By the People of Bangladesh, For the People of Bangladesh

By the People of Bangladesh, For the People of Bangladesh Bangladesh and its people are a constant source of pride and inspiration for its citizens.

The country's democratic values, commitment to human rights, and pursuit of sustainable development are globally admired.

"তেরা মেরা রিশতা কেয়া?  লা ইলাহা ইল্লাল্লাহ!"
05/10/2024

"তেরা মেরা রিশতা কেয়া?
লা ইলাহা ইল্লাল্লাহ!"

ভাবুন দেশ আগে নাকি নিজের দাবি আগে?০১.আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বিদ্যুৎ সংকট...
23/08/2024

ভাবুন দেশ আগে নাকি নিজের দাবি আগে?

০১.
আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বিদ্যুৎ সংকট কিন্তু শুরু হয়ে গিয়েছে।
০২.
ত্রিপুরার ডুম্বুর গেইট খুলে দেওয়া হয়েছে। যেকারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
০৩.
সামনে হয়তো ভারত পেয়াজ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করা বন্ধ রাখবে।
০৪.
সাবেক প্রাইম মিনিস্টার দিল্লিতে থাকায় সেখান থেকে ভারত একের পর এক চেষ্টা চালিয়েই যাবে ইন্টারিম সরকারকে অস্থিতিশীল করে তুলতে।
এর প্রথম কারণ হচ্ছে নয়াদিল্লি আগামী কয়েকমাস বাংলাদেশকে প্রচুর চাপে রেখে বিগত সরকারের স্বাক্ষর করা চুক্তিগুলো বহাল রাখতে চায়।
দ্বিতীয়ত, বিজেপি আর কংগ্রেস উভয়ই বাংলাদেশ ইস্যুতে এক। বিগত পনেরো বছর ধরে তারা বাংলাদেশ থেকে নানা সুবিধা পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছে।
তাই তারা এমন একটা পলিটিক্যাল স্যাটেলমেন্ট চায় যারা এখনো তাদেরকে দিয়েই যাবে।
তৃতীয়ত, বাংলাদেশের জুলাই বিপ্লবের ঢেউ আশেপাশের রিজিয়নে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই এই বিপ্লব সফল হয়ে স্বাধীনতাকামী অঞ্চলগুলেতে বিপ্লবের স্পিরিট ছড়িয়ে পরুক সেটাও চাচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই সময়টা খুবই টাফ হয়ে যাচ্ছে।
তাই ফরেইন প্রেশারের পাশাপাশি আমরাও যদি নানা দাবি-দাওয়া নিয়ে এখনি অভ্যন্তরীণ প্রেশার ক্রিয়েট করি তাহলে এই সরকারের পক্ষে সবকিছু মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তাই ভাবুন দেশ আগে নাকি নিজের দাবি আগে?

মধ্যরাতে হঠাৎ করে খুলে দেওয়া হইলো, এটা বিচ্ছিন্ন ঘটনা না• ২০২৪ আগস্ট - ডুম্বুর বাধ হঠাৎ খুলে দেওয়া হইলো। (১)• ২০২৩ অক্টো...
22/08/2024

মধ্যরাতে হঠাৎ করে খুলে দেওয়া হইলো, এটা বিচ্ছিন্ন ঘটনা না

• ২০২৪ আগস্ট - ডুম্বুর বাধ হঠাৎ খুলে দেওয়া হইলো। (১)
• ২০২৩ অক্টোবর - গজলডোবা বাধ হঠাৎ খুলে দেওয়া হইলো। (২)
• ২০২২ জুন - হঠাৎ তীস্তায় ৪৪টা বাধের গেইট খুলে দেওয়া হইলো। (৩)
• ২০২১ আগস্ট - হঠাৎ তীস্তায় ৪৪টা বাধের গেইট খুলে দেওয়া হইলো। (৪)
• ২০২০ জুলাই - প্রত্যেকটা তীস্তার বাধ খুলে রাখা হইলো। (৫)
• ২০১৯ সেপ্টেম্বর - হঠাৎ ফারাক্কা বাধ খুলে দিলো। (৬)
• ২০১৮ সেপ্টেম্বর - শুকনা লেকের বাধ হঠাৎ খুলে দিলো। (৭)
• ২০১৭ জুলাই - গজলডোবাতে ৫৪টা গেট খুলে দেওয়া হইলো। (৮)
• ২০১৬ আগস্ট - ফারাক্কা বাধের সব কয়টি গেট খুলে দেওয়া হইলো। (৯)
• ২০১৫ আগস্ট - হঠাৎ খইতোলা বাধ দিয়ে পশ্চিমবঙ্গের পানি বাংলাদেশে ঢুকলো। (১০)

প্রাকৃতিক কারণে (যেমন অতি বৃষ্টি) হইলে ইন্ডিয়া বাধ খুলতে বাধ্য, সেটা নিয়ে আপত্তি নাই। আপত্তি হইলো কেনো “সব গেট” অথবা “অনেক গেট” খুলে দিতে হবে, এবং সেগুলো “হঠাৎ” করে হবে কেনো?
ইন্ডিয়া যদি অল্প অল্প করে গেট খুলে যাতে বাধের পানি আমাদের উপরে ভয়ানকভাবে আছড়ে না পরে, যদি স্রোতের গতি কমায়ে আনে, পানি আসার পরিমাণ কমায়ে আনে – আর আমাদেরকে আগে থেকে জানিয়ে প্রস্তুতির সময় দেয়, তাহলে বাংলাদেশের ক্ষতি অনেক কম হইতো।
বিগত ১০ বছরের রেফারেন্স দিলাম। সুতরাং ডুম্বুর বাধ যে ইচ্ছা করে মধ্যরাতে হঠাৎ করে খুলে দেওয়া হইলো, এটা বিচ্ছিন্ন ঘটনা না।

15/08/2024

"আংকেল, আমার আব্বুর তো কোনো দোষ নাই। আব্বুর সব শেষ। আমরা এখন কোথায় যামু? কী খামু?"
আতিকুর রহমান, চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে

দেশতো স্বাধীন হলো কিন্তু যারা আহত এবং চিকিৎসাধীন তাদের দায়িত্বভার কারা নিবে? জাতির কাছে প্রশ্ন পারলে উত্তর দিয়েন
13/08/2024

দেশতো স্বাধীন হলো কিন্তু যারা আহত এবং চিকিৎসাধীন তাদের দায়িত্বভার কারা নিবে? জাতির কাছে প্রশ্ন পারলে উত্তর দিয়েন

ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের ভূতুড়ে বিল পপুলার হাসপাতালের | Quota Andolon | Popular medicalWel...

11/08/2024

নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন

11/08/2024

কেও রাজনীতি করতে চাইলে উচিত, আগে খেলা থেকে অবসর নেয়া: ক্রিকেটার সোহান

এক সময় শোনতাম এবং মানতাম যে প্রবীণদের থেকেই নবীণরা শিখে। কিন্তু বিশ্বাস করুন আমি এক অদম্য ছাত্র সমাজকে দেখতে পাচ্ছি যাদে...
09/08/2024

এক সময় শোনতাম এবং মানতাম যে প্রবীণদের থেকেই নবীণরা শিখে। কিন্তু বিশ্বাস করুন আমি এক অদম্য ছাত্র সমাজকে দেখতে পাচ্ছি যাদের কাছ থেকে আমরা প্রবীণরা শিখবো। কি করে এক হয়ে লড়া যায়, কি করে এক হয়ে জীবন-মৃত্যু বরণ করা যায়।

সুকান্ত ভট্টাচার্যের ভাষায় :-
তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

নতুন রূপে আমার বাংলাদেশ 2.0 🇧🇩
09/08/2024

নতুন রূপে আমার বাংলাদেশ 2.0 🇧🇩

সুনিশ্চিত না হয়ে কোন পোস্ট শেয়ার করবেন না। ভিতি সৃষ্টি করবেন না। ২০১৯ সালে একজন মা রানু আপনাদের তৈরি করা "পদ্মা সেতুতে ম...
09/08/2024

সুনিশ্চিত না হয়ে কোন পোস্ট শেয়ার করবেন না। ভিতি সৃষ্টি করবেন না। ২০১৯ সালে একজন মা রানু আপনাদের তৈরি করা "পদ্মা সেতুতে মাথা" নামক গুজবে বাড্ডাতে খুন হয়েছিলেন।

শহীদ আবু সাইদ ভাই এর পরিবারের চিন্তা চেতনা খুবই ভালো,দেখে খুব খুশি লাগলো।♥️♥️ আল্লাহ ভাইকে জান্নাতের উচু মাকাম দান করুন।...
09/08/2024

শহীদ আবু সাইদ ভাই এর পরিবারের চিন্তা চেতনা খুবই ভালো,দেখে খুব খুশি লাগলো।♥️♥️
আল্লাহ ভাইকে জান্নাতের উচু মাকাম দান করুন।♥️♥️

শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান  থেকে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিম...
09/08/2024

শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিমূলক সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর দস্যুবৃত্তির অবসান হওয়া জরুরি।

আমার বিশ্বাস, এটা প্রায় সকল অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবি।

Address

Keraniganj
Dhaka
1421

Alerts

Be the first to know and let us send you an email when By the People of Bangladesh, For the People of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share