Azim Gazi

Azim Gazi অনিবার্য কারন বশত এই নতুন পেইজ টি খোলা সবাই Follow করবেন ❤️
(3)

08/08/2025

নারী নেত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বামরা যেভাবে "টাচ করবিনা" পলিটিক্স করে। দেখেন নিজেরাই ধা'ক্কা দেয় আবার নিজেরাই বলে "টাচ করবিনা"!

আবার তাদের এই ম'ববা'জির বিরুদ্ধে কিছু করতে গেলেই আবার "নারী কার্ড" খেলা শুরু করবে।

07/08/2025

৩ আগস্ট রাতে ২০ রা'উ'ন্ড গু'লি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন! হাসি-তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটকালে ২০ রা'উ'ন্ড আছে৷
এই বা'টপা'রের সর্বোচ্চ শা'স্তি চাই৷

⚖️ খতিয়ানের ‘ওয়ার্কিং ভলিউম’ বলতে কী বোঝায়? জানলে আপনি হয়তো বিস্মিত হবেন! 📚📄বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ‘ওয়ার্কিং ভলিউম...
07/08/2025

⚖️ খতিয়ানের ‘ওয়ার্কিং ভলিউম’ বলতে কী বোঝায়? জানলে আপনি হয়তো বিস্মিত হবেন! 📚📄

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ‘ওয়ার্কিং ভলিউম’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ অনেকের অজানা একটি শব্দ। বিশেষ করে যারা খতিয়ান, দাগ বা জমির মালিকানা নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন—তাদের জন্য এই ধারণাটি বোঝা খুবই দরকারি।

📖 ওয়ার্কিং ভলিউম কী?

ওয়ার্কিং ভলিউম হলো সেই অফিসিয়াল খসড়া খাতা বা ‘প্রসেসিং রেকর্ড বুক’, যেখানে সংশ্লিষ্ট এলাকার খতিয়ান প্রস্তুতের সময়কার সব যাচাই-বাছাই, সংশোধনী, আপত্তির শুনানি এবং মাঠ পর্যায়ের তথ্য লিপিবদ্ধ থাকে।

➡️ সহজভাবে বললে, এটি হচ্ছে খতিয়ান তৈরির পেছনের নথিপত্র বা হিসাব নিকাশের মূল দলিল।

📌 ওয়ার্কিং ভলিউমে সাধারণত যা থাকে:

✔️ জমির মালিক বা দাবিদারের নাম ও ঠিকানা।
✔️ দাগ নম্বর ও জমির পরিমাণ।
✔️ একই দাগে অন্যান্য অংশীদারের তথ্য
✔️ কোনো আপত্তি, আপিল বা দখল সংক্রান্ত বিরোধের বিবরণ।
✔️ সংশোধনের কারণ ও ভিত্তি।
✔️ ভূমি জরিপ কর্মকর্তার মন্তব্য বা সুপারিশ।

🏢 ওয়ার্কিং ভলিউম পাওয়া যায় কোথায়?
🔸 জেলা রেকর্ড রুম (জেলা ভূমি অফিস)
🔸 উপজেলা ভূমি অফিস।
🔸 সংশ্লিষ্ট জরিপ অফিস (যেমন: সেটেলমেন্ট অফিস)।

❗ কেন এটি এত গুরুত্বপূর্ণ?
🔹 আপনার জমির খতিয়ানে যদি কোনো অসঙ্গতি থাকে—তাহলে আসল তথ্য পাওয়া যায় এই ওয়ার্কিং ভলিউমে।
🔹 জমির মালিকানা নিয়ে আদালতে মামলা হলে, এই ডকুমেন্টটি একটি কার্যকরী প্রমাণ হিসেবে আদালত গ্রহণ করে।
🔹 পুরনো জরিপের (CS, SA, RS) তথ্য যাচাই বা ট্রেস করার সময় এটি অপরিহার্য হয়ে ওঠে।

⚠️ সতর্কতা:

এই বইটি সাধারণত সরকারি গোপনীয় নথি হিসেবে গণ্য হয়। সরাসরি এর মূল কপি পাওয়া যায় না। তবে আইন অনুযায়ী আপনি:

✅ তথ্য জানার অধিকার আইনে আবেদন করে দেখতে পারেন।
✅ স্বীয় প্রয়োজন অনুযায়ী নকল উত্তোলনের আবেদন করতে পারেন।
✅ মামলা সংক্রান্ত প্রয়োজনে কোর্টের আদেশে সনদ/তথ্য নিতে পারেন।

---

🗣️ আমার পরামর্শ :
> “আপনার জমির কাগজপত্র ঠিক আছে কিনা বুঝতে হলে শুধু সার্টিফিকেট কপি নয়, ওয়ার্কিং ভলিউম দেখে নিন। সেখানেই জমির ইতিহাসের অনেক অজানা অধ্যায় লুকানো থাকে।”

📩 আপনার জমি নিয়ে সমস্যা?

আপনি যদি খতিয়ানে ভুল, দাগে অস্পষ্টতা, বা মালিকানা নিয়ে জটিলতার মধ্যে থাকেন—
ওয়ার্কিং ভলিউম হতে পারে আপনার প্রথম পথপ্রদর্শক।

🔁 এই পোস্টটি শেয়ার করে আপনার এলাকার মানুষকেও জানাতে পারেন এই গুরুত্বপূর্ণ তথ্য।

Credit: Jahangir Hossain LLB
#জমি_আইন #ওয়ার্কিং_ভলিউম
#খতিয়ান_জ্ঞান

👉জমি বা প্লট ক্রয় করার আগে যা যা করবেনঃ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪🔘জমি বা প্লট ক্রয় করার আগে প্রথমেই জমির মালিকের কাছ থেকে জমির মূল দ...
07/08/2025

👉জমি বা প্লট ক্রয় করার আগে যা যা করবেনঃ
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
🔘জমি বা প্লট ক্রয় করার আগে প্রথমেই জমির মালিকের কাছ থেকে জমির মূল দলিল, বায়া দলিল, নামজারীর ডকুমেন্টস,খাজনার রশিদ, সকল পর্চার ফটোকপি চেয়ে নেবেন।

🔘তারপর ঐ জমি যে ভূমি যে ভূমি অফিসের আন্ডারে, সেই ভূমি অফিসে যেয়ে নামজারীর পর্চাটি ঠিক আছে কি না তা যাচাই করবেন। সাথে পর্চাগুলোও যাচাই করিয়ে নেবেন। ভূমি অফিসের যে কোন কর্মচারীকে ২/৩ শত টাকা দিলে, ওরা সব দেখিয়ে দেবে এবং চেক করে দেবে।

▪তারপর নামজারীর পর্চাটি নিয়ে উপজেলা/থানা ভূমি অফিসে, যাকে এসি (ল্যান্ড) অফিস বলে, সেখানে যেয়েও চেক করাবেন, ঠিকমত নামজারীর জোতটি কর্তন হয়েছে কি না। সেখানেও অফিসের যে কোন কর্মচারীকে কিছু খরচ দিলে, তা আপনাকে দেখিয়ে দিবে।

▪অতঃপর, সকল দলিলগুলো স্থানীয় রেজিস্ট্রি অফিসে যেয়ে চেক করাবেন। সেখানেও রেজিস্ট্রি অফিসের কোন কর্মচারীকে কিছু টাকা দিয়ে দলিলগুলোর ভলিউম চেক করে দেখতে বলবেন। তল্লাশি কারক সব চেক করে আপনাকে উনার সিল ও স্বাক্ষর সহ যাচাইকরণের কাগজ দেবে।

▪অনেক ক্ষেত্রেই দেখা যায়, আপনি যে জমি ক্রয় করছেন, তা ১৫/২০ বছর আগেই হয়তো অন্য কোন লোকের কাছে বিক্রি করে দিয়েছে। সেই লোক হয়তো নামজারী না করেই দলিল নিয়ে বসে আছে। এদিকে আপনি নামজারী সহ জমিটি কিনলেও সেই জমি পূর্বের ক্রেতাই পেয়ে যাবে মিসকেস করলে।

▪তাহলে, এ ক্ষেত্রে করণীয় কি?

এক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফিস দিয়ে আপনি যে জমিটি কিনছেন, তার এস.এ ও আর.এস দাগ নাম্বার দিয়ে ৪০/৫০ বছরের তল্লাশী দেয়া। এতে বেশ কিছু টাকা খরচ হলেও সারা জীবনের জন্য আপনি ঝামেলামুক্ত থাকলেন। সেটিও করাবেন, নির্দিষ্ট ভূমি অফিসের তল্লাশি কারক দিয়ে। ৫/৭ দিন সময় হয়তো লাগবে। লাগুক। তল্লাশি শেষে, তল্লাশি কারক কয়েক পাতার একটি রিপোর্ট দেবে আপনাকে। সেটি নিজেই দেখুন। দেখুন, যে দাগের জমিটি কিনছেন, সেই দাগের জমি আপনার দাতা বা দাতার ওয়ারিশরা পূর্বে কোথাও বিক্রি করেছিলো কি না।

সবথেকে ভালো হবে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ ও ডকুমেন্টস নিরীক্ষণের পর জমি ক্রয় করুন।
#তাছাড়াও আমাদের কিছু অভিজ্ঞ কর্মীদের দিয়ে ঢাকাতে সিএস,এসএ, আরএস,সিটি জরীপের মৌজা ম্যাপ উঠিয়ে প্যান্টাগ্রাফ করিয়ে চেক করি। আপনার এলাকায় যদি শুধুমাত্র সিএস/এসএ ও আরএস মৌজা ম্যাপ থাকে, তা এলাকার যারা জমি সার্ভে করে, তাদের দিয়ে প্যান্টাগ্রাফটি করে নেন। জমির দাগগুলো সঠিক থাকলে, প্যান্টাগ্রাফে সিএস/এস এ দাগের সাথে আরএস/ সিটি জরীপের দাগের স্থানটি মিলে যাবে।
এটি এ কারনে করবেন- কারন, অনেক সময়ই মৌজা ম্যাপের দাগ ও পর্চার দাগের সাথে তারতম্য ঘটে।

জনসচেতনতা মুলক পোস্ট আপডেট পেতে ফলো করে রাখুন। শেয়ার করে পাশে থাকুন।
©🍂
শুভকামনায়।🌺

07/08/2025

হাসিনা পতনের খবরে মানুষ অনেক বেশি উচ্ছসিত ছিল।

📖🖊️আবারও শুরু হলো প্রাথমিক বৃওি পরীক্ষা📖
07/08/2025

📖🖊️আবারও শুরু হলো প্রাথমিক বৃওি পরীক্ষা📖

06/08/2025

জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ।

06/08/2025

আজকে রাতের জাবি ক্যাম্পাস। ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ।

ঘরে বসেই আপনার আ/য়/ক/র রি/টা/র্ন (T'I'N)দাখিল করবেন যেভাবে---
06/08/2025

ঘরে বসেই আপনার আ/য়/ক/র
রি/টা/র্ন (T'I'N)
দাখিল করবেন যেভাবে---

06/08/2025

ফিরে দেখাঃ
বামপন্থী শাহবাগীদের নতুন জাতির পিতা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুনছেন? 😁

06/08/2025

'সাঈদীর দুই গালে,জুতা মারো তালে তালে' ঢাবি বাম সংগঠনের(ছাত্র ইউনিয়ন ) স্লোগান_এই শাহবাগী নাস্তিক মুরতাদরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে

✅ CS ও SA রেকর্ডে ব্যক্তিমালিকানা ছিলো কিন্তু BS (সর্বশেষ) রেকর্ডে খাস খতিয়ান (সরকারি নামে) হয়েছে।এটা হলে আপনি বা আপনার...
06/08/2025

✅ CS ও SA রেকর্ডে ব্যক্তিমালিকানা ছিলো কিন্তু BS (সর্বশেষ) রেকর্ডে খাস খতিয়ান (সরকারি নামে) হয়েছে।

এটা হলে আপনি বা আপনার উত্তরাধিকাররা এখনো জমির প্রকৃত মালিক হতে পারেন — এবং রেকর্ড সংশোধন করে পুনরায় ব্যক্তিমালিকানায় আনার সুযোগ আছে।

✅ এখন আপনার করণীয় ধাপে ধাপে:
📌 ধাপ ১: রেকর্ড যাচাই ও সংগ্রহ করুন
CS, SA, RS/BS খতিয়ান তুলনা করে ভুল কোথায় হয়েছে তা নির্ধারণ করুন।

আপনি CS বা SA-তে কীভাবে মালিক ছিলেন তার দলিল, দখলের প্রমাণ, খাজনা রসিদ, প্রাচীন দাখিলা এসব সংগ্রহ করুন।

📌 ধাপ ২: খাস খতিয়ান কেন হয়েছে সেটা বোঝা জরুরি। BS রেকর্ডে যে সব কারণে খাস খতিয়ান হয়ে থাকতে পারে:

জমি অনাবাদি ছিল।

ওয়ারিশরা নামজারি করেননি।

দখলদার অনুপস্থিত ছিল।

জরিপকালে ভুল তথ্য দেওয়া হয়েছে।

👉 এসব হলে আপনি “ভুল সংশোধন” (record correction) চেয়ে আবেদন করতে পারবেন।

📌 ধাপ ৩: আবেদন করতে হবে AC (Land) বরাবর আবেদনপত্রের বিষয় হতে পারে:

"BS রেকর্ডে খাস খতিয়ান সংশোধন করে পূর্ববর্তী CS/SA মালিকানা অনুযায়ী নাম অন্তর্ভুক্তির আবেদন।"

♦️ আবেদনে সংযুক্ত করবেন:

CS/SA খতিয়ান।

আপনার দলিল (রেজিস্ট্রেশন/হেবানামা/ওয়ারিশান দলিল)।

খাজনার রসিদ।

দখলের প্রমাণ (তালগাছ, বাঁশঝাড়, ঘরবাড়ি, ফসলের ছবি)।

প্রতিবেশীর সাক্ষ্য (চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র)।

📌 ধাপ ৪: তদন্ত ও প্রতিবেদন হবে
AC Land অফিস থেকে সার্ভেয়ার এসে জমি পরিদর্শন করবে।

প্রতিবেশীর সাক্ষ্য নেবে।

আপনি জমিতে আছেন কি না তা দেখবে।

📌 ধাপ ৫: রেকর্ড সংশোধনের সুপারিশ
তদন্ত সন্তোষজনক হলে AC Land অফিস হতে খাস রেকর্ড বাতিল করে ব্যক্তিমালিকানা রেকর্ড করার সুপারিশ পাঠাবে।

📌 ধাপ ৬: মামলার প্রয়োজন হলে
যদি অফিস কোনো কারণে রেকর্ড সংশোধন না করে, তবে আপনাকে করতে হবে:

✅ সিভিল কোর্টে ডিক্লারেটরি মামলা (Declaratory Suit)
বিষয়: “আমি এই জমির প্রকৃত মালিক, খাস রেকর্ড ভুল।”

রেকর্ড সংশোধনের রায় হলে, সেটি নিয়ে ভূমি অফিসে আবেদন করে নামজারি করবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azim Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share