Oeite Chowdhury

Oeite Chowdhury Personal blog

That was her day….
27/12/2025

That was her day….


08/12/2025
01/12/2025

Me & myself 😎

14/11/2025



তুমি ভুল কিংবা ফুল…. ☕️
09/11/2025

তুমি ভুল কিংবা ফুল…. ☕️

মানুষের লাইফে ভালো থাকাটা, খারাপ থাকাটা একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে পুরো বিষয়টা সুন্দর। ভালো থাকা টা সুন্দর খ...
08/11/2025

মানুষের লাইফে ভালো থাকাটা, খারাপ থাকাটা একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে পুরো বিষয়টা সুন্দর। ভালো থাকা টা সুন্দর খারাপ থাকাটাও সুন্দর। তাই আমি সুন্দর থাকতে চাই। 💁🤷

Churi & saree from Aazeen

গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি ডিপ্রেশনে আক্রান্ত নারীরা প্রায় ৬০ থেকে ৭২ দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি রাখ...
30/07/2025

গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি ডিপ্রেশনে আক্রান্ত নারীরা প্রায় ৬০ থেকে ৭২ দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতি রাখতে অসুবিধায় পড়েন। একটি উল্লেখযোগ্য গবেষণায় (Yvette I. Sheline et al., 1999, Proceedings of the National Academy of Sciences) দেখা গেছে, হতাশাগ্রস্ত নারীদের হিপোক্যাম্পাসের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যায় — যা মস্তিষ্কের সেই অংশ যা স্মৃতি সংরক্ষণ ও নতুন তথ্য প্রক্রিয়াকরণের জন্য দায়ী। দীর্ঘ সময় ধরে ডিপ্রেশন থাকলে কর্টিসল নামক স্ট্রেস হরমোন অতিরিক্ত নিঃসরণ হয়, যা হিপোক্যাম্পাসের কোষের ক্ষ'তি করে এবং নিউরোনাল কানেকশন দুর্বল করে। এর ফলে শর্ট-টার্ম মেমোরি ও কগনিটিভ ফাংশন কমে যায়।
এই গবেষণাগুলোর আলোকে বিজ্ঞানীরা বলছেন, ডিপ্রেশন শুধু মানসিক নয় — এটি একটি নিউরোবায়োলজিক্যাল সমস্যা, যার ফলে নারীদের মস্তিষ্কে গঠনগত এবং কার্যকরী পরিবর্তন ঘটে। শুধু নারীরাই নয়, পুরুষরাও ডিপ্রেশনে পড়লে স্মৃতিশক্তি হারাতে পারেন। তবে গবেষণায় দেখা গেছে, নারীরা এই সমস্যায় তুলনামূলকভাবে বেশি ভোগেন।তাই নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।

Stay with Aazeen
30/07/2025

Stay with Aazeen

এই বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
21/07/2025

এই বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে,প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপ...
03/07/2025

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে,প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।

ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না’, তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে। 💛

লেখা- Sharmeen Shoheli
Collected

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।খরচ করার পর খারাপ লাগে।তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে য...
29/06/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর খারাপ লাগে।
তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি 😋

এই ফুলটা আমার গাছের খুবই সুন্দর বেগুনি কালার একটা ফুল।
নাম: Ruellia (পটপটি)

It's my birthday.... 🎂
26/06/2025

It's my birthday.... 🎂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oeite Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oeite Chowdhury:

Share