27/10/2024
( SEO ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ( SEM )সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভেতর পার্থক্যঃ
* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি ফ্রি মার্কেটিং মেথড অপরদিকে সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো একটি পেইড মেথড।
* ওয়েবসাইট কে এস.ই.ও এর মাধ্যমে গুগলের ফার্স্ট পেজে র্যাংক করাতে একজন দক্ষ এস.ই.ও এক্সপার্ট দরকার। কিন্তু এস.ই.এম এর ক্ষেত্রে কোনো এস ই ও এক্সপার্ট লাগে না।
* এস.ই.ও এর মাধ্যমে কোনো ওয়েবসাইট কে র্যাংক করালে কোনো ভিজিটর যদি কোন আর্টিকেল এ ক্লিক করে তাহলে তার জন্য গুগল কে কোনো টাকা দিতে হয় না। অপরদিকে এস.ই.এম প্রক্রিয়ায় ডেভেলপকৃত ওয়েবসাইট এর আর্টিকেলে প্রতি ক্লিকের জন্য গুগল কে অনেক টাকা দিতে হয়।
* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ওয়েবসাইট র্যাংক করালে আপনার খরচ কম হবে। অপরদিকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে আপনার খরচ বেশি হবে।
* ওয়েবসাইট এর প্রোডাক্ট অনুযায়ী এস.ই.ও এর কস্ট নির্ভর করে না কিন্তু ওয়েবসাইট এর প্রোডাক্ট ভেদে এস.ই.এম এর কস্ট নির্ভর করে।
* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ওয়েবসাইট কে র্যাংক করাতে সময় একটু বেশিই লাগে কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়েই ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাংক করানো যায়।