06/07/2025
সখের বা প্রিয় একজন নারীকেও পুরুষেরা কখনো কখনো ছেড়ে যেতে বাধ্য হয়। এর পেছনে নানা মানসিক, সামাজিক এবং পারস্পরিক কারণ থাকে। নিচে কিছু সাধারণ কারণ উল্লেখ করা হলো যেসব কারণে একজন পুরুষ সখের নারীকেও ছেড়ে যেতে পারে: ১. অভিমান ও মানসিক কষ্ট, নারী যদি বারবার অবহেলা করে, কথা শুনতে না চায়, অথবা ছোট ছোট বিষয়ে দোষ দেয়—তাতে পুরুষ মানসিকভাবে কষ্ট পেতে পেতে এক সময় দূরে সরে যায়। ২. পারস্পরিক সম্মান ও মূল্যবোধের অভাব প্রেম বা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধা জরুরি। যদি একজন নারী বারবার পুরুষের সিদ্ধান্ত, স্বপ্ন বা ভালোবাসাকে তুচ্ছ করে দেখে, তাহলে সেই পুরুষ এক সময় নিজেকে গুটিয়ে নেয়। ৩. বিশ্বাসের ঘাটতি যদি নারী বারবার সন্দেহ করে, বিশ্বাস না করে, বা বারবার অতীত টেনে আনে—তাহলে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। বিশ্বাসহীন সম্পর্কে কেউ বেশিদিন থাকতে পারে না।৪. নিয়ন্ত্রণের চেষ্টা কিছু নারী সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ চায়—কে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে ইত্যাদি। এটি ধীরে ধীরে পুরুষের স্বাধীনতা ও মানসিক শান্তি কেড়ে নেয়। ৫. সমঝোতার অভাব ছোটখাটো ঝগড়া, মতের অমিল, বা জীবনদর্শনে পার্থক্য থাকতেই পারে। কিন্তু যদি দুইজনের কেউই একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে না চায়, সম্পর্ক ভেঙে পড়ে।৬. নিজেকে হারিয়ে ফেলা অনেক সময় পুরুষরা সম্পর্কের কারণে নিজের পরিবার, বন্ধুবান্ধব, স্বপ্ন, এমনকি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। যখন সে বুঝতে পারে যে এই সম্পর্ক তাকে ‘সে নিজে’ হতে দিচ্ছে না—তখন সরে যাওয়াই তার একমাত্র পথ হয়ে দাঁড়ায়।৭. অতীতের সম্পর্কের প্রভাব কখনো কখনো নারীর আগের সম্পর্ক বা অতীত আচরণ পুরুষের মনে অনিরাপত্তা ও অস্থিরতা তৈরি করে। যদি নারী সেই অতীতকে পেছনে ফেলে আসতে না পারে, তা সম্পর্ক নষ্ট করে।৮. ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্য, কিছু পুরুষ বুঝতে পারে যে দীর্ঘমেয়াদে এই নারীর সাথে তার জীবনের লক্ষ্য, মূল্যবোধ, জীবনযাত্রা এক নয়। তখন সে সরে যাওয়াটাকেই শ্রেয় মনে করে, যদিও সে সেই নারীকে ভালোবাসে। শেষ কথা: ভালোবাসা টিকে থাকে কেবল ভালোবাসায় নয়—সমঝোতা, সম্মান, বিশ্বাস, স্বাধীনতা, ও পারস্পরিক বোঝাপড়ায়। যখন এগুলোর অভাব হয়, তখন প্রিয় মানুষকেও ছেড়ে যেতে হয়।
(I wish) আমার ইচ্ছা (M)