KTV Welcome to KTV Entertainment, where entertainment never stops.

মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না।বা থাকলেও আসেলে অনেক সময় দ...
24/09/2025

মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না।বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়।

শাহরুখ খানের ‘ম্যায় হু না দিয়ে’ জনপ্রিয়তা পেলেও ২০০৬ সালে ‘বিবাহ’ ছবিটি সুপারহিট হওয়ার পর বলিউডে বেশ পাকাপোক্ত জায়গা করে...
24/09/2025

শাহরুখ খানের ‘ম্যায় হু না দিয়ে’ জনপ্রিয়তা পেলেও ২০০৬ সালে ‘বিবাহ’ ছবিটি সুপারহিট হওয়ার পর বলিউডে বেশ পাকাপোক্ত জায়গা করে নেন। অভিনেত্রী জানান, একের পর এক বিগ বাজেটের ছবির প্রস্তাব এলেও সেগুলোতে থাকতো অদ্ভুত সব শর্ত। তাই মনের মতো কাজ করতে পারেননি তিনি।

শবনম ফারিয়া জানিয়েছেন, হানিমুনে (মধুচন্দ্রিমা) মালদ্বীপ যাচ্ছেন তারা। তিনি বলেন, ‘আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাব।’ এর...
24/09/2025

শবনম ফারিয়া জানিয়েছেন, হানিমুনে (মধুচন্দ্রিমা) মালদ্বীপ যাচ্ছেন তারা। তিনি বলেন, ‘আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাব।’ এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন শবনম ফারিয়া। তার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

পূজা বলেছেন, এ নিয়ে মোটেও বিচলিত নন তিনি। এটা নিয়ে অনুশোচনার প্রশ্নই আসে না। তাঁর ভাষায়, ‘এটি আমার কাছে একেবারেই সাধারণ ...
23/09/2025

পূজা বলেছেন, এ নিয়ে মোটেও বিচলিত নন তিনি। এটা নিয়ে অনুশোচনার প্রশ্নই আসে না। তাঁর ভাষায়, ‘এটি আমার কাছে একেবারেই সাধারণ এক মুহূর্ত ছিল। কিন্তু মানুষ যেভাবে চাইবে, সেভাবেই এটিকে উপস্থাপন করবে। শাহরুখ খান একবার আমাকে বলেছিলেন, যখন তোমার মেয়ে হবে, তখন সেও তোমাকে বলবে, “মা, আমার গালেও একটা চুমু দাও।” যদি কেউ বাবা-মেয়ের সম্পর্ককে অন্যভাবে দেখতে চায়, তবে তারা যেকোনোভাবে তা ব্যাখ্যা করবে। আমি তা থামাতে পারব না।

রোববার সকাল থেকেই একটি পোস্ট ঘুরছে ফেসবুকে। যেখানে লেখা হয়, অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাক...
23/09/2025

রোববার সকাল থেকেই একটি পোস্ট ঘুরছে ফেসবুকে। যেখানে লেখা হয়, অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আরও বলা হয়, গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলা হয়। সেখানেই এ ঘটনা ঘটে। তবে হাসান মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, ঘটনা পুরোটাই মিথ্যা। এমন কোনো আয়োজনে তিনি ছিলেন না।

অন্তরঙ্গ দৃশ্যে নায়িকার ভূমিকা নিয়েই কেবল প্রশ্ন তোলা হয়; নায়কেরা করলে সেটার বরং তারিফ করা হয়। জারিনের ভাষ্যে, ‘একই দৃশ্...
23/09/2025

অন্তরঙ্গ দৃশ্যে নায়িকার ভূমিকা নিয়েই কেবল প্রশ্ন তোলা হয়; নায়কেরা করলে সেটার বরং তারিফ করা হয়। জারিনের ভাষ্যে, ‘একই দৃশ্য যখন কোনো নায়ক করেন, তখন তাঁকে “কুল” বলা হয়। কিন্তু কোনো নায়িকা সেই দৃশ্য করলে সঙ্গে সঙ্গে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাঁকে বলা হয় “সহজলভ্য”।

এখানে শিল্পীদের স্টেরিওটাইপ করার প্রবণতা প্রবল। এর বাইরে থাকতে হলে “না” বলতে জানতে হয়। শুরুতে আমাকেও একই রকম চরিত্রে বেঁ...
18/09/2025

এখানে শিল্পীদের স্টেরিওটাইপ করার প্রবণতা প্রবল। এর বাইরে থাকতে হলে “না” বলতে জানতে হয়। শুরুতে আমাকেও একই রকম চরিত্রে বেঁধে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি শুরু থেকেই “না” বলার সাহস দেখিয়েছি। একজন নির্মাতার দায়িত্ব হলো অভিনেতাকে ভিন্ন চরিত্রে কল্পনা করা, এক খাঁচায় আটকে রাখা নয়।

সাই পল্লবী এমন একজন অভিনেত্রী, যিনি রুপালি পর্দায় অভিনয়ের সময় প্রসাধন নেন না।  তিনি বাস্তবে যেমন, পর্দায়ও তেমনভাবেই হাজি...
14/09/2025

সাই পল্লবী এমন একজন অভিনেত্রী, যিনি রুপালি পর্দায় অভিনয়ের সময় প্রসাধন নেন না। তিনি বাস্তবে যেমন, পর্দায়ও তেমনভাবেই হাজির হতে চান। কিছুদিন আগে তিনি আলোচনায় আসেন বড় অঙ্কের বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। বিজ্ঞাপনচিত্রটি ছিল একটি রং ফরসাকারী ক্রিমের।

আমি যে ভালোবাসা চেয়েছিলাম, তা পেতে কয়েকবার ব্যর্থ হয়েছি। সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না।  মাঝ...
14/09/2025

আমি যে ভালোবাসা চেয়েছিলাম, তা পেতে কয়েকবার ব্যর্থ হয়েছি। সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। মাঝে মাঝে আবেগ কাজ করে।অতীতের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে ওঠেন। যাইহোক, কাউকে দোষারোপ করেননি।

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং ...
13/09/2025

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।

রণবীর বলেন, আমি যাদের সঙ্গে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের। সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের এ...
13/09/2025

রণবীর বলেন, আমি যাদের সঙ্গে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের। সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত, সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না

একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। জীবন-মৃত্যু থেকে বেছে নেয়াকে উপজীব্য করেই নির্...
13/09/2025

একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। জীবন-মৃত্যু থেকে বেছে নেয়াকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’।দীঘি বলেন, ফিল্মটিতে অন্য এক দীঘিকে আবিষ্কার করতে পারবেন সবাই। থ্রিলারধর্মী এই গল্পে একজন রাশা চরিত্রে কাজ করেছি।

Address

Bhuyian Neer, House #02, Road #1, Bepari Para, Middle Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when KTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share