20/06/2025
তোমার যত্নের কথা মনে পড়লে নিজেকে কেমন ম`রণব্যাধি রোগী মনে হয়। মনে হয় তোমার যত্ন নামক ঔষধ ছাড়া আমার রোগ সেড়ে ওঠা দায়।
পৃথিবীতে কোটি কোটি মানুষ। তবুও দেখো আমি তোমার যত্নের খোঁজে প্রতিনিয়ত ছোটাছুটি করি। যেনো তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ যত্ন নিতে জানে না।
তোমার একটু যত্নের লোভে আজন্মকাল নিজেকে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আমাকে কুড়িয়ে নিয়ে তোমার কাছে যত্নে রেখে দিও।