16/08/2025
পুরুষ তোমার টাকা নেই,, সমাজে তোমার কোন সন্মান নেই।! তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার,, আত্মীয় স্বজন,, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্রেমিক হও,, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।!
পুরুষ তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে। তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।! তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে!।
মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গা*লা'গালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।!
তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার র'ক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।! তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স!।
পুরুষ তোমার টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কা'পুরুষ। টাকা থাকলে তোমার সব কথাই বাণী।! আর না থাকলে নর্দমার পানি।!
তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে।! কারণ তুমি পুরুষ।! তুমি মানুষ নও তুমি শুধুই একটা র'ক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের
মেশিন!। এটাই বাস্তবতা!