04/11/2025
এই নিয়ে দ্বিতীয় বার অপারেশনে যাচ্ছি।
অপারেশন জিনিসটা আমার কাছে বরাবরই আতঙ্কের, কারণ মায়ের মৃত্যুটা চোখের সামনে দেখেছি।
যদি ফিরে আসি, সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, উৎসব হবে।
আর যদি ফিরে না আসি, তবে আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা আমার মৃত্যুকে উৎযাপন করবেন। উৎসবের সহিত আমাকে বিদায় দিবেন। আমি মৃত্যুকে একটা নির্ধারিত আনুষ্ঠানিকতা মনে করি।
সবার কাছে ক্ষমা ও দোয়া চাওয়ার নিমিত্তেই এই পোস্ট। বিরক্ত হলে, দু:খিত।
"যদি সুস্থ হয়ে ফিরে আসি, তবে ট্রেন দেখিতে যাইবো"