মানিকগঞ্জ নিউজ

মানিকগঞ্জ নিউজ আসসালামু আলাইকুম
স্বাগতম মানিকগঞ্জ নিউজে
যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন। যদি কোনো পোষ্ট নিয়ে অভিযোগ থাকে তার প্রমাণ দিতে পারলে পোষ্ট ডিলিট করে দিব।

Mankigonj News

31/07/2025

সত্যি বলা এখন সব থেকে কঠিন কাজ।
সত্যি বলতে গেলে নিজের কাছের মানুষরা ও পর হয়ে যায়।

আজ ১ আগোস্ট মানিকগঞ্জের মানিক সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ও সমাজসেবক, সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম হ...
31/07/2025

আজ ১ আগোস্ট মানিকগঞ্জের মানিক সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ও সমাজসেবক, সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম হারুনার রশীদ খান মুন্নুর ৮ম মৃ*ত্যুবার্ষিকী।

ছবিতে থাকা লোকটি গতকাল বেলা ১১:০০ টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না | যদি কেউ দেখে থাকেন জানানোর অনুরোধ করা হলো |নাম: তাহাজুদ...
31/07/2025

ছবিতে থাকা লোকটি গতকাল বেলা ১১:০০ টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না | যদি কেউ দেখে থাকেন জানানোর অনুরোধ করা হলো |
নাম: তাহাজুদ্দিন
ঠিকানা : গোলড়া চরখন্ড, মানিকগঞ্জ
মোবাইল : 01644393366

মানিকগঞ্জ সহরের একমাত্র শিশু শিশুপার্ক এখন বন-জঙ্গলে রুপ নিয়েছে৷মানিকগঞ্জ শহরে শিশুদের একমাত্র বিনোদনকেন্দ্র মুক্তিযোদ্ধ...
31/07/2025

মানিকগঞ্জ সহরের একমাত্র শিশু শিশুপার্ক এখন বন-জঙ্গলে রুপ নিয়েছে৷

মানিকগঞ্জ শহরে শিশুদের একমাত্র বিনোদনকেন্দ্র মুক্তিযোদ্ধা পার্কটি এখন বন-জঙ্গলে পরিণত হয়েছে।

২০০৭ সালে জেলা কালেক্টরেট ভবনের ৫০ গজ সামনের খালি জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা শিশুপার্ক গড়ে তোলা হয়। যথাযথ ব্যবস্থাপনা ও তদারকির অভাবে এই শিশু পার্কটি রুগ্ন হয়ে পড়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, জন্মলগ্ন থেকেই মানিকগঞ্জ অবহেলিত। তবে এই জেলা শহরের শিশুদের কোনো চিত্ত বিনোদনের নির্দিষ্ট কোন স্থান না থাকায় ২০০৭ সালে জেলা প্রশাসনের উদ্যোগে এই পার্কটি নির্মাণ করা হয়। পরবর্তীতে পার্কের নাম দেওয়া হয় মুক্তিযোদ্ধা শিশুপার্ক।

প্রথমদিকে শিশুদের খেলার জন্য ৪টি স্লিপার, দোলনাসহ ৬টি বেঞ্চের ব্যবস্থা করা হয়। শিশুদের এই সকল খেলনা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। দীর্ঘ দন অকেজো হয়ে পড়ে থাকে শিশুদের বেশ কয়েকটি রাইড।

পরে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পার্কটি পুনরায় সংস্কারের দাবি তুলেন। একপর্যায়ে ২০১২ সালের দিকে জেলার বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যৌথভাবে মানববন্ধন করেন পার্কটি সংস্কারের দাবিতে। শহরে যখন পার্কটি নিয়ে চায়ের দোকান থেকে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়, তখন প্রায় অর্ধযুগ পর ২০১৭ সালে সংস্কারের উদ্যোগ হাতে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২০ লাখ টাকা ব্যায়ে নতুন করে সংযোজন করা হয় বৈদ্যুতিক ট্রেন, স্লিপার, দোলনা, বসার জন্য ছাউনি, বেঞ্চ, বাঘ, ভালুক, জিরাফ, হরিণসহ মোট ১৪টি ভাস্কর্য। পরে ২০১৮ সালের ডিসেম্বর মাসে নতুনভাবে উদ্বোধন করা হয়।

সেই একইভাবে রক্ষণাবেক্ষণের অভাবে পূনরায় নষ্ট হয়ে যায় পার্কের ভিতর থাকা সকল রাইড। বর্তমানে এই পার্কের ভেতর নেশা, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপকর্ম হরহামেশাই হচ্ছে।

বিমল রায় নামের এক স্থানীয় সামাজিক সংগঠনের কর্মী বলেন, শিশুপার্কটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘদিন যাবৎ। শিশুদের খেলার কোনো পরিবেশ অনেক আগে থেকেই নেই। অনেক দাবির মুখে একবার সংস্থার করা হয়েছিল। তবে যথাযথ তদারকির অভাবে নষ্ট হয়ে গেছে পার্কটি।

নাজমুল হাসান নামের এক অভিভাবক বলেন, এই শিশুপার্কে আমার বড় সন্তানকে নিয়ে এসেছি একটি সময়, যখন এখানে আসার পরিবেশ বা খেলার রাইডগুলো ছিল। এখন ছোট সন্তানকে নিয়ে আসবো, কিন্তু ভয় করে, পুরো পার্কটিই এখন বন-জঙ্গলে পরিণত হয়েছে। যত্রতত্র নেশাগ্রস্ত মানুষ বসে থাকে। আমার মনে হয়, দিনের বেলায় শিশুরা পার্কটির ভেতরে গেলে ভয় পাবে। যেহেতু শহরের ভেতর শিশুদের খেলার জায়গা নেই, তারা কোথায় খেলবে। পার্কটিকে দ্রুত সংস্থারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ গজ দূরে এই পার্কটির বেহাল দশা। এই বিষয়টি কি তার চোখে পড়ে না, না কি তিনি না দেখার অভিনয় করছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিশুপার্কটি সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করে তোলা হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, শিশুপার্কটি বন-জঙ্গলে রুপ নিয়েছে। যতদ্রুত সম্ভব পার্কের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। শিশুদের খেলার যে সকল রাইড ছিল, সেগুলোর জন্য একটি বাজেট প্রয়োজন হবে, সেই অর্থ বরাদ্দ পেলেই

পুলিশ সদস্যদের সুখবর দিলো সরকারজাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ বিভাগের সদস্যদের জন্য মাসিক ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হয়...
31/07/2025

পুলিশ সদস্যদের সুখবর দিলো সরকার

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ বিভাগের সদস্যদের জন্য মাসিক ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হয়েছে। গত ২৮ জুলাই (সোমবার) অর্থ মন্ত্রণাল থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার ক্যাটাগরির পদের জন্য চাকরির বয়স অনুযায়ী পাঁচটি ধাপে মাসিক ভাতার হার নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্নও সর্বোচ্চ মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ হচ্ছে যথাক্রমে ১ হাজার ৮০০ টাকা এবং ৬ হাজার ৪৮০ টাকা।

যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষণাকৃত এ মাসিক ঝুঁকি ভাতা অর্থ বিভাগ থেকে চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর অনুচ্ছেদ-২৬ সংশোধন সংক্রান্ত এসআরও জারির তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী জাতীয় বেতন স্কেল (নবম বেতন স্কেল)-এ ঝুঁকি ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে।

ইউনিয়ন পরিষদে তালা দেয়ায় বিএনপি নেতা আটক
31/07/2025

ইউনিয়ন পরিষদে তালা দেয়ায় বিএনপি নেতা আটক

ইজিবাইক চালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
31/07/2025

ইজিবাইক চালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

31/07/2025

কিছু দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে -আইন উপদেষ্টা

31/07/2025

জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে মনোনয়নের সিদ্ধান্ত, সুত্র: প্রথম আলো

সিংগাইর উপজেলা ছাএদলের রনির বিরুদ্ধে মিথ্যা খবর অভিযোগ সিংগাইর উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক মো:মাহবুবুর রহমান রনির নামে এ...
31/07/2025

সিংগাইর উপজেলা ছাএদলের রনির বিরুদ্ধে মিথ্যা খবর অভিযোগ

সিংগাইর উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক মো:মাহবুবুর রহমান রনির নামে একটা ও অভিযোগ কোন সাংবাদিকের কাছে নাই তিনি একজন অত্যন্ত সৎ মানুষ, তিনি সমসময় সত্যের পথে থাকেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করেন-
আজকে ভোর সকালে সেনাবাহিনী ফোন করেন রংগের বাজারের পাশে কে বা কারা, যেন নাল কাটার কথা বলে অন্যের জমি থেকে মাটি কাটেন কিন্তু রনি ভাই তাহার কিছুই জানেন না-তিনি এমন কাজের সাথে কোনদিন ই জরিত হইনি।
পরে খবর নিয়ে জানতে পাড়ি এর সাথে জড়িত পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলমাস হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিদয় হোসেন, কৃষক দল নেতা বিপ্লব হোসেন ও সোবাহান মিয়া।
দোষ করে তারা আর নাম হয় রনি ভাইয়ের
সিংগাইরের জনগণ সবসময় সতর্ক থাকবেন ভূমিদস্যরা যাতে কোথাও থেকে ছাড় না পায়- এবং রনি ভাই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পাড়েন।

সিংগাইরের সেই চাঁদাবাজের ভাত মেরে দিয়েছে 😁🤣। ডিসি স্যার কে ধন্যবাদসিংগাইরের জন্য সুন্দর একটা কাজ করেছেন ডিসি ড. মানোয়ার...
31/07/2025

সিংগাইরের সেই চাঁদাবাজের ভাত মেরে দিয়েছে 😁🤣। ডিসি স্যার কে ধন্যবাদ

সিংগাইরের জন্য সুন্দর একটা কাজ করেছেন ডিসি ড. মানোয়ার হোসেন মোল্লা সময় উপযোগী একটা পরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে। এমন কাজ করলে ডিসি নিয়ে বিতর্কিত কোনো কথা হবেনা। টাকা নিয়ে প্যানেল চেয়ারম্যান করা আর হলোনা, নেতার।

আপনাদের মানিকগঞ্জ নিউজ ১ লক্ষ ৫০ হাজারের পরিবারে।
31/07/2025

আপনাদের মানিকগঞ্জ নিউজ ১ লক্ষ ৫০ হাজারের পরিবারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানিকগঞ্জ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানিকগঞ্জ নিউজ:

Share