Sadia Afrin

Sadia Afrin Digital Marketer
SEO & Social Media Marketing Expert.

( SEO ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ( SEM )সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভেতর পার্থক্যঃ  * সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একট...
27/10/2024

( SEO ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ( SEM )সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভেতর পার্থক্যঃ

* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি ফ্রি মার্কেটিং মেথড অপরদিকে সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো একটি পেইড মেথড।

* ওয়েবসাইট কে এস.ই.ও এর মাধ্যমে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করাতে একজন দক্ষ এস.ই.ও এক্সপার্ট দরকার। কিন্তু এস.ই.এম এর ক্ষেত্রে কোনো এস ই ও এক্সপার্ট লাগে না।

* এস.ই.ও এর মাধ্যমে কোনো ওয়েবসাইট কে র‍্যাংক করালে কোনো ভিজিটর যদি কোন আর্টিকেল এ ক্লিক করে তাহলে তার জন্য গুগল কে কোনো টাকা দিতে হয় না। অপরদিকে এস.ই.এম প্রক্রিয়ায় ডেভেলপকৃত ওয়েবসাইট এর আর্টিকেলে প্রতি ক্লিকের জন্য গুগল কে অনেক টাকা দিতে হয়।

* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ওয়েবসাইট র‍্যাংক করালে আপনার খরচ কম হবে। অপরদিকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে আপনার খরচ বেশি হবে।

* ওয়েবসাইট এর প্রোডাক্ট অনুযায়ী এস.ই.ও এর কস্ট নির্ভর করে না কিন্তু ওয়েবসাইট এর প্রোডাক্ট ভেদে এস.ই.এম এর কস্ট নির্ভর করে।

* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ওয়েবসাইট কে র‍্যাংক করাতে সময় একটু বেশিই লাগে কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়েই ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করানো যায়।

What is SEM? ( Search Engine Marketing )সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM এটি ব্যাপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে দেওয়া প...
15/10/2024

What is SEM? ( Search Engine Marketing )

সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM এটি ব্যাপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে দেওয়া প্রচেষ্টার মাধ্যমে আপনার ব্যবসা ট্রাফিক ড্রাইভ হয়। তাকে আমরা Paid সার্চ মার্কেটিং বলে থাকি।
আপনার ব্যবসার গঠনশৈলীর উপর ভিত্তি করে সাধারনত এ ধরনের মার্কেটিং করা হয়। এক্ষেত্রে কোন PPC (পে-পার-ক্লিক করুন) অথবা সিপিসি (খরচ প্রতি ক্লিকে) মডেল বা সিপিএম (খরচ প্রতি হাজার ইমপ্রেশন) মডেল নির্বাচন করতে পারবেন।
এসইএম সাধারনত বিভিন্ন প্ল্যাটফর্মের হয়ে থাকে। যেমন-গুগলের AdWords এবং বিং বিজ্ঞপ্তি গুগল নেটওয়ার্কে (Google), ইয়াহু বিং নেটওয়ার্ক (Yahoo) সবচেয়ে বেশি জনপ্রিয়।
এছাড়াও এসইএম বিজ্ঞাপন অনুসন্ধান, মোবাইল মার্কেটিং, পুনঃবাজারজাতকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
SEM বর্তমান অনলাইন মার্কেটিং এর সব চেয়ে সাশ্রয়ী অনলাইন মার্কেটিং যা কিনা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে পারে।

What is SEO?Search Engine Optimization এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে SEO. বাংলায় সংজ্ঞা দিলে বলা যায়, SEO হল এমন কিছু নিয়মনীত...
09/10/2024

What is SEO?

Search Engine Optimization এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে SEO. বাংলায় সংজ্ঞা দিলে বলা যায়, SEO হল এমন কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (Google, Yahoo, Bing etc.) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আর এই বেশি পরিমান ট্র্যাফিক বা ভিজিটর আনার একমাত্র কারন হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোর প্রথম পেজ এ আমাদের ওয়েব সাইট কে আনা। আর যখন আমাদের ওয়েব সাইট সার্চ ইঞ্জিন গুলোর প্রথম পেজ এ চলে আসে তখন স্বয়ংক্রিয় ভাবেই আমাদের ওয়েবসাইট এর ভিজিটর বাড়তে থাকে।
SEO কে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়।

* On Page SEO

* Off Page SEO

আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে যা বলেছেন তা হচ্ছে On Page SEO , এটিকে Technical SEO ও বলে। আর অন্যরা আপনার ওয়েবসাইট সম্পর্কে যা বলছে তা হলো Off Page SEO ,এটিকে Link Building ও বলে।
ধরুন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে অথবা প্রোডাক্ট এর নাম লিখে যে কোন সার্চ ইঞ্জিন এ সার্চ করলেন। তখন প্রথম পেজ এ যে ওয়েবসাইট গুলো আসবে বুজতে হবে সেগুলোতেই আপনার সার্চ করা প্রোডাক্ট টি রয়েছে। এবং আমরা নিজেদের কথাই চিন্তা করতে পারি ধরুন আমরা কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন আমাদের ওয়েবসাইট এ আছে, এমন কোন প্রোডাক্ট বা ইনফর্মেশন লিখে কেউ সার্চ করলে আমাদের ওয়েবসাইট টি সার্চ ইঞ্জিন এর ১০ নং পেজ আসে, তখন কেউ তো আর ধরেই প্রোডাক্ট টি খোঁজার জন্য ১০ নং পেজ যাবে না। অবশ্যই ১ নং পেজটিই আগে দেখবে। আর এজন্য আমাদের ওয়েবসাইট এর ট্র্যাফিক/ভিজিটর বাড়াতে হবে আর Search Engine Optimization এর সঠিক পদ্ধতি গুলো অনুসরন করতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ:১.এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)২.এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM)৩.কন্টেন্ট মার...
08/10/2024

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ:

১.এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO)
২.এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM)
৩.কন্টেন্ট মার্কেটিং
৪.সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম(SMM)
৫.এফিলিয়েট মার্কেটিং
৬.ইমেইল মার্কেটিং
৭.ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
৮.সিপিএ মার্কেটিং

Digital Marketing এ দক্ষতা বৃদ্ধির উপায়গুলি হলো:ডিজিটাল মার্কেটিং কোর্স করুন: ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাকে ডিজিটাল মা...
07/10/2024

Digital Marketing এ দক্ষতা বৃদ্ধির উপায়গুলি হলো:

ডিজিটাল মার্কেটিং কোর্স করুন: ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাকে ডিজিটাল মার্কেটিং-এর বিভিন্ন বিষয়ে শেখাবে, যেমন SEO, PPC, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং বই পড়ুন: ডিজিটাল মার্কেটিং বই আপনাকে ডিজিটাল মার্কেটিং-এর বিভিন্ন বিষয়ে শেখাবে, যেমন SEO, PPC, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটগুলি পড়ুন: ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটগুলি আপনাকে ডিজিটাল মার্কেটিং-এর সর্বশেষ ট্রেন্ড এবং কৌশল সম্পর্কে আপ-টু-ডেট থাকতে সাহায্য করবে।

ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করুন: ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে আপনি আপনার দক্ষতা প্রয়োগ করতে এবং আপনার ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নত করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং পেশাদারদের সাথে নেটওয়ার্ক করুন: ডিজিটাল মার্কেটিং পেশাদারদের সাথে নেটওয়ার্ক করে আপনি তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন এবং আপনার ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নত করতে পারেন।
ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র। তাই, ডিজিটাল মার্কেটিং দক্ষতা বৃদ্ধির জন্য আপনাকে সর্বদা শিখতে এবং আপ-টু-ডেট থাকতে হবে।

Digital Marketing করে আয়ের অনেকগুলি উপায় রয়েছে। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হল:

ফ্রিল্যান্সার হিসাবে কাজ করুন: আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং পরিসেবাগুলি প্রদান করতে পারেন, যেমন:ওয়েবসাইট ডিজাইন, SEO, SEM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।
একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে চাকরি করুন: আপনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে চাকরি করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং পরিসেবাগুলি প্রদান করতে পারেন।

নিজেই একটি ডিজিটাল মার্কেটিং ব্যবসা শুরু করুন: আপনি নিজেই একটি ডিজিটাল মার্কেটিং ব্যবসা শুরু করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং পরিষেবাগুলি প্রদান করতে পারেন।
ডিজিটাল মার্কেটিং করে আয়ের পরিমাণ আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজ করার পরিমাণের উপর নির্ভর করে।

আপনি যদি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি প্রচুর পরিমাণে কাজ করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং-এর দুটো জায়গায় আপনাকে সবথেকে বেশি কাজ করতে হবে; ১. অর্গানিক মার্কেটিং ২. পেইড মার্কেটিং এই দুটি বিষয...
29/09/2024

ডিজিটাল মার্কেটিং-এর দুটো জায়গায় আপনাকে সবথেকে বেশি কাজ করতে হবে;

১. অর্গানিক মার্কেটিং
২. পেইড মার্কেটিং

এই দুটি বিষয়বস্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, দুটো জায়গাতেই কাজের চাহিদা অনেক বেশি। একটি বিষয় আপনাকে বুঝতে হবে তা হলো, প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার ব্যবসায় অল্প টাকায় কাস্টমার আসুক।
তাই আপনি যত ভালো অর্গানিক মার্কেটিং বুঝতে পারবেন আপনার কাজের চাহিদা তত বৃদ্ধি পাবে।

ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকটা প্লাটফর্মেই কিন্তু অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করা যায়।

👉 ফেসবুক

👉 লিঙ্কডইন

👉 টুইটার

👉 ইউটিউব

👉 কোরা

👉 রেডিট

👉 ইনস্টাগ্রাম

ডিজিটাল মার্কেটিং হলো শুধুমাত্র একটি টেকনিক্যাল স্কিল, এই দক্ষতাগুলো দিয়ে কিভাবে বড় বিজনেস তৈরি করতে হয় এবং বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে হয় তার জন্য আপনাকে জানতে হবে বিজনেস স্কিল।

আপনি যদি আপনার বিজনেস স্কিল তৈরি করতে চান তাহলে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব দিতে হবে-

✴️ কিভাবে যেকোন আইডিয়াকে বিজনেসে রূপান্তর করতে হয়?

✴️ কিভাবে প্রথম এক হাজার কাস্টমার নিয়ে আসতে হয়?

✴️ কিভাবে একটি সেরা প্রোডাক্ট তৈরি করতে হয়?

✴️ কিভাবে প্রোডাক্টকে পজিশন করতে হয়?

✴️ কিভাবে একটি ভালো টিম তৈরি করতে হয়?

✴️ কিভাবে Innovation নিয়ে আসতে হয়?

✴️ কিভাবে একটি স্টার্টআপ শুরু করতে হয়?

✴️ কিভাবে মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে হয়?

✴️ কিভাবে প্রফিটাবল ব্যবসা শুরু করতে হয়? ইত্যাদি

ডিজিটাল মার্কেটিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ মূলভিত্তি কি?  ডিজিটাল মার্কেটিং এর তিনটি মূল বিষয় আছে, আপনি এখন যে সেক্টরেই কাজ...
29/09/2024

ডিজিটাল মার্কেটিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ মূলভিত্তি কি?



ডিজিটাল মার্কেটিং এর তিনটি মূল বিষয় আছে, আপনি এখন যে সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে এই তিনটা মূল বিষয় জানতেই হবে। এগুলো ছাড়া আপনার সফলতা সম্ভব না, এবং আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা বিষয়ের সাথেই কাজ করে যেতে হবে।



১. কিভাবে অল্প টাকা খরচ করে কাস্টমার নিয়ে আসতে হয়?

২. কিভাবে সেই কাস্টমারগুলোকে ব্যবসার সাথে জড়াতে হয়?

৩. কিভাবে সেই কাস্টমারগুলোকে দীর্ঘসময় ব্যবসার সাথে ধরে রাখতে হয়?

ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন:ডিজিটাল মার্কেটিং এ ১০০% ইনকাম গ্যারান্টি।বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটি অত্যন্ত জনপ্রিয় ...
26/09/2024

ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন:
ডিজিটাল মার্কেটিং এ ১০০% ইনকাম গ্যারান্টি।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটি অত্যন্ত জনপ্রিয় পেশা হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা লাভ করেছে। কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা যায়? এই প্রশ্নের উত্তর হল, আপনি যদি অফিসে কাজ করেন, তাহলে আপনাকে নির্দিষ্ট বেতনে কাজ করতে হবে। এবং এছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি কত টাকা আয় করবেন তা নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপর।

আপনি যদি একজন ডিজিটাল বিপণন বিশেষজ্ঞ হন, তাহলে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন তার উপর আপনি একটি ঊর্ধ্ব সীমা রাখতে পারবেন না। কারণ আপনি এই পেশাটি শিখবেন যে আপনি যে মার্কেটপ্লেসে কাজ করবেন সেগুলো আন্তর্জাতিক মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসগুলিতে, আপনি আপনার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন এবং পরিষেবার মাধ্যমে ক্লায়েন্টদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করতে পারেন, 100% নিশ্চিত।

কিন্তু এখানে প্রশ্ন হল আপনি যদি নিজেকে এই ডিজিটাল মার্কেটিং পেশায় বিশেষজ্ঞ না করতে পারেন তাহলে আপনি শুধু আপনার সময় নষ্ট করবেন কিন্তু কোনো ডলার বা অর্থ উপার্জন করবেন না। আধুনিকতার ছোঁয়ায় এই বিশাল পৃথিবী হয়ে উঠেছে বিশ্বায়ন। ডিজিটাল এই সময়ে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি নিজেকে বিকশিত করতে পারবেন না।

আপনার যদি ব্যবসা থাকে বা সেই ব্যবসার কোনো পণ্য বা সেবার ডিজিটাল মার্কেটিং করাটা অনেক গুরুত্বপূর্ণ।

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার :ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং একটি সম্ভাবনাময় কাজের ক্ষেত্র এবং প্রতিনিয়ত এই খাতের...
26/09/2024

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার :

ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং একটি সম্ভাবনাময় কাজের ক্ষেত্র এবং প্রতিনিয়ত এই খাতের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে। এটি যেমন সম্ভাবনাময় কাজের ধরণ তেমনি চ্যালেঞ্জিং ও। আরো জেনে অবাক হবেন বিশ্বের অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় গুলোতে ডিজিটাল মার্কেটিং এর উপর ডিগ্রি দেওয়া হচ্ছে। অনেকে আছেন মাস্টার্স পড়ার জন্য ডিজিটাল মার্কেটিং এর বিষয়টি বেছে নেন। কারণ হিসেবে দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে এর ব্যপক চাহিদা সৃষ্টি হবে এবং এখনো রয়েছে।

তরুনদের মধ্যে অনেকে ডিজিটাল মার্কেটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ হিসেবে বিশ্লেষণ করে দেখা যায় যে, এই সেক্টরটি তুলনামূলক শেখা সহজ এবং চাহিদা সম্পন্ন। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো দিক থাকার কারণে যে কেউ সহজে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারে।

এছাড়া কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখে যায়, তাহলে অতি শীঘ্রই সে নিজের যে কোন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে নিতে পারে।

বর্তমান সময়ে যে যাই করুক তাদের সকলের অনলাইনে প্রচারণার দরকার পড়ে। যেটি সামনের দিন গুলোতে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এই সকল প্রতিষ্ঠান অনলাইনে নিজেদের একটিভিটি বাড়াতে আগ্রহী হচ্ছে। ফলে সবার নিজস্ব একটি মার্কেটিং এজেন্সি কিংবা মার্কেটার প্রয়োজন হতে পারে।

এতো গেলো লোকাল সেক্টর, এর বাইরে যত বড় প্রতিষ্ঠান আছে, যেমন ধরুন ফোন কোম্পানিগুলো। তাদের পণ্যের প্রচারণার জন্য মাসে প্রচুর পরিমাণে মার্কেটিং এজেন্সি গুলোর পেছনে টাকা ঢালতে হয়। সবাইকে আজ হোক কাল হোক ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ইহার বিকল্প নেই।

আর যখনি সবাই এসে পড়বে তখন প্রয়োজন হবে তাদের পন্যের কথা সকল কে জানানো। কিন্তু সোস্যাল প্ল্যাটফর্ম গুলো এমন ভাবে ডিজাইন করে যাচ্ছে দিন দিন, যাতে আপনি যদি টাকা খরচা না করেন বা ডিজিটাল মার্কেটিং না করেন তাহলে আপনার পোস্ট খুব নগণ্য সংখ্যক লোকের কাছে পৌঁছাবে। যারা ইতিমধ্যে ফেসবুক পেইজ খুলেছেন তারা জানেন বিষয় টা। বা যারা ফেসবুক আইডি ব্যাবহার করেন তারাও দেখবেন মোট ফ্রেন্ড এর তুলনায় ২৫-৪০% মানুষের কাছে আপনার পোস্ট রিচ করে।

পেইজের ক্ষেত্রে সেটা আরো অনেক কম। ২০% সর্বোচ্চ রিচ করে কিনা সন্দেহ। এক্ষেত্রে সোসাল মিডিয়া ফ্ল্যাটফর্ম গুলো চাচ্ছে আপনাকে মার্কেটিং এর পেছনে টাকা ঢালতে। না হয় আপনার পোস্ট তারা কাওকে দেখাচ্ছে না।

ভালো মানের মার্কেটিং শিখতে পারলে কাজের ক্ষেত্র নিয়ে চিন্তা করতে হয় না। ছোট পাড়ার দোকানের মার্কেটিং থেকে শুরু করে অ্যাপল মার্কেটার হওয়ার মত বড় বড় সুযোগ রয়েছে। এছাড়া ফ্রিল্যান্সিং করে বেশ কিছু পরিমান টাকা আয় করা যায়।

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব:ইন্টারনেট এর এই যুগে সময় সচেতন, আগের মতো কোনো কিছু কেনার জন্য কেউ আর দোকানে দোকানে ঘুরে বেড়...
24/09/2024

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব:

ইন্টারনেট এর এই যুগে সময় সচেতন, আগের মতো কোনো কিছু কেনার জন্য কেউ আর দোকানে দোকানে ঘুরে বেড়ায় না, হাতে থাকা ফোনটির মাধ্যমে এক ক্লিকে জেনে নিতে চায় তার প্রত্যাশিত জিনিসটি সম্পর্কে। ইন্টারনেট পাল্টে দিয়েছে আমাদের জীবন যাত্রার মান, তাই ঘরে বসেই কেনাকাটা করতে আগ্রহী সবাই। অন্যদিকে ব্যবসায়ীরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে খুব সহজেই ক্রেতা ভোক্তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ডিজিটাল চ্যানেল ব্যবহার করে বাজারজাতকারী সহজেই তার নির্দিষ্ট কাস্টমারের নিকট পৌঁছাতে পারে। ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করে খরচ অনেক কমানো সম্ভব। একটি সার্ভেতে দেখা গেছে যে বিশ্বে ২ মিলিয়ন এর বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং এর মধ্যে প্রায় ৫৫% মানুষ এখান থেকে ক্রয় করে থাকে, আর যত বেশি মানুষ এটি ব্যবহার করবে, এর দ্বার ততোবেশি খুলে যাবে। আপনি আরো জেনে অবাক হবেন যে ৭০ % কাস্টমার অনলাইন এ প্রোডাক্ট যাচাই বাছাই করেন, ৪৩% ক্রেতা গুগল সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স সাইটে এসে ক্রয় করেন। অন্য একটি জরিপে দেখা গেছে , সারা বিশ্বে ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এর মধ্যে প্রায় ৪৩% মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটা ফোনের মাধ্যমে করে থাকেন। সুতরাং বুঝতেই পেরেছেন কেন ২০২৪ সালে এসে এই প্লাটফর্মের বাহিরে ভাবার কোনো সুযোগ নেই। ডিজিটাল যুগে এসে, প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্যে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব দিন দিন আরো বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়ার সুযোগ।

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সো...
23/09/2024

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

ডিজিটাল মার্কেটিং :ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্...
23/09/2024

ডিজিটাল মার্কেটিং :

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share