05/09/2025
হে,রাসুল
"তোমাকে ভুলি আমি কেমন করে"
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ।
এই তারিখেই আমাদের নবী নুর নিয়ে দুনিয়াতে আগমন করেন।আল্লাহ তা,লার নুরে যেই নবী সারা জাহান আলোকিত করলেন।সেই নবীর জন্ম দিন পালন করা নাকি যাবে না।হায় আফসোস।সারা দুনিয়াতে এই দিনে ছুটি থাকে। কেলেন্ডারে এই দিন চিহ্নিত করা থাকে আর কিছু নাম ধারি মুসলিম এই দিনকে মানতে চায় না।হায় আফসোস।!
আরে ভাই যেই নবী দুনিয়াতে না আসলে কুল কায়েনাত হইতো না সেই নবির আগমনের দিন (জন্ম দিন) তোমার কাছে আনন্দ লাগে না।তাহলে বুঝে নিও তুমি কেমন মুসলমান!!!
যেই উম্মতের যন্য আজও সেই রওজা মোবারকে আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় আছে সেই নুরের নবীর আগমমের দিন তোমার কাছে আনন্দের না।তাহলে বুঝে নিও তুমি কেমন উম্মত।
আল্লাহ তা'লা সবাইকে সহিহ বুঝ দান করুক।
আমিন।🤲