02/11/2025
বর্তমান পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে —
বাংলাদেশে **গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও নির্যাতন** কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
👉 একজন সাংবাদিক কোনো দলের নয় —
তিনি **সত্য, ন্যায় আর জনগণের পক্ষে দাঁড়ানো একজন নিরপেক্ষ কণ্ঠ।**
দুঃখজনকভাবে, আমাদের প্রশাসনেও এমন প্রবণতা দেখা যায় —
যে দল ক্ষমতায় আসে, সেই দলের হয়ে কাজ করাটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে।
🇧🇩 সময় এসেছে এই সংস্কৃতি বদলানোর।
গণমাধ্যম ও প্রশাসন — দুটোই যেন থাকে জনগণের পক্ষে,
দলের নয়, **দেশের স্বার্থে।** ✊
লেখাটিতে কোন ভুল ত্রুটি থাকলে খমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
#স্বাধীন_গণমাধ্যম #সত্যের_পক্ষে #বাংলাদেশ