O Dado

O Dado the purpose of opening this page is entertainment, some messages, communication etc. I am a simple person, love to travel.

I like friendship with people,
I like lot of natural scenery.

24/05/2025

প্রতারনা , বেইমানি, যারা কথার বরখেলাপ করে। আমি তাদের দলে নাই। তাদেরকে পছন্দ করি না।

21/02/2025

ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।💚

23/01/2025

বেশিরভাগ শিক্ষিত মানুষ গুলোই চোর, বাটপার, হিংসুটে, অহংকারী, লোভী, দূর্নীতি, ও শিক্ষিত মূর্খ।😥😥😥

19/01/2025

মানুষ অমানুষ হয় শুনছি, কিন্তু এতোটাই অমানুষ হয় তা জানতাম না ।
বিবেক হীন মানুষ।😥😥

যদি তোমার দেখা না পাই, প্রভু ,এবার এ জীবনে  তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয়  মনে। যেন ভুলে না যাই,  বেদনা পাই শয়নে...
18/01/2025

যদি তোমার দেখা না পাই, প্রভু ,
এবার এ জীবনে
তবে তোমায় আমি পাই নি যেন
সে কথা রয় মনে।
যেন ভুলে না যাই, বেদনা পাই
শয়নে স্বপনে।

14/01/2025

কত অজানারে জানাইলে তুমি,
কত ঘরে দিলে ঠাই -----
দূরকে করিলে নিকট ,বন্ধু ,
পরকে করিলে ভাই।

13/01/2025

বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যতিত চিতে
নাইবা দিলে সান্তনা,
দুঃখে যেন করিতে পরি জয় ।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে ,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমার তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা,
তারিতে পারি শক্তি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাইবা দিলে সান্তনা ,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে দুঃখের দিনে
তোমারি মুখ লইব চিনে,
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা।
তোমারে যেন না করি সংশয়

02/01/2025

শেষের কবিতা।

"আমি ঘর বানিয়েছিলুম । আজ সকালে তোমার কথা মনে হল , তুমি তার মধ্যে পা দিতে কুন্ঠিত।
আজ দু মাস ধরে মনে মনে ঘর সাজালুম ।
তোমাকে ডেকে বললুম , এসো বধূ , ঘরে এসো।
তুমি আজ বধূসজ্জা খুসিয়ে ফেললে,
বললে, এখানে জায়গা হবে না বন্ধু,
চিরদিন ধরে আমাদের সপ্তপদীগমন হবে । "

01/01/2025

এমন একটা দেশ দেখতে চাই যে খানে কোন পা চাটা তৈল বাজ আমলা থাকবেনা,, যে খানে অপরাধীকে নিরবে মুক্তি দিবে না এবং অপরাধীকে অপরাধ করতে সরকারি কর্মকর্তা বা কোন রাজনৈতিক দল সহযোগিতা করবেনা। এবং অপরাধীকে কোন বাহিনী পালিয়ে যেতে সাহায্য করবেনা।

30/12/2024

আ'প'নি বর্তমান সময়ে যতো তৈল মারতে পারবেন বা চাপা মারতে পারবেন ততোই আপনি সবার কাছে ভালো হ'বে'ন 😥😥

30/12/2024

For god's sake,,
Hold your tongue
And let me love

29/12/2024

কালো রং টা বড়ই একটা অদ্ভুত,
চোখে লাগালে কাজল !!
কপালে লাগালে টিপ!!
আর যদি চরিত্রে লাগে তাহলে কলঙ্ক!!!😲😲

Address

Uttra. Dhaka1230
Dhaka

Telephone

+8801998142542

Website

Alerts

Be the first to know and let us send you an email when O Dado posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to O Dado:

Share

Category