘ্রই পাকিস্তানের তৈরি JF-17 এয়ারক্রাফট  বাংলাদেশে আসছে ভারত কে দুচানো র জন্য! 💥💥💥   #3
16/01/2025

খুব শীঘ্রই পাকিস্তানের তৈরি JF-17 এয়ারক্রাফট বাংলাদেশে আসছে ভারত কে দুচানো র জন্য! 💥💥💥

#3

উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন...
16/01/2025

উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন...

16/01/2025

ঘুষ ও দুর্নীতি দুটি-ই সমাজের ক্যান্সার। এই ক্যান্সার দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ কেউ গড়তে পারবে না।
আমীরে জামায়াত
ড. শফিকুর রহমান

কয়েক লাখ বহিষ্কার করলেও যারা ভোগের রাজনীতি করে তাদের কনট্রোল করা অসম্ভব।ড. শফিকুল ইসলাম মাসুদ  #2.0  #বাঁশেরকেল্লা
16/01/2025

কয়েক লাখ বহিষ্কার করলেও যারা ভোগের রাজনীতি করে তাদের কনট্রোল করা অসম্ভব।

ড. শফিকুল ইসলাম মাসুদ
#2.0 #বাঁশেরকেল্লা

16/01/2025

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব আগে থেকেই নিয়েছিল বিশ্বস্ত সূত্রে পাওয়া। আর এই জন্য হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের দালালি করেছে।
এখন বাংলাদেশ চাইলেও হাসিনা কে ফেরত আনতে পারবে না।
বাঁশেরকেল্লার এই পোস্ট ডকুমেন্টস হিসাবে রাখতে পারেন।
#০৫

ভয়াবহ দাবানলে দিশেহারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। লক্ষাধিক মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। প্রাণপণ চেষ্টা চালিয়েও দ...
16/01/2025

ভয়াবহ দাবানলে দিশেহারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। লক্ষাধিক মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। প্রাণপণ চেষ্টা চালিয়েও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আগুন ছড়ানোর নতুন রূপ নিয়ে অঞ্চলটিতে আতঙ্ক দেখা দিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো 'আগুনের টর্নেডো'র ঝুঁকিতে রয়েছে। এটি একটি বিরল বিষয় এবং এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল 'নিজস্ব আবহাওয়া' তৈরি করে থাকে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে। পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আগুন নতুন আকারে বিস্ফোরিত হতে পারে।

#2.0 #বাঁশেরকেল্লার

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেনজামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, প্রধান...
16/01/2025

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে। জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
#2.0 #বাঁশেরকেল্লা

Address

Razapur
Dhaka
3821

Website

https://t.me/boost/basherkella2024

Alerts

Be the first to know and let us send you an email when basherkella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share