Rabbi Official Bloger

Rabbi Official Bloger welcome to my page

06/07/2025

সখের বা প্রিয় একজন নারীকেও পুরুষেরা কখনো কখনো ছেড়ে যেতে বাধ্য হয়। এর পেছনে নানা মানসিক, সামাজিক এবং পারস্পরিক কারণ থাকে। নিচে কিছু সাধারণ কারণ উল্লেখ করা হলো যেসব কারণে একজন পুরুষ সখের নারীকেও ছেড়ে যেতে পারে: ১. অভিমান ও মানসিক কষ্ট, নারী যদি বারবার অবহেলা করে, কথা শুনতে না চায়, অথবা ছোট ছোট বিষয়ে দোষ দেয়—তাতে পুরুষ মানসিকভাবে কষ্ট পেতে পেতে এক সময় দূরে সরে যায়। ২. পারস্পরিক সম্মান ও মূল্যবোধের অভাব প্রেম বা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধা জরুরি। যদি একজন নারী বারবার পুরুষের সিদ্ধান্ত, স্বপ্ন বা ভালোবাসাকে তুচ্ছ করে দেখে, তাহলে সেই পুরুষ এক সময় নিজেকে গুটিয়ে নেয়। ৩. বিশ্বাসের ঘাটতি যদি নারী বারবার সন্দেহ করে, বিশ্বাস না করে, বা বারবার অতীত টেনে আনে—তাহলে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। বিশ্বাসহীন সম্পর্কে কেউ বেশিদিন থাকতে পারে না।৪. নিয়ন্ত্রণের চেষ্টা কিছু নারী সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ চায়—কে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে ইত্যাদি। এটি ধীরে ধীরে পুরুষের স্বাধীনতা ও মানসিক শান্তি কেড়ে নেয়। ৫. সমঝোতার অভাব ছোটখাটো ঝগড়া, মতের অমিল, বা জীবনদর্শনে পার্থক্য থাকতেই পারে। কিন্তু যদি দুইজনের কেউই একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে না চায়, সম্পর্ক ভেঙে পড়ে।৬. নিজেকে হারিয়ে ফেলা অনেক সময় পুরুষরা সম্পর্কের কারণে নিজের পরিবার, বন্ধুবান্ধব, স্বপ্ন, এমনকি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। যখন সে বুঝতে পারে যে এই সম্পর্ক তাকে ‘সে নিজে’ হতে দিচ্ছে না—তখন সরে যাওয়াই তার একমাত্র পথ হয়ে দাঁড়ায়।৭. অতীতের সম্পর্কের প্রভাব কখনো কখনো নারীর আগের সম্পর্ক বা অতীত আচরণ পুরুষের মনে অনিরাপত্তা ও অস্থিরতা তৈরি করে। যদি নারী সেই অতীতকে পেছনে ফেলে আসতে না পারে, তা সম্পর্ক নষ্ট করে।৮. ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্য, কিছু পুরুষ বুঝতে পারে যে দীর্ঘমেয়াদে এই নারীর সাথে তার জীবনের লক্ষ্য, মূল্যবোধ, জীবনযাত্রা এক নয়। তখন সে সরে যাওয়াটাকেই শ্রেয় মনে করে, যদিও সে সেই নারীকে ভালোবাসে। শেষ কথা: ভালোবাসা টিকে থাকে কেবল ভালোবাসায় নয়—সমঝোতা, সম্মান, বিশ্বাস, স্বাধীনতা, ও পারস্পরিক বোঝাপড়ায়। যখন এগুলোর অভাব হয়, তখন প্রিয় মানুষকেও ছেড়ে যেতে হয়।
(I wish) আমার ইচ্ছা (M)

ঘোড়ায় চড়ে কবর খোঁড়া মনু মিয়া আর নেই
28/06/2025

ঘোড়ায় চড়ে কবর খোঁড়া মনু মিয়া আর নেই

26/06/2025

আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরাইলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলত

26/06/2025
ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন।...
21/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?
বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।

ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।

ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট
পড়ে আছে যাতে লেখা:
যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম!

শিক্ষা: মি'থ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে র'ক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।
#জীবন_চক্র
#

05/06/2025

বাবার লা শ দাফন করে ছেলেকে পশুর হাটে আসতে হলো কেন?

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
05/06/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

23/05/2025

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুজুন দেনা পরিশোধ করুন। এটাই উত্তম ইবাদত।।

21/05/2025

যাকে আপনি শখের নারী ভাবতেন তারে নিয়ে কিছু কথা, শখের নারী ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কাজিন, এগুলা থাকবেই। এর পরে রাত ১০ টা বাজে গুম পায়, কিন্ত অন্য আইডিতে ডুকবে ২ টা বাজে অনলাইন থাকলে বলবে ডাটা অন ছিল, ওয়েটিং পেলে বলব মামা, খালা, আন্টি, ফ্রেন্ড কল দিছিলো একটা না একটা অজুহাত থাকবেই৷ ফেসবুক আইডি একাদিক থাকবে যানবেনও না,তিলরে তাল বানাতে সময় লাগে না। খুব সুন্দর সুন্দর কথা থাকবে মিস্টি মিস্টি আহ গলে যাবেন । মনে হবে যাকে মনে মনে খুঁজছেন এই সেই ব্যক্তি।আপনাকে সে তার জীবনের থেকে বেশি ভালোবাসে এমন মিথ্যা আশা মিথ্যা সপ্ন দেখাবে। দুষ্ট লোকের মিষ্টি কথা বুজতেই পারবেন না। আপনি যখনই তার প্রতি আসক্ত হবেন, কিছু দিন যেতেই না যেতে দেখবেন৷ আপনার থেকে বেটার অপশন পেলে আস্তে আস্তে এমন আচারন শুরু হবে। সব দোষ আপনার ভালো কথাটাও তেঁতো লাগবে আপনার প্রতি বিরক্ত হবে। একটা মিথ্যা অজুহাত দিয়ে আপনার লাইফটা কে তচনচ করে চলে যাবে, আর বলবে দোয়া করি আমার থেকে ভালো কাউকে পাবে৷ ১২ বাতারীরা এমনি হয়।
এগুলে আমি নিজেকে ফেইস করতে হয়েছে নিজেকে।
💔
#

সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। ৫০ বছর ধরে এক টাকাও নেননি কাজের জন্য।এখন তিনি নি...
19/05/2025

সারা জীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। ৫০ বছর ধরে এক টাকাও নেননি কাজের জন্য।
এখন তিনি নিজেই হাসপাতালের বেডে। আর এই সুযোগে কেউ একজন তাঁর সবচেয়ে প্রিয় সাথী, নিজের কেনা ঘোড়াটিকে মেরে ফেলেছে!

দূরের জায়গায় কবর খুঁড়তে সহজে পৌঁছানোর জন্য মনু মিয়া নিজের ধানের জমি বিক্রি করে এই ঘোড়াটা কিনেছিলেন।

ভাবা যায়, মানুষ কতটা অকৃতজ্ঞ আর নিষ্ঠুর হতে পারে?

পোস্টটি শেয়ার করে মনু মিয়ার এই অসহায় অবস্থার কথা ছড়িয়ে দিন,
সবাই জানুক মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে।এই দেশের জন্য এখন র'ক্ত দিয়ে যু'দ্ধ করবেন,
৫০ বছর পরে এ জাতি আপনাকে নায়ক থেকে ভিলেন করে দেবে। একজন স্বেচ্ছায় গোরখদক এর পুরস্কার যদি হয় এই ছবিটা, কত অকৃতজ্ঞ জাতি আমরা 🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rabbi Official Bloger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share