Late night

Late night Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Late night, Digital creator, Dhaka.

সমুদ্রকে এড়িয়ে চলা সাহসী ঈগল – দুই দশকের গল্প২০ বছর ধরে এক মহিমান্বিত স্টেপ ঈগল (Aquila nipalensis)–কে জিপিএস-এর মাধ্যমে...
09/09/2025

সমুদ্রকে এড়িয়ে চলা সাহসী ঈগল – দুই দশকের গল্প

২০ বছর ধরে এক মহিমান্বিত স্টেপ ঈগল (Aquila nipalensis)–কে জিপিএস-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছিল। সে তার মহাকাব্যিক অভিবাসন যাত্রায় রাশিয়া থেকে সৌদি আরব পর্যন্ত গিয়েছিল, আর শেষ পর্যন্ত থেমেছিল ভ্যালি দেল নিনিও নামের জায়গায়।

এই দীর্ঘ দুই দশকে ঈগলটি অতিক্রম করেছে বিশাল মরুভূমি, সুউচ্চ পর্বত আর অসংখ্য জাতীয় সীমান্ত। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল—এটি সবসময় একই রুট বেছে নিত।

যদিও ছোট পথগুলো তাকে সমুদ্রের উপর দিয়ে নিয়ে যেতে পারত, তবুও সে কখনও বিশাল জলরাশির উপর দিয়ে উড়তে চাইত না। কেন? কারণ সমুদ্রপাখি যেমন অ্যালবাট্রস সমুদ্রের উপর ভর করে উড়তে পারে, স্টেপ ঈগল কিন্তু তেমন নয়। এটি প্রধানত ভরসা করে থার্মালস নামের গরম বাতাসের স্তম্ভের উপর, যা জমি থেকে উঠে আসে এবং ঈগলকে আরামদায়কভাবে দূরে ভেসে যেতে সাহায্য করে। 🌍🔥

কিন্তু সমুদ্রের উপর এ ধরনের থার্মালস প্রায় থাকে না, ফলে উড়ে যাওয়া হয়ে যায় ঝুঁকিপূর্ণ ও ক্লান্তিকর। তাই ঈগল সবসময় স্থলপথ বেছে নিত, যদিও সেটি অনেক দীর্ঘ হতো।

এটি শুধুই প্রবৃত্তি বা কাকতালীয় বিষয় নয়—এটি হলো এক গভীর বিবর্তনীয় প্রজ্ঞা। ঈগলের শারীরবৃত্তি, আচরণ আর ভৌগোলিক উপলব্ধি—সবকিছু মিলে এক অসাধারণ সঙ্গতি তৈরি করেছে। 🦅💨

24/08/2025

মাশাল্লাহ অনেক সুন্দর কথা #ইসলাম

24/08/2025

দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। তাই দুনিয়ার লোভে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করো।

24/08/2025

আপনার দিন টা আল্লাহ রহমতে ভরে দিক,আমিন

শালুক ফুল কী? • শালুক আসলে শাপলার এক ধরনের ফুল। • এটা পুকুর, বিল, হাওর–বাওড়ের পানিতে জন্মায়। • ফুলের রং সাধারণত হালকা ...
12/08/2025

শালুক ফুল কী?
• শালুক আসলে শাপলার এক ধরনের ফুল।
• এটা পুকুর, বিল, হাওর–বাওড়ের পানিতে জন্মায়।
• ফুলের রং সাধারণত হালকা নীল, বেগুনি বা গোলাপি হতে পারে।

গাছের গঠন
• বড় গোল পাতাগুলো পানির উপর ভাসে।
• পাতার নিচে ও মাটির নিচে মোটা ডাঁটা থাকে, সেখানেই শালুক বা মূল জন্মায়।
• শালুক দেখতে আলুর মতো, কিন্তু লম্বাটে ও একটু কালচে রঙের।

খাওয়ার যোগ্য অংশ
• শালুকের মূল (যেটা পানির নিচে থাকে) সিদ্ধ করে বা ভেজে খাওয়া যায়।
• স্বাদ মিষ্টি-শর্করাযুক্ত, আলু বা শিমের মতো নরম।

স্বাস্থ্য উপকারিতা
• শরীরে শক্তি জোগায়।
• হজমে সাহায্য করে।
• কিছু গ্রামে এটা গরমে শরীর ঠান্ডা রাখতে খাওয়া হয়।

মৌসুম
• বর্ষা থেকে শরৎ পর্যন্ত ফুল ফোটে।
• বর্ষার শেষ দিকে শালুক মূল বেশি পাওয়া যায়।

11/08/2025
একজন মুসলমানের কাছে সবথেকে সুন্দর ছবি🕋❤️
05/08/2025

একজন মুসলমানের কাছে সবথেকে সুন্দর ছবি🕋❤️

04/08/2025

"মৃত্যুর চেয়ে মানুষের ভবিষ্যতের ভয় বেশি;
অথচ মৃত্যুই মানুষের একমাত্র ভবিষ্যৎ!

মৃত্যুর পর ধনসম্পদ হবে ওয়ারিশদের! রুহু হবে আজরাঈলের! মাংস হবে পোকা মাকড়ের! হাড্ডি হবে মাটির! নিজের বলতে থাকবে শুধুমাত্...
04/08/2025

মৃত্যুর পর ধনসম্পদ হবে ওয়ারিশদের! রুহু হবে আজরাঈলের! মাংস হবে পোকা মাকড়ের! হাড্ডি হবে মাটির! নিজের বলতে থাকবে শুধুমাত্র নেক আমল

মোরগঃ কি রান্না করছে রে...বিড়ালঃ আলু দিয়ে তর বউ রে
04/08/2025

মোরগঃ কি রান্না করছে রে...
বিড়ালঃ আলু দিয়ে তর বউ রে

এখানে যারা কবরের মধ্যে শুয়ে আছে, তারা এক সময় আমাদের মতোই জীবিত মানুষ ছিল। আজ তারা মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের সবাইকে...
04/08/2025

এখানে যারা কবরের মধ্যে শুয়ে আছে, তারা এক সময় আমাদের মতোই জীবিত মানুষ ছিল। আজ তারা মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের সবাইকেও একদিন এই মাটির ঘরেই যেতে হবে।

আলহামদুলিল্লাহ❤️✅
30/07/2025

আলহামদুলিল্লাহ❤️✅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Late night posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share