
01/08/2025
ঢাকা, ৩১ জুলাই, ২০২৫: স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন এনে ‘স্থানীয় সরকার (নির্বাচন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার উঠে গেল। এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) সাপেক্ষে অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
নতুন অধ্যাদেশের মূল পরিবর্তন:
এই অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাতিল করা। ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীকের প্রচলন করেছিল। এই ব্যবস্থা তৃণমূল পর্যায়ে রাজনৈতিক বিভেদ ও সহিংসতা বাড়িয়ে দিচ্ছে বলে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা সমালোচনা করে আসছিলেন। উপদেষ্টা পরিষদ সেই ব্যবস্থা থেকে সরে এসে পূর্বের নির্দলীয় পদ্ধতির নির্বাচনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল।
এর আগে গত ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকারের চারটি আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্যই ছিল দলীয় প্রতীক বাতিল করা। আজকের বৈঠকে সেটিরই চূড়ান্ত রূপ দেওয়া হলো ‘স্থানীয় সরকার (নির্বাচন) অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল পূর্বে জানিয়েছিলেন, "আমরা পূর্ববর্তী ব্যবস্থায় ফিরে যাচ্ছি (যখন দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতো)
এই সিদ্ধান্তের ফলে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা ব্যক্তিগত পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। এই পরিবর্তন তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।