Humanity Voice by Sohel Rana khan

Humanity Voice by Sohel Rana khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Humanity Voice by Sohel Rana khan, Digital creator, Savar Dhaka, Dhaka.

আমাদের লক্ষ্য হচ্ছে—
👉 সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরা
👉 অন্যায়, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা
👉 ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্য গড়ে তোলা
📢 আমরা কথা বলি তাদের জন্য, যারা কথা বলতে পারে না।

 # # 🌾 **মানবতার গল্প | একজন শ্রমজীবী ভাইয়ের মুখে জীবনকথা**আজ আমি এক শ্রমজীবী ভাইয়ের গল্প শুনলাম…তার জীবনই আমাদের লড়াইয়ে...
08/10/2025

# # 🌾 **মানবতার গল্প | একজন শ্রমজীবী ভাইয়ের মুখে জীবনকথা**

আজ আমি এক শ্রমজীবী ভাইয়ের গল্প শুনলাম…
তার জীবনই আমাদের লড়াইয়ের কারণ।

ভাইটি প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন।
হাতে চা, কাঁধে ব্যাগ, আর চোখে একটাই চিন্তা —
“আজ কাজটা থাকলে বাসার ভাত জুটবে।”

তিনি বলেন,

> “ভাই, আমি কাজ করি ১২ ঘণ্টা, কিন্তু বেতন পাই ৮ ঘণ্টার।
> অসুস্থ হলে ছুটি নেই, তবুও মাসের শেষে হাসিমুখে পেমেন্ট নিতে যাই—
> কারণ আমার পেছনে দুইটা ছোট মুখ চেয়ে থাকে।”

এই মানুষটাই আসলে আমাদের সমাজের নীরব নায়ক।
যার ঘামে দাঁড়িয়ে থাকে শহর, অথচ তারই ঘরে আলো কম জ্বলে।

আমরা যখন বড় বড় বক্তৃতা দিই,
তারা তখন কাজের ফাঁকে একবেলা ভাত খেতে পারেন কি না —
সেই চিন্তায় দিন কাটান।

মানবাধিকার মানে কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়,
মানুষের সম্মান ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাও তার অংশ।

আজকের এই ভাইয়ের চোখে আমি ক্লান্তি দেখিনি,
দেখেছি লড়াইয়ের আগুন —
যে আগুন আমাদের মনে প্রশ্ন জাগায়:
**“এখনও কি সবাই সমানভাবে বাঁচার অধিকার পায়?”**

✊ #মানবাধিকার #মানবতারপক্ষে

ছবি দিতে অনিচ্ছুক থাকায় কার্টুন ছবি ব্যবহার করা হয়েছে।

আমরা বিশ্বাস করি—মানবাধিকার কোনো দয়া নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার। ✊ #মানবতা
07/10/2025

আমরা বিশ্বাস করি—মানবাধিকার কোনো দয়া নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার। ✊
#মানবতা

04/10/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদ...
13/08/2025

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২০২৪ এ বলা হয়েছে এ কথা।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত হয় এই রিপোর্ট। এতে উল্লেখ করা হয় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়।

সেইসাথে, বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু।

মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে।

Address

Savar Dhaka
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Humanity Voice by Sohel Rana khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humanity Voice by Sohel Rana khan:

Share