We are students of national University

We are students of national University Education and Entertainment

15/07/2025
01/07/2025

বাসায় বসে কম্পিউটার শিখুন – ময়মনসিংহে!
আপনি যদি 👩‍🎓 ছাত্রছাত্রী, 👨‍💼 চাকরিজীবী, কিংবা 👩‍👧 গৃহিণী হন — তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ!

✅ কম্পিউটার শেখা এখন খুব সহজ
✅ বাসায় বসেই শিখতে পারবেন (বাসায় গিয়ে শেখানো হবে)
✅ প্র্যাকটিক্যাল ক্লাস + হ্যান্ডস-অন ট্রেনিং

📍 লোকেশন: ময়মনসিংহ শহরের যেকোনো এলাকায়
📅 সময়: আপনার সুবিধামতো সময় অনুযায়ী

📞 এখনই ইনবক্স করুন বা কল করুন:
01518412298

29/05/2025

সরকারি কর্মচারী অধ্যাদেশ ২০২৫

কিছু দায়িত্বশীল ব্যক্তি বিষয়টি না বুঝে সাধারণ জনগণের মত কথা বলছে। অন্যায় করলে শাস্তির বিধান আগে থেকেই ছিল।

নতুন অধ্যাদেশে যেটা করা হয়েছে - অভিযোগ উঠলেই শাস্তির ব্যবস্থা। প্রমাণ করার প্রয়োজন নেই। প্রমাণ ছাড়া শাস্তির ব্যবস্থা কোনো সভ্য সমাজে হয় না। সরকারি কর্মচারীদের আপত্তি টা এখানেই।

সরকারি চাকরি খুবই কঠিন, ঝুকিপূর্ণ ও ষড়যন্ত্র মূলক একটা চাকরি। এখানে অনেকের স্বার্থ জরিত থাকে। কারও স্বার্থের বিরুদ্ধে গেলেই সে ষড়যন্ত্র করে একজনকে ফাঁসিয়ে দিতে পারে। এজন্য তদন্ত করা প্রয়োজন। তদন্ত ছাড়াই বরখাস্ত করা জুলম করার সামিল।

আশা করি বিষয় টা বুঝতে পেরেছেন।

29/05/2025

মিথ্যা অভিযোগে কারো চাকরি চলে যাবে কিন্তু সে আদালতে বিচার চাইতে পারবে না ??? এই আইন কি আপনি ‍সরকারি চাকরিজীবী হলে মেনে নিতেন ?

সচিবালয়ের আন্দোলন নিয়ে ফ্রেন্ডলিস্টের অনেককে না বুজেই মন্তব্য করে দেখলাম । আসলে কোন বিষয়ে বিস্তারিত না জেনে চিলে কান নিয়ে গেলো শুনে চিলের পিছনে দৌড়ানো আমাদের পুরনো অভ্যাস । আর সরকারি চাকরিজীবীদের নিয়ে মানুষের কেন জানি চুলকানি বেশি ।

আসেলে সরকারি চাকরির নতুন আইনে দুর্নীতি, চুরি, তদবির বাণিজ্য বা ঘুষ সংক্রান্ত অপরাধের বিচার বা শাস্তির বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। অথচ আপনারা ভাবতেছেন দুর্নীতি, চুরি, তদবির বাণিজ্য বা ঘুষ সংক্রান্ত বিষয়ে আইন করায় সচিবালয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করতেছে ।
কিন্তু কেউ জানেনা আসলে আন্দোলন হচ্ছে অনানুগত্যের অজুহাতে শাস্তির আইনের বিরুদ্ধে ।
🔴 অনানুগত্যের অজুহাতে শাস্তি:
এই আইনে বলা হয়েছে, যদি কোনো কর্মচারী "অনানুগত্য প্রকাশ" করেন, তাহলে তাকে চাকরি থেকে অপসারণ, বরখাস্ত অথবা নিম্নতম বেতন গ্রেডে নামিয়ে আনা যাবে। কিন্তু কোথাও স্পষ্ট করে বলা হয়নি—"অনানুগত্য" বলতে কী বোঝানো হয়েছে। ফলে একজন কর্মকর্তা তার ইচ্ছামতো যেকোনো বক্তব্য বা আচরণকে অনানুগত্য হিসেবে ধরে শাস্তি দিতে পারেন।
🔴 কর্ম সম্পাদনে ব্যর্থতার ফাঁদ:
আইনে বলা হয়েছে, যদি কোনো কর্মচারী কর্ম সম্পাদনে ব্যর্থ হন, তাহলে তাকেও একই ধরনের শাস্তি দেওয়া যাবে। কিন্তু "ব্যর্থতা" নির্ধারণের মানদণ্ড নেই। উদাহরণস্বরূপ, একজন কর্মকর্তা যদি ২ ঘণ্টার কাজ মাত্র ১০ মিনিটে করে দিতে বলেন, আর কর্মচারী সেটি না পারলে, সেটিকে ব্যর্থতা দেখিয়ে শাস্তি দিতে পারেন।
🔴 স্বেচ্ছাচারিতার আশঙ্কা:
এইসব অস্পষ্ট ধারাগুলোর কারণে কোনো কর্মকর্তা চাইলেই একটি অজুহাত তৈরি করে একটি ন্যায়পরায়ণ কর্মচারীকেও চাকরি থেকে অপসারণ করতে পারেন—বিশেষ করে যখন কর্মচারী কোনো অন্যায় আদেশ মানতে অস্বীকৃতি জানায়।
🔴 আইনগত প্রতিকার নেই:
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এ ধরনের শাস্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ারও সুযোগ রাখা হয়নি। মিথ্যা অভিযোগে কারো চাকরি চলে যাবে কিন্তু সে আদালতে বিচার চাইতে পারবে না। ফলে একজন সরকারি চাকরিজীবী পুরোপুরি ঊর্ধ্বতন কর্মকর্তার দয়া ও মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়বেন।
🔴 নারী কর্মীদের জন্য ঝুঁকি:
যদি কোনো নারী কর্মচারী কর্মকর্তার অনৈতিক প্রস্তাবে রাজি না হন, তাহলে তাকেও অনানুগত্য বা কর্মদক্ষতার অভাবের অজুহাতে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এর ফলে নারীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে।
মনে রাখা জরুরি:
“পানি সবসময় নিচের দিকেই গড়ায়।”
অর্থাৎ, এই আইন বাস্তবে যাদের উপর প্রয়োগ হবে, তারাই জানেন এর প্রকৃত যন্ত্রণা। যারা নিজেরা সরকারি চাকরিতে নেই, তারা হয়তো এসব কথার গভীরতা উপলব্ধি করতে পারবেন না।
👉 এই আইনে আরও অনেক অসংগতি রয়েছে, যা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠবে। এই আইন সংশোধন না হলে এর শিকার হবেন সাধারণ কর্মচারীরাই।

23/04/2025
21/04/2025

আর কোনো মেয়ের ওড়না /শাড়ি রিকশার চাকায় যেতে লাগলে চিল্লায়া সতর্ক করবেন না। বাসে সিট না পেলে দয়া করে নিজের জায়গা ছেড়ে দিবেন না। জনবহুল রাস্তা পারাপারের সময় এগিয়ে যাবেন না কোনো হেল্প করতে।
রাস্তায় বিপদে পড়লে কোনো সাহায্য করতে যাবেন না।

পরিশেষে; আশেপাশে মেয়ে থাকলে হাসবেন না।
কারন ? বিপদে পড়বেন। প্রাণ হারাবেন। ওদের কম বেশি সবারই এঁড়ে-গরু আছে ।আর সেই এঁড়ে টা মানসিক বিকারগ্রস্ত ও সে/স্কুয়াল ফ্রাস্ট্রেটেড। এদের মাথায় GF এর বডি পার্টসের নাটবল্টু মুখস্থ। আপনাকে নিয়ে মস্তিষ্কের ভেতরে সেই পার্টসের ছবি এঁকে এরা আপনাকে আ/ক্রমণ করে বসবে।
copy

21/04/2025

কারিগরি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। ১৬ এপ্রিল সাতরাস্তায় তাঁদের অবস্থান কর্মসূচিতে রাজধানীজুড়ে...

21/04/2025

কারিগরি সেক্টর ধ্বংসের মূলে রয়েছে শিক্ষকদের একটি অদৃশ্য সিন্ডিকেট।

19/04/2025

পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা ক্রাফট ইনস্ট্রাক্টর পদের বিরুদ্ধে যে আন্দোলন করছে তার কিছু বিষয় তুলে ধরলাম। ক্রাফট ইনস্ট্রাক্টর পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থ, রসায়ন ও গনিত থেকে প্রায় ২৫০ জন জব পায় ২০২১ সালে।
মহামান্য হাইকোর্ট ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক ও নন-টেক পদে) পদে পদোন্নতির রাই দেই। এই রায় পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা মানে না। যার ফলে তারা জেনারেল শিক্ষার্থী যারা আছে তাদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে। যারা পদার্থ, রসায়ন ও গনিতের ছাত্র তাদের জন্য আরও ৪৪০০ পোষ্ট খালি আছে।

যেগুলোর ডিপ্লোমারা দখল করতে চায়।

শিক্ষকদের ইন্দনে ছাত্ররা রাস্তায় ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করছে
17/04/2025

শিক্ষকদের ইন্দনে ছাত্ররা রাস্তায় ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করছে

পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টররা দীর্ঘদিন পদোন্নতি পাচ্ছেন না। এর ফলে আদালতে একটি মামলা করেছেন ক্....

14/04/2025

এই আন্দোলন সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের অস্তিত্বের আন্দোলন। তাই সবাইকে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে।
ডিপ্লোমা কোটা নিপাত যাক
ইঞ্জিনিয়ারিং সেক্টর মুক্তি পাক ✌️✊
কোটা মুক্ত নতুন বাংলাদেশ চাই ✊✊✊

12/04/2025

এদের কি মাথায় ঘিলু নাই?
প্রাইমারি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েটরা শিক্ষক!
হাই স্কুল শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েটরা শিক্ষক!
কলেজ এর শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট বিসিএস ক্যাডার শিক্ষক!
ভার্সিটির জন্য পিএইচডি হোল্ডারা শিক্ষক!
আর এরা কোন গ্রহের শিক্ষার্থী যে এদের এইচএসসি সমতুল্য ডিপ্লোমা ধারি শিক্ষক দরকার, এদের বিবেক কোথায়!!! ভাবতেই কেমন লাগে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন, আমিন

Address

Dhaka, Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when We are students of national University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We are students of national University:

Share