Thoughts of GenZ

Thoughts of GenZ This page is run by the student of JU sharing thoughts and ideas of new generations.

Island, in front of Shamsunnahar Hall, DU. A gap of 24 years (1999 and 2023)©Samyasathee Bhowmik
15/09/2024

Island, in front of Shamsunnahar Hall, DU. A gap of 24 years (1999 and 2023)

©Samyasathee Bhowmik

সেন্টমার্টিন দ্বীপে আমেরিকার সামরিক ঘাটি!!? আজকের নিউজ দেখে এমন গুজব চালাই দিয়েন না কেউ আবার।২০২২ সালের ১২ জানুয়ারী,সেন্...
05/09/2024

সেন্টমার্টিন দ্বীপে আমেরিকার সামরিক ঘাটি!!? আজকের নিউজ দেখে এমন গুজব চালাই দিয়েন না কেউ আবার।

২০২২ সালের ১২ জানুয়ারী,সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গ কিমি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছিলো পরিবেশ মন্ত্রণালয়।

এ ঘোষণার ফলে তখন থেকেই এ দ্বীপে অনিয়ন্ত্রিত জাহাজ ও মোটর বোট চলাচল করতে পারবে না, এছাড়া দ্বীপ সংলগ্ন এলাকায় অতিরিক্ত মাছ ধরা, সাগরে বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফেলা, প্রবাল প্রাচীর ধ্বংস, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না এমনটা বলা ছিলো।

কিন্তু এর প্রয়োগ তেমন নজরে না পরলেও,আজ
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ এ বলেন,সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্য রয়েছে, পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোন পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে না ইত্যাদি।

দ্য ডার্ক কালচার অব জাপান।। জাপানিজরা কি পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে?জাপান,যেখানে বিগত ছয় মাসে ৪০,০০০ লোক একাকী মৃত্যু...
31/08/2024

দ্য ডার্ক কালচার অব জাপান।। জাপানিজরা কি পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে?

জাপান,যেখানে বিগত ছয় মাসে ৪০,০০০ লোক একাকী মৃত্যুবরণ করে!জাপান,যেখানে সন্তান জন্ম দিতে উৎসাহিত করতে প্রদান করা হয় টাকা!

**মানুষ সামাজিক জীব। তবে জেনে অবাক হবেন, চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে নিজ বাড়িতে একাকী মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ। এদের মধ্যে ৪ হাজার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর ১ মাস পর। এছাড়া ১৩০ জনকে পাওয়া গেছে মৃত্যুর ১ বছর পর। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির পুলিশ।জাতিসংঘের হিসাব মতে, বর্তমানে পৃথিবীতে জাপানেই সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করে।

বাংলাদেশের কালচারের সাথে তুলনা করে নিঃসন্দেহে আমরাই সেরা। সমাজে বসবাসকারী প্রতিটি চেনা-অচেনা মানুষের সাথে চায়ের দোকান হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বেশি হোক কিংবা কম,পত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে যোগাযোগ রক্ষার চেষ্টা করি। মা-বাবা,স্ত্রী,সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের সাথে বলা চলে সারাজীবন কাটিয়ে দিতে পারলে বাঁচি!
আমাদের দেশে, যত গরিব পরিবারই হোক,বংশগতির ধারা অব্যাহত রাখতে নিম্নে দুই সন্তান সবাই নিতে চায়।জাপান বিশ্বের অন্যতম ধনী হওয়া সত্ত্বেও,জাপান সরকারের একটি সমীক্ষা অনুসারে, ৬০ শতাংশ উত্তরদাতারা মনে করেন যে জাপানে সন্তানের বাবা-মা হওয়া কঠিন। সন্তান লালনের খরচ জোগাড় করার পাশাপাশি জাপানি কর্মসংস্কৃতির তীব্র চাহিদাগুলো পূরণ করতে অনেককে সংগ্রাম করতে হচ্ছে। তারা ক্যারিয়ার, পদোন্নতি নিয়ে এতটাই চিন্তিত যে পরিবার শুরু করার ব্যাপারে কথা বলার সুযোগই অনেকে পায় না।

**আপনি জেনে অবাক হবেন, যেখানে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীনের মতো দেশগুলো জনসংখ্যার ভারে ‘হেলে’ পড়ছে সেখানে
জাপানে শিশুজন্মের হার কমতে কমতে ২০ বছর পর কোনো কোনো শহরে শূন্যের ঘরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এভাবে সন্তান নিতে তরুণ দম্পতিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সন্তান প্রতিপালনে ব্যয়, স্কুলের খরচ, বিনা খরচে ছুটি কাটাতে ঘুরে বেড়ানো ও আবাসনে ভর্তুকি দেওয়া হচ্ছে।
তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহ দিতে জাপানের ‍স্থানীয় সরকারগুলো নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে নাগি শহর যেন কিছুটা বেশি এগিয়ে। ওকাইয়ামা বিভাগের কাতসুতা জেলার একটি শহর নাগি।আজ শুক্রবার সিএনএন অনলাইনের খবরে জানানো হয়, নাগিতে সন্তান জন্ম দেওয়ার জন্য দম্পতিদের অর্থ দেওয়া হয়। যত বেশি সন্তান, তত বেশি অর্থ। প্রথম সন্তানের জন্য ১ লাখ ইয়েন বা ৮৭৯ মার্কিন ডলার (প্রায় ৭৩ হাজার ৩৫৮ টাকা), দ্বিতীয় সন্তানের জন্য ১ হাজার ৩৩৫ ডলার (প্রায় ১ লাখ সাড়ে ১১ হাজার টাকা) এবং ধাপে ধাপে পঞ্চম সন্তান পর্যন্ত ৩ হাজার ৫১৮ ডলার ( প্রায় ২ লাখ সাড়ে ৯৩ হাজার টাকা)। ২০০৪ সাল থেকে নাগি এ অর্থ দিয়ে যাচ্ছে।

এতকিছুর পরেও জাপানের জন্মহার গত বছরে ১৮৯৯ সালের পর সর্বনিম্ন।



দেশকে ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) প্লাস্টিকমুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। এই লক্ষ্য অর্জনে সবার আগ...
30/08/2024

দেশকে ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) প্লাস্টিকমুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। এই লক্ষ্য অর্জনে সবার আগে সরকারি দপ্তরগুলোয় প্লাস্টিকের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোয় প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতলে পানি রাখার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Address

Dhaka
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of GenZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share