Hasan E Mehedi

Hasan E Mehedi Let's have a tour. Be stayed and amused.

এই নিয়ে দ্বিতীয় বার অপারেশনে যাচ্ছি।অপারেশন জিনিসটা আমার কাছে বরাবরই আতঙ্কের, কারণ মায়ের মৃত্যুটা চোখের সামনে দেখেছি।যদি...
04/11/2025

এই নিয়ে দ্বিতীয় বার অপারেশনে যাচ্ছি।
অপারেশন জিনিসটা আমার কাছে বরাবরই আতঙ্কের, কারণ মায়ের মৃত্যুটা চোখের সামনে দেখেছি।
যদি ফিরে আসি, সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, উৎসব হবে।
আর যদি ফিরে না আসি, তবে আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা আমার মৃত্যুকে উৎযাপন করবেন। উৎসবের সহিত আমাকে বিদায় দিবেন। আমি মৃত্যুকে একটা নির্ধারিত আনুষ্ঠানিকতা মনে করি।
সবার কাছে ক্ষমা ও দোয়া চাওয়ার নিমিত্তেই এই পোস্ট। বিরক্ত হলে, দু:খিত।

"যদি সুস্থ হয়ে ফিরে আসি, তবে ট্রেন দেখিতে যাইবো"

20/10/2025
08/10/2025

জীবন ভর মনে রেখো।

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,                                  আমাকে গ্রহণ কর।উৎসব থে...
22/09/2025

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ কর।

উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে টেনে নেয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে?
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে--

আমি সেই নতমুখ, পাথরের নিচের করুন বেদনার জল,
আমি সেই অভিমান---আমাকে গ্রহণ করো।

13/09/2025

--"ধুলো ছিলো চেহারায়,
আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম"

জীবনের সারমর্ম এই দাড়াইলো যে,আমি এই জটিল পৃথিবীর অযোগ্য হইয়া গেছি অনেক আগেই, অথচ হেতু সন্ধান করিয়া পাই নাই। নিজ কর্মে বিরক্ত হইছি বটে, তাহার উত্তরণের প্রয়াস নেওয়া হয় নাই। অবশ্য চেষ্টা করিলে যে বেশ সফল হইতাম, তাহাও খুব জোর দিয়ে বলা যায় না।

নিজের অর্জন বলতে যাহা আছে, তাহা মোটা দাগে বলিতে গেলে; কিছু ঋণ, কিছু ভৎসনা, অঙ্গীকার ভঙ্গ এগুলাই।
ইহার যথাযথ সমাধান না করিয়াই আমাকে প্রস্থান করিতে হইবে, বুঝি নাই।

যাহাদের মনে কষ্ট দিয়েছি, আপনার মহানুভবতার দিকে তাকাইয়া রইলাম।

আমি সত্যিই খুব ক্লান্ত হইয়া গেছি। নিজেরে আর কোথাও নিজের বলিয়া মনে হয় না।
আমি এখানেই ইতি টানিলাম।

জীবনে সার্থক হতে চাইলে,স্বার্থপর হও।
27/07/2025

জীবনে সার্থক হতে চাইলে,
স্বার্থপর হও।

17/07/2025

Off to Tangail....

16/07/2025

একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারি করে, দেশের মানুষের সেবা করার জন্য।

বোঝেন অবস্থা!!

🙈🙈🙈
04/07/2025

🙈🙈🙈

নির্বাচনী প্রচারণায় থাকবেন রাশমিকা মান্দানা।
27/05/2025

নির্বাচনী প্রচারণায় থাকবেন রাশমিকা মান্দানা।

১. সাধারণ গনতন্ত্রের মৃত্যু দুই ভাবে ঘটে। হঠাৎ করে গনতন্ত্র উৎখাত হতে পারে। যেমন: চীনে প্রসিডেন্টকে হত্যা করে, সংবিধান ব...
17/05/2025

১. সাধারণ গনতন্ত্রের মৃত্যু দুই ভাবে ঘটে। হঠাৎ করে গনতন্ত্র উৎখাত হতে পারে। যেমন: চীনে প্রসিডেন্টকে হত্যা করে, সংবিধান বাতিল করা হয়। কিন্তু আধুনিক সময়ে গনতন্ত্র ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। শাসকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কৌশলগত উপায়ে আস্তে আস্তে দুর্বল করে দেয়। ধীরে ধীরে নিয়ম পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসে।
২. আধুনিক স্বৈরশাসকরা অধিকাংশ ক্ষেত্রেই জোড় করে কিংবা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে না। বরং নির্বাচন ও গনতান্ত্রিক উপায়ে ক্ষমতা আসে। তারা উন্নয়ন, অর্থনীতি ও মানুষের হতাশে পুঁজি করে বিরোধী পক্ষ কিংবা ভিন্ন মতকে জনগণের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয় এবং তাদের বিশ্বাস যোগ্যতাকে নষ্ট করে দেয়। ভোটে পরিবর্তন এনে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করে। উদাহরণ হিসেবে যে সব নেতার নাম বলা যায়: ভেনিজুয়েলার হুগো শ্যাভেজ,হাঙ্গেরির ভিক্তর অর্বান ও তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ান।
৩.পূর্বে দল গুলো নেতা হিসেবে সাধারণত: অপেক্ষাকৃত উদার ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের মনোনয়ন করত। কিন্তু আধুনিক সময়ে চরমপন্থী, আর্থিক সক্ষম ব্যাক্তিরা এবং সোশ্যাল মিডিয়ায় প্রভাব ফেলতে পারে এমন ব্যক্তিতে ক্ষমতার আসনে বসানো হয়। এগুলাকেই পুজি করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সর্বোচ্চ আসন দখল করে। একই ভাবে ভারতে উগ্রবাদী সংগঠের নেতা; মোদি দুই বার ক্ষমতায় আসে। ফলস্বরূপ, গনতন্ত্র দুর্বল হতে থাকে।
৪. সংবিধান বা লিখিত আইনের বিরুদ্ধেও এমন কিছু অলিখিত বিধি-বিধান থাকে, যা গনতন্ত্রকে আরো শক্তিশালী করে।
যেমন:
ক. বিরুদ্ধ মতকে সম্মান জানানো।
খ. ক্ষমতা থাকলেও তা মাত্রাতিরিক্ত ভাবে ব্যবহার না করা।
কিন্তু স্বৈরশাসকরা এই ধরনের অলিখিত নিয়মের তোয়াক্কা না করে, বিরোধী পক্ষকে দমন করে এমন অবস্থা করে, যাতে তারা আর মাথা তুলে না দাঁড়াতে পারে। দেশ বাঁচানোর নামে এমন সব কর্মকান্ডে লিপ্ত হয়, যা গনতন্ত্রকে ধ্বংস করে দেয়।
৫. চরম দলীয় বিভক্ত তৈরি করে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ানো হয়। সমঝোতা ও অসহযোগিতা অনুপস্থিত থাকে। দুই পক্ষ একে অন্যকে শত্রু মনে করে।রাজনৈতিক নীতি ও শিষ্টাচার লঙ্ঘিত হয়।
আর এভাবেই গনতন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
----- স্টিফেন জেলেস্কি এবং ডেনিয়েল জিবলেট (হাউ ডেমোক্রেসি ডাই)

08/10/2023

১০০ টাকার জন্য আজ ব্রেক- আপ।

দু:খ কষ্টে জুস থাকে এলাকার লিটল লাভার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan E Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share