03/07/2025
জুলাই আন্দোলনে ঢাকার প্রবেশ মুখ যাত্রাবাড়ী দখল করা ছিল আন্দোলন সফল হওয়ার অন্যতম কারন। ঢাকার সাথে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, সিলেটের মত গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ শত চেষ্টা করেও আন্দোলন কারীদের যাত্রাবাড়ী থেকে সরাতে পারেনি।
এটি ছাত্রদলের সভাপতি রাকিবের নেতৃত্বে যাত্রাবাড়ী থেকে পুলিশ, আওয়ামিলীগকে তাড়ানোর ভিডিও। থেমে থেমে গুলি হচ্ছিল, হেলিকপ্টার থেকে টার্গেট করে স্নাইপার গিয়ে গুলি হচ্ছিল। কিন্তু রাকিবের নেতৃত্বে আন্দোলন কারীদের পিছু হটানো যাচ্ছিলোনা।
তৎকালীন/বর্তমান শিবিরের সভাপতির এরকম একটা ভিডিও দেখতে চাই।
আওয়ামী আমলে একটা স্লোগান ছিল
" পুলিশ ছাড়া আওয়ামি লীগ
হিজড়া হিজড়া "।
সময় পাল্টেছে। নতুন স্লোগান
" ফেসবুক ছাড়া জা*মা ত- শি* বি*র,
হিজড়া, হিজড়া।