
08/10/2025
# # 🌾 **মানবতার গল্প | একজন শ্রমজীবী ভাইয়ের মুখে জীবনকথা**
আজ আমি এক শ্রমজীবী ভাইয়ের গল্প শুনলাম…
তার জীবনই আমাদের লড়াইয়ের কারণ।
ভাইটি প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন।
হাতে চা, কাঁধে ব্যাগ, আর চোখে একটাই চিন্তা —
“আজ কাজটা থাকলে বাসার ভাত জুটবে।”
তিনি বলেন,
> “ভাই, আমি কাজ করি ১২ ঘণ্টা, কিন্তু বেতন পাই ৮ ঘণ্টার।
> অসুস্থ হলে ছুটি নেই, তবুও মাসের শেষে হাসিমুখে পেমেন্ট নিতে যাই—
> কারণ আমার পেছনে দুইটা ছোট মুখ চেয়ে থাকে।”
এই মানুষটাই আসলে আমাদের সমাজের নীরব নায়ক।
যার ঘামে দাঁড়িয়ে থাকে শহর, অথচ তারই ঘরে আলো কম জ্বলে।
আমরা যখন বড় বড় বক্তৃতা দিই,
তারা তখন কাজের ফাঁকে একবেলা ভাত খেতে পারেন কি না —
সেই চিন্তায় দিন কাটান।
মানবাধিকার মানে কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়,
মানুষের সম্মান ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাও তার অংশ।
আজকের এই ভাইয়ের চোখে আমি ক্লান্তি দেখিনি,
দেখেছি লড়াইয়ের আগুন —
যে আগুন আমাদের মনে প্রশ্ন জাগায়:
**“এখনও কি সবাই সমানভাবে বাঁচার অধিকার পায়?”**
✊ #মানবাধিকার #মানবতারপক্ষে
ছবি দিতে অনিচ্ছুক থাকায় কার্টুন ছবি ব্যবহার করা হয়েছে।