কাঁঠেরকেল্লা - Katherkella

কাঁঠেরকেল্লা - Katherkella কাঁঠেরকেল্লা বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন মিডিয়া। এটি ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদার জন্য কাজ করে।

২য় পেইজ → কাঁঠেরকেল্লা 🎀

03/07/2025

আল্লাহ কি মনস্থির করেছে তা আমির হামজা জানল কেমনে??
আল্লাহ তায়ালা ফেরাউনকে ক্ষমতা থেকে সরিয়ে মুসা নবীকে ক্ষমতায় বসালেন। হামজার তথ্য মতে আল্লাহ তায়ালা আবার মূসা নবীর মত হামজার প্রীয় দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছে পোষন করেছেন।

ইয়া আল্লাহ। আমাদের তুমি ধর্মীয় অপব্যাখ্যা থেকে হেফাজত কর।

03/07/2025

সবজি জাহিদ 🤣

“আন্দোলনে মানুষ মরে,গুপ্ত শিবির বাজারে ঘুরে”
03/07/2025

“আন্দোলনে মানুষ মরে,
গুপ্ত শিবির বাজারে ঘুরে”

03/07/2025
03/07/2025
03/07/2025
03/07/2025

কিভাবে ঘৃনা ছড়াচ্ছে দেখছেন??

জামাতের বিরুদ্ধে ভোট দিলে তারা আপনাকে কোরআন, হাদিস, ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবে।

এ লোকতো রীতিমতো জিহাদের ডাক দিচ্ছে।

আল্লাহ তুমি ধর্ম ব্যবসায়ী, প্রতারক, ভণ্ডদের থেকে ইসলামকে হেফাজত কর।

03/07/2025

জুলাই আগষ্টের গণ অভ্যুত্থানে শিবিরের সভাপতি জাহিদের আন্দোলনের ফুটেজ অবশেষে পাওয়া গেছে।

ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা যখন রাজপথে যুদ্ধে লিপ্ত,ঠিক সেই সময়ে শিবির এর সভাপতি ছিলেন সবজি কেনায় ব্যাস্ত।

কপিরাইট - এখন টিভি।

03/07/2025

জুলাই আন্দোলনে ঢাকার প্রবেশ মুখ যাত্রাবাড়ী দখল করা ছিল আন্দোলন সফল হওয়ার অন্যতম কারন। ঢাকার সাথে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, সিলেটের মত গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ শত চেষ্টা করেও আন্দোলন কারীদের যাত্রাবাড়ী থেকে সরাতে পারেনি।

এটি ছাত্রদলের সভাপতি রাকিবের নেতৃত্বে যাত্রাবাড়ী থেকে পুলিশ, আওয়ামিলীগকে তাড়ানোর ভিডিও। থেমে থেমে গুলি হচ্ছিল, হেলিকপ্টার থেকে টার্গেট করে স্নাইপার গিয়ে গুলি হচ্ছিল। কিন্তু রাকিবের নেতৃত্বে আন্দোলন কারীদের পিছু হটানো যাচ্ছিলোনা।

তৎকালীন/বর্তমান শিবিরের সভাপতির এরকম একটা ভিডিও দেখতে চাই।

আওয়ামী আমলে একটা স্লোগান ছিল
" পুলিশ ছাড়া আওয়ামি লীগ
হিজড়া হিজড়া "।

সময় পাল্টেছে। নতুন স্লোগান
" ফেসবুক ছাড়া জা*মা ত- শি* বি*র,
হিজড়া, হিজড়া।

03/07/2025

এরশাদ মির্জা: স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অকুতোভয় যোদ্ধা ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক #এরশাদ_মির্জা—এক নামেই যেন সাহস ও সংগ্রামের প্রতীক। ২০২৪ সালের জুলাই মাসে, অবৈধ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি হাটহাজারীসহ চট্টগ্রামের রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীরা দেশের আনাচে-কানাচে আন্দোলনের আগুন জ্বালিয়েছিলেন, যার ফলশ্রুতিতে স্বৈরশাসনের ভিত নড়ে উঠেছিল।

"জুলাই কারো বাপের না!"—এই স্লোগানে উদ্দীপ্ত এরশাদ মির্জা ও তাঁর সহযোদ্ধাদের সংগ্রামী চেতনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্যালুট এই অকুতোভয় যোদ্ধাকে, স্যালুট বাংলাদেশের সকল স্বাধীনতাপ্রেমী মানুষকে!

জামায়াতের নেতা চাঁদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী।
02/07/2025

জামায়াতের নেতা চাঁদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কাঁঠেরকেল্লা - Katherkella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share