Sumon Sohrab

Sumon Sohrab YouTuber || Professional Video Editor || Pharmacist I’m excited to connect with you! Join me on this journey, and let’s create something amazing together! 💡❤️
(3)

Hi, I’m Sumon Sohrab! 🎥✨ I’m a passionate YouTuber and Professional Video Editor dedicated to creating content that helps people. With a background as a Pharmacist, I currently work in the Quality Control Department of a reputed Pharmaceutical Company, blending my love for science and precision with my creative pursuits. On my YouTube channel, I share tips on ePassports, NID, BRC, eReturns, and credit cards, along with a glimpse into my daily life.

🥲🥲
23/07/2025

🥲🥲

Details below in the comments.

22/07/2025

আমি একজন রাজনীতিবিদের নাম শুনতে চাই, মাত্র একজনের নাম পারলে বলুন,
যিনি টাকা মারার জন্য রাজনীতি করেন না।

⚠️ (মিথ্যা বললে কিন্তু আপনার উপরে আল্লাহ্‌র গজব পড়বে!)

22/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সেই ছোট্ট আরিয়ান—
🔥 পোড়া শরীর নিয়ে কান্না করতে করতে দৌড়াচ্ছিল...
ভয়ে কাপছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল...

কিন্তু কেউ এগিয়ে গেল না...
কেউ বাঁচাতে আসেনি।
সবাই ব্যস্ত ছিল— ভিডিও করার কাজে📱

🖤 ওপারে ভালো থেকো আরিয়ান...
তোমার চোখের সেই কান্না যেন বাঙ্গালী মানুষরূপী কুকুরদের বিবেককে জাগিয়ে তোলে।

Congratulations to Bangladesh T20 Cricket Team 👍
22/07/2025

Congratulations to Bangladesh T20 Cricket Team 👍

22/07/2025

What a WIN !! 🏆

প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে খুব দ্রুত এইটা কার্যকর করা হোক। ❤️
22/07/2025

প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে খুব দ্রুত এইটা কার্যকর করা হোক। ❤️

👉 বন্ধুত্ব তো এমনি হয়!!!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়েআনতে গি...
22/07/2025

👉 বন্ধুত্ব তো এমনি হয়!!!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।

____Collected

21/07/2025

আজকের এইচএসসি (HSC) পরীক্ষা স্থগিত ।

দিবাগত রাত আড়াইটার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানানো হয় !!!

🔸 এটা কি সন্ধ্যায় বলা যেত না?

21/07/2025

এসব দুর্ঘটনা না রে ভাই। এসব ভাগ্য বা নিয়তিও না। ভাগ্য-দুর্ঘটনাই যদি হত, তাহলে সচিবালয়ে প্লেন পড়ত, মন্ত্রীর গাড়ি উল্টাত, মন্ত্রীর ছেলে গ্যাস সিলিন্ডার ফেটে মরত।

❌ কিন্তু না, ওরা তো সব সেইফ।
কারণ আল্লাহর দেয়া বিপদ হলে সবখানে আসত – মসজিদে, ক্যান্টনমেন্টে, সচিবালয়ে, মন্ত্রীপাড়ায়। ভূমিকম্প যেমন আসে, কোনও পার্থক্য করে না।

📌 কিন্তু আজকের এই ‘দুর্ঘটনা’ ছিল খু’ন।
আমাদের গায়ে প্লেন পড়ে, আমাদের সন্তানরা স্কুলে যাওয়ার আগেই মরে যায়। আর ওরা সমবেদনা জানিয়ে আবার সুরক্ষিত জান্নাতে ফিরে যায়।

🇧🇩 আমরা এই দেশের প্রজা,
রেমিট্যান্স পাঠাই, ট্যাক্স দিই, শ্রম দিই।
আর তারা সেই টাকায় রাজপুত্রের জীবন কাটায়।
আমাদের জন্য শুধু জাহান্নাম বরাদ্দ।

⚖️ যদি সত্যিই ন্যায়বিচার থাকত,
তাহলে বিমান ওদের মাথার উপরও উড়ত,
আমাদের মত ওদের সন্তানরাও অনিরাপদ থাকত।
কিন্তু না, সব নিয়ম আমাদের জন্যই।
তাদের জন্য শুধু নিরাপত্তা আর বিলাসিতা।

________Collected

21/07/2025

আসসালামু আলায়কুম,

ঢাকাতে যদি কারো রক্তের প্রয়োজন হয়, নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আরেকটা কথা, দয়া করে সবাই বিভিন্ন গ্রুপে/ব্যক্তিগত আইডিতে এটা কপি করে পোস্ট করতে পারেন অথবা শেয়ার করে দেন; হয়তো কারো জীবন বেঁচে যাবে
ইনশাহ্আল্লাহ।

❗Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717

A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789

AB- Negative 01913545498

AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795

B+01998912800
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
B+ 01748146876
B+ 01836308213

B- Negative 01870435259
B- Negative
01722414689

O- Negative 01643105457
O- Negative 01406310948

O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793

May Allah make it easy for everyone. Ameen Ya Rabb ☝🏻

এটা দুর্ঘটনা না।এটা অন্যায়।এটা খুন।একটা বোতাম টিপলেই হয়তো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ আবার বাড়ি ফিরতেন।মায়ের মুখ দেখতে ...
21/07/2025

এটা দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

একটা বোতাম টিপলেই হয়তো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ আবার বাড়ি ফিরতেন।
মায়ের মুখ দেখতে পারতেন, বাবার কাঁধে মাথা রাখতে পারতেন”

কিন্তু তিনি ফিরলেন না।
তিনি থেকে গেলেন… আকাশে, শেষ মুহূর্ত পর্যন্ত।
কারণ তাঁর কাছে জীবন থেকেও বড় কিছু ছিল— দায়িত্ব, দেশের মান, মানুষের নিরাপত্তা।

কিন্তু আমরা তাঁকে কী দিলাম?

একটা F-7…
পুরনো একটা জং ধরা যুদ্ধবিমান।
যেটা ২০২৫ সালে আকাশে থাকার কথা না।
যেটা এখন আকাশে উড়ে দুর্নীতির প্রতীক হয়ে।
কারণ আমাদের দুর্নীতি, আমাদের ব্যর্থতা আজ আকাশ ছুঁয়েছে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা যাননি আজ।
তিনি মরে গিয়েছিলেন সেই দিন, যেদিন বাজেট চুরি হয়েছিল।
যেদিন আধুনিক ট্রেনিংয়ের বদলে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল চার দশক পুরনো একখণ্ড লোহা।

তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।

তাঁকে শুধু দেওয়া হয়েছে ঝুঁকি, মৃত্যু আর গ্লানি।

এটা দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন সাহসী পাইলট না,
নিচে থাকা একঝাঁক নিষ্পাপ শিক্ষার্থীও হারিয়ে গেল।

এই মৃত্যু ‘দুর্ঘটনা’ না।
এটা ব্যর্থতা।
এটা দুর্নীতি।
এটা বিশ্বাসঘাতকতা। 💔

Address


Website

https://youtu.be/_fI4jdWspqw, https://youtu.be/5l1Nk4phAUA, https://www.facebook.com/share

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Sohrab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Sohrab:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share